আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 116 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 116 (MCQ)
***********************
1. নেপালের সাথে ভারতের কতগুলি রাজ্য সীমানা ভাগ করে নেয় ?
[A] 5
[B] 4
[C] 8
[D] 3
Ans : (A)
■ পাঁচটি এমন ভারতীয় রাজ্য রয়েছে যাদের নেপালের সঙ্গে সীমানা রয়েছে
■ প্রায় 1850 কিমি জুড়ে উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমানা রয়েছে
2. ভারতের প্রথম মনুষ্যচালিত মহাকাশ অভিযানের নাম কি ?
[A] গগনযান
[B] গগনবিমান
[C] পুষ্পকযান
[D] বায়ুযান
Ans : (A)
■ এটি (অপর নাম"আকাশ যান") হ'ল একটি ভারতীয় মানববাহী কক্ষপথীয় মহাকাশযান, যা হিউম্যান হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের অংশ
■ মহাকাশযানটি তিন জনকে বহন করার জন্য তৈরