আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 119 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 119 (MCQ)

***********************


1. ভারতীয় পার্লামেন্টের প্রথম অধ্যক্ষ (Speaker) কে ছিলেন ?
[A] বি আর আম্বেদকর
[B] কে এম মুন্সি
[C] জি ভি মাভালঙ্কার 
[D] রাজেন্দ্র প্রসাদ

Ans : (C)

2. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন ? 
[A] উইনস্টন চার্চিল 
[B] রবার্ট ওয়ালপোল
[C] মার্গারেট থ্যাচার
[D] বেঞ্জামিন ডিজরাইলি

Ans : (A)

■ ক্রিপস মিশন হল ১৯৪২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন আদায় করার একটি ব্যর্থ প্রচেষ্টা। ব্রিটিশ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্ব দেন
■ ভারতের সংবিধানের উপর ব্রিটিশ সরকারের খসড়া ঘোষণার বিষয়ে সমস্ত দলের প্রতিনিধি ভারতীয় নেতাদের সাথে আলোচনা করার জন্য এটি পাঠানো হয়

3. GSAT-6A কবে এবং কোথা থেকে লঞ্চ করা হয় ? 
[A] 29 জুন 2017, গুয়ানা স্পেস সেন্টার
[B] 29 মার্চ 2018, সতীশ ধবন স্পেস সেন্টার 
[C] 6 অক্টোবর 2016, গুয়ানা স্পেস সেন্টার
[D] 12 জানুয়ারি 2018, সতীশ ধবন স্পেস সেন্টার

Ans : (B)

4. কম্পিউটারের ক্ষেত্রে, একটি 'Spider' হলো -
[A] সার্চ ইঞ্জিন
[B] ওয়েবসাইট দেখার এপ্লিকেশন
[C] প্রোগ্রাম যা ওয়েবসাইটকে ক্যাটালগ করে 
[D] হ্যাকার যে কর্পোরেট কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে

Ans : (C)

■ a computer program or bot that systematically crawls through websites to collect information and index web pages:
■ Spiders help search engines like Google and Bing provide relevant search results by indexing web content. They also help website owners monitor their site's performance, identify broken links, and gather data for research and analysi

5. নিম্নের কোন জাতীয়তাবাদী নেতা মারাঠি সংবাদপত্র 'কেশরী' প্রতিষ্ঠা করেন এবং এডিট করেন ?
[A] বিনায়ক দামোদর সাভারকর
[B] বিষ্ণুশাস্ত্রী চিপলুঙ্কার
[C] ভিমরাও আম্বেদকর
[D] বাল গঙ্গাধর তিলক 

Ans : (D)

■ এটি 1881 সালে প্রথম প্রকাশিত হয়েছিল
■ এটি ছিল মারাঠি দৈনিক পত্রিকা এবং আগরকর ও অধ্যাপক কেলকার এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন

6. Cupcake, Donut, Eclair, Froyo এবং Gingerbread হলো বিভিন্ন _________ ভার্সনের কোডনাম
[A] পিয়ানো
[B] এন্ড্রইড 
[C] কম্পিউটার
[D] সিএ

Ans : (B)

■ Android Versions 1.0 – 1.1 - No codenam, Android Version 1.5 - Cupcake, Android Version 1.6 - Donut , Versions 2.0 – 2.1 - Eclair, Version 2.2 - Froyo, Version 2.3 - Gingerbread , Versions 3.0 – 3.2 - Honeycomb
■ Version 4.0 - Ice Cream Sandwich, Versions 4.1 – 4.3 Jelly Bean , Version 4.4 - KitKat , Versions 5.0 – 5.1- Lollipop , Version 6.0 Marshmallow, Versions 7.0 – 7.1 Nougat, Versions 8.0 – 8.1- Oreo, Version 9 - Pie
■ Version 10 to 15 same name

7. আগে খোলা প্রোগ্রামে সুইচ করতে কোন শর্টকাট ব্যবহার করা হয় ?
[A] Ctrl + Home
[B] Alt + Shift + Tab 
[C] Alt + Tab
[D] Ctrl + N

Ans : (B)

■ Ctrl + Home - কোনো ডকুমেন্টের শুরুতে বা ওয়েবপেজ এর শুরুতে যেতে
■ Alt + Tab - switch between open applications or windows on a computer
■ Ctrl + N - নতুন কিছু খুলতে লাগে

8. বিখ্যাত ফুটবলার Johan Cruyff নিম্নের কোন দেশের নাগরিক ?
[A] ব্রাজিল
[B] ইংল্যান্ড
[C] নেদারল্যান্ডস 
[D] আর্জেন্টিনা

Ans : (C)

9. নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী জেনারেল মাইকেল ও'ডায়ারকে হত্যা করেন ?
[A] চন্দ্র শেখর আজাদ
[B] ভগত সিং
[C] সুখদেব
[D] উধাম সিং 

