আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 120 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 120 (MCQ)

***********************

1. রাজ্যসভার সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন ?
[A] 5 বছর
[B] 6 বছর 
[C] 3 বছর
[D] 4 বছর

Ans : (B)

2. নিম্নের কে 'Survival of the fittest' প্রবাদ বাক্যটি প্রবর্তন করেন ?
[A] আর্কিমিডিস
[B] হার্বার্ট স্পেন্সার 
[C] চার্লস ডারউইন
[D] আলবার্ট আইনস্টাইন

Ans : (B)

3. Excel 2010 -এর একটি শিটে কতগুলি স্তম্ভ আছে ?
[A] 16024
[B] 1024
[C] 16384 
[D] 1600

Ans : (C)

4. ভারতের কোথায় এক-শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় ?
[A] আসাম 
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] মেঘালয়

Ans : (A)

5. আন্তর্জাতিক মনেটারি ফান্ডে (IMF) কতগুলি সদস্য দেশ আছে ? 
[A] 89
[B] 190 
[C] 198
[D] 99

Ans : (B)

■ HQ - ওয়াশিংটন ডিসি

6. নিম্নের কোনটি কম্পিউটার সিস্টেমের বৃহত্তম মেমোরি ?
[A] Exabyte
[B] Yottabyte 
[C] Petabyte
[D] Zetabyte

Ans : (B)

■ 1 yottabyte = 1 × 10^(15) Gb

7. 11তম শতাব্দীতে উজবেকিস্তান থেকে কোন পর্যটক ভারতে আসেন ?
[A] ইবন বতুতা
[B] আল-বেরুনি 
[C] মহম্মদ ওয়ালি বালখি
[D] সাঈদ আলি রেইস

Ans : (B)

■ তারিখ আল-হিন্দ (ভারতের ইতিহাস) হল ভারতীয় সংস্কৃতি নিয়ে আলবেরুনীর গবেষণার উপর ভিত্তি করে রচিত একটি বই

8. G-7 কি ?
[A] ভারতের 7 টি সিস্টার রাজ্য
[B] বিশ্বের 7 টি সাগর
[C] বিশ্বের 7 টি মহাদেশ
[D] IMF বর্ণিত বিশ্বের 7 টি অতিউন্নত অর্থনীতি 

Ans : (D)

9. ভারতের দ্বারা লঞ্চ করা বিশ্বের ক্ষুদ্রতম স্পেসক্রাফট -এর নাম কি ?
[A] Sparkle
[B] Spring
[C] Sprites 
[D] Star

Ans : (C)

10. 'স্ট্যাচু অফ ইউনিটি' -এর ডিজাইন কে করেন যেটিকে 31 শে অক্টোবর, 2018 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ?
[A] কৃষ্ণা রেড্ডি
[B] রাম ভানজি সুতার 
[C] এস এন গণপতি
[D] রামকিঙ্কর বাইজ

Ans : (B)

11. ভারতের কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে ?
[A] দিল্লী
[B] মুম্বাই
[C] আহমেদাবাদ
[D] সুরাট 

Ans : (D)

12. World Bamboo Day প্রতিবছর কোন তারিখে পালিত হয় ?
[A] 30 শে ডিসেম্বর
[B] 10 ই মার্চ
[C] 10 ই জুলাই
[D] 18 ই সেপ্টেম্বর 

Ans : (D)

13. ভারতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কবে অস্তিত্ব লাভ করে ? 
[A] 1989
[B] 1990
[C] 1970
[D] 1969 

Ans : (D)

14. নিম্নের কোনটি 'global commons' এর একটি অংশ ?
[A] এশিয়া
[B] আফ্রিকা
[C] আন্টার্কটিকা 
[D] অস্ট্রেলিয়া

Ans : (C)

15. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ?
[A] 1700
[B] 1650
[C] 1600 
[D] 1750

Ans : (C)