Ans : (D)

■ ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের সময়ে যিনি পাঞ্জাব প্রদেশের বিলেতি গভর্নর ছিলেন, সেই মাইকেল ও'ডোয়াইয়ার-কে (Michael O'Dwyer) হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন। এই উদ্দেশ্যে উধাম সিং ১৯৩৪ সালে বিলেত গমন করেন
■ এবং অবশেষে ১৯৪০ সালের মার্চ মাসে - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রায় ২১ বছর পরে - লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও'ডোয়াইয়ার-কে গুলি করে হত্যা করেন

10. হেনরি বেকারেল নিম্নের কোনটি আবিষ্কার করেছিল ? 
[A] ইনফ্রারেড বিকিরণ
[B] আল্ট্রাভায়োলেট আলো
[C] X-রশ্মি
[D] তেজস্ক্রিয়তা 

Ans : (D)

11. ভারতের প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল ?
[A] মহাকাশ সম্পর্কিত গবেষণা ও উন্নয়ন
[B] কৃষিকে গুরুত্ব দিয়ে প্রাইমারি সেক্টরের উন্নতি 
[C] ইনফরমেশন টেকনোলজি বৃদ্ধি
[D] ভারী শিল্পের দ্রুত উন্নয়ন

Ans : (B)

■ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের পার্লামেন্টে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পেশ করেছিলেন। ■ ১৯৫১ সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয় এবং প্রধানত প্রাথমিক খাতের উন্নয়নে মনোনিবেশ করা হয়
■ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কয়েকটি পরিবর্তন সহ হ্যারড-ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল

12. অজন্তার গুহাচিত্র নিম্নের কোনটিকে ব্যক্ত করে ?
[A] রামায়ণের গল্প
[B] মহাভারতের গল্প
[C] বেদের গল্প
[D] জাতক কাহিনী 

Ans : (D)

■ অজন্তা গুহা হল প্রায় 300 বছরের পুরনো পাথর কাটা গুহা।
■ অজন্তাকেভ পেইন্টিং, ম্যুরাল এবং ভাস্কর্যগুলি গৌতম বুদ্ধের জীবনকে চিত্রিত করে।
■ সাহিত্যের এই রূপটি জাতক কাহিনীতে দেখা যায়।
■ এখানে, একজন ভগবান বুদ্ধকে সমস্ত জীবরূপে দেখতে পাবেন। প্রাণী এবং মানব উভয় রূপে। তারা বুদ্ধের জীবন্ত অবতারের উপর একটি সম্ভাবনা নিক্ষেপ করে।
■ অজন্তা গুহা দুটি দলে বিভক্ত।
প্রথম দলটি গুহা 1 থেকে 10 পর্যন্ত।
দ্বিতীয় দল গুহা 11 থেকে 29 পর্যন্ত।
এর মধ্যে ১৬ নম্বর গুহাটি সবচেয়ে বিখ্যাত। এতে বুদ্ধের মহাপরিনির্বাণের চিত্র অঙ্কিত হয়েছে।

13. ইরানের প্রাচীন নাম কি ছিল ?
[A] মেসোপটেমিয়া
[B] সিলন
[C] গৌল
[D] পার্সিয়া 

Ans : (D)

14. নিম্নের কোনটি স্বর্ণালী চতুর্ভুজ গঠন করে ?
[A] দিল্লী-জয়পুর-আগ্রা-মিরাট
[B] দিল্লী-মুম্বাই-ব্যাঙ্গালোর-কলকাতা
[C] দিল্লী-পুনে-চেন্নাই-ভুবনেশ্বর
[D] দিল্লী-মুম্বাই-চেন্নাই-কলকাতা 

Ans : (D)

■ স্বর্ণ চতুর্ভুজ (জিকিউ) হল ভারতের জাতীয় মহাসড়কের একটি নেটওয়ার্ক যা এই দেশের বেশিরভাগ শিল্প, কৃষি ও সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করেছে। এটি ভারতের চারটি প্রধান মহানগর, দিল্লি (উত্তর), কলকাতা (পূর্ব), মুম্বই (পশ্চিম) এবং চেন্নাই (দক্ষিণ)কে ছুঁয়ে গিয়ে একটি চতুর্ভুজ গঠন করেছে

15. অ্যালভিওলির কাজ কি ?
[A] খাদ্য হজমে
[B] যেখানে গ্যাসের আদান প্রদান হয় সেখানে তল প্রদান করা 
[C] খাদ্য শোষণে সহায়তা
[D] রক্ত বিশুদ্ধকরণে

Ans : (B)

16. মরক্কো ও স্পেন কে বিভক্ত করেছে কোন প্রণালী ?
[A] ইংলিশ চ্যানেল
[B] জিব্রাল্টার প্রণালী 
[C] হুডসন প্রণালী
[D] বেরিং প্রণালী

Ans : (B)

■ ইংলিশ চ্যানেল - দক্ষিণ ইংল্যান্ডকে উত্তর ফ্রান্স থেকে পৃথক করে
■ হুডসন প্রণালী - কানাডাতে অবস্থিত একটি সমুদ্রপ্রণালী যা পশ্চিমে হাডসন উপসাগর ও ফক্স বেসিনকে পূর্বে ল্যাব্রাডর সাগরের সাথে সংযুক্ত করেছে
■ বেরিং প্রণালী - প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী একটি প্রণালী , যা রাশিয়ার দূরপ্রাচ্যের চুকচি উপদ্বীপকে আলাস্কার সিওয়ার্ড উপদ্বীপ থেকে পৃথক করেছে

17. ভারতের বৈদেশিক বাণিজ্য কিভাবে সম্পন্ন হয় ?
[A] ভূমি এবং সমুদ্র পথে
[B] সমুদ্র এবং বায়ুপথে 
[C] ভূমি এবং বায়ু পথে
[D] ভূমি, বায়ু এবং সমুদ্র পথে সমানভাবে

Ans : (B)

18. প্রখ্যাত ভারতীয় লেখক যিনি 'Untouchable' এবং 'Coolie' -এত মত উপন্যাস লিখেছেন, তিনি হলেন -
[A] অনিতা দেশাই
[B] মূলক রাজ আনন্দ 
[C] আর কে নারায়ণ
[D] কমলা দাস

Ans : (B)

19. মিজো ন্যাশনাল ফ্রন্ট কে প্রতিষ্ঠা করেন ?
[A] Khuangchera
[B] Chawngbawla
[C] Laldenga 
[D] Lalnunmawia

Ans : (C)

20. বংশগতির সূত্র কে আবিষ্কার করেন ?
[A] চার্লস ডারউইন
[B] গ্যারোদ
[C] হুগো দা ভৃস
[D] গ্রেগর মেন্ডেল 

Ans : (D)

■ মেন্ডেলের প্রথম সূত্র [First Law of Mendel]:- মেন্ডেলের প্রথম সূত্রটি 'পৃথকীভবনের সূত্র [Law of Segregation] নামে পরিচিত । এই সূত্রানুযায়ী "কোনও জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটি জনু [জনিতৃ] থেকে আর একটি জনুতে [অপত্য] সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও এরা [বৈশিষ্ট্যগুলি বা অ্যালিলগুলি] কখনও মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী অ্যালিল দুটি পরস্পর পৃথক হয়ে যায় ।"
■ মেন্ডেলের দ্বিতীয় সূত্র [Second Law of Mendel]:- মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি 'স্বাধীন বন্টনের সূত্র' [Law of Independence Assortment] নামে পরিচিত । এই সূত্রানুযায়ী "কোনও জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিতৃ হ'তে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে-কোনও বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সমস্ত ধরনের সমন্বয়ে সঞ্চারিত হয় ।"

21. নিম্নের কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন ?
[A] মহম্মদ আলী জিন্নাহ
[B] বখত খান
[C] জাকির হোসেন
[D] শওকত আলী 

Ans : (D)

■ প্রথম বিশ্বযুদ্ধের পরে উসমানীয় সাম্রাজ্যের সাথে প্রদত্ত আচরণের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের আন্দোলন হিসাবে এই আন্দোলন শুরু হয়েছিল।
■ 1919 সালে আলী ভাইদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়; মওলানা মুহাম্মদ আলী ও মওলানা শওকত আলী
■ 1920-এর দশকের মাঝামাঝি, খিলাফত নেতারা গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে হাত মিলিয়েছিলেন

22. MPEG এর সঠিক ফর্মটি হলো :
[A] Micro Pictures Expert Group
[B] Many Pictures Expert Group
[C] Moving Pictures Experts Group 
[D] Motion Pictures Expert Group

Ans : (C)

23. যোজ্যতা ইলেক্ট্রন উপস্থিত থাকে :
[A] একটি পরমাণুর একবারে ভিতরে এবং একেবারে বাইরের কক্ষে
[B] একটি পরমানুর একেবারে ভিতরের কক্ষে
[C] একটি পরমাণুর জাস্ট বাইরে
[D] একটি পরমাণুর একেবারে বাইরের কক্ষে 

Ans : (D)

24. খারাই উটগুলি (Kharai Camels) প্রধানত কি খেয়ে বেঁচে থাকে ?
[A] ক্যাকটাস
[B] ম্যানগ্রোভ 
[C] জশুয়া গাছ
[D] ব্রিটল ঝোপ

Ans : (B)

25. নিম্নের কোন দেশ একের অধিক টাইম জোন অনুসরণ করে ?
[A] USA 
[B] আর্জেন্টিনা
[C] চীন
[D] ভারত

Ans : (A)

■ There are four time zones used in the contiguous U.S.: Pacific Time Zone, Mountain Time Zone, Central Time Zone, Eastern Time zone