16. কংগ্রেস দল 26 শে জানুয়ারি 1930 দিনটিকে ________ দিন হিসেবে পালন করে
[A] প্রজাতন্ত্র দিবস
[B] স্বাধীনতা দিবস 
[C] ভারত দিবস
[D] নিঃশব্দ প্রতিবাদ দিবস

Ans : (B)

■ 26শে জানুয়ারী, 1929 সালে, পন্ডিতের সভাপতিত্বে কংগ্রেস। জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করেছিলেন। 26 জানুয়ারি, 1930 সম্পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়

17. ভারতের কোন শহরে সফলভাবে কটন মিল স্থাপিত হয়েছিল ?
[A] কলকাতা
[B] মুম্বাই 
[C] চেন্নাই
[D] পাটনা

Ans : (B)

18. মুসলিম লীগ কোথায় গঠিত হয় ?
[A] লাখনউ
[B] কানপুর
[C] ঢাকা 
[D] বিহার

Ans : (C)

■ এটি 1906 খ্রিস্টাব্দে আগা খান, ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিন-উল-মুলকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল।
■ ভাকার-উল-মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি।
■ এটি বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল, স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিল এবং মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষা এবং পৃথক নির্বাচনীক্ষেত্র দাবি করেছিল।
■ মহম্মদ আলী জিন্নাহ 1913 সালে মুসলিম লীগে যোগদান করেছিলেন

19. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) উৎপত্তি বছর হলো :
[A] 1806 
[B] 1951
[C] 1948
[D] 1851

Ans : (A)

20. নারোরা এটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত ?
[A] মহারাষ্ট্র
[B] হরিয়ানা
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ 

Ans : (D)

21. ফিনান্সিয়াল স্বাক্ষরতা সপ্তাহ ইনিশিয়েটিভটির সূচনা করে -
[A] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[B] কেন্দ্রীয় সরকার
[C] পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
[D] ভারতীয় রিজার্ভ ব্যাংক 

Ans : (D)

■ Financial Literacy Week 2024 - February 26 – March 01, 2024

22. বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন যিনি 16তম শতাব্দীতে শাসন করেছিলেন ?
[A] আদি শঙ্কর
[B] রাজ রাজ চোল
[C] দ্বিতীয় পুলকেশী
[D] কৃষ্ণদেব রায় 

Ans : (D)

■ বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে সঙ্গম রাজবংশের প্রথম হরিহর এবং তার ভাই প্রথম বুক্কা রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
■ বিজয়নগর সম্রাটরা শিল্প ও সাহিত্যের মহান পৃষ্ঠপোষক ছিলেন।
■ বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগজগণ ছিলেন আটজন মহান কবি। কৃষ্ণদেব রায়ে 1509 থেকে 1529 সালে তাঁর মৃত্যু পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিলেন।
■ কৃষ্ণদেব রায়ের শাসনকাল তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত

23. ভারতের কোন বায়ো-রিজার্ভ ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার-রিজার্ভের অন্তর্ভুক্ত নয় ?  
[A] সুন্দরবন
[B] মানস 
[C] গালফ অফ মান্নার
[D] নন্দাদেবী

Ans : (B)

24. পেমেন্ট ব্যাংক সম্পর্কে নিম্নের কোনটি সঠিক বিবৃতি নয় ?
[A] এগুলি ডিমান্ড ডিপোজিট গ্রহণ করে
[B] এগুলি ডেবিট কার্ড চালু করতে পারে
[C] এগুলি লোন দিতে পারে না
[D] এগুলি ক্রেডিট কার্ড চালু করতে পারে 

Ans : (D)

25. উদ্ভিদের শীর্ষে কোন উদ্ভিদ হরমোনের গাঢ়ত্ব বেশি দেখা যায় এবং মূলের কাছাকাছি আসলে এটি হ্রাস পায় ?
[A] সাইটোকাইনিন
[B] জীব্বারেলিন
[C] ইথিলিন
[D] অক্সিন 

Ans : (D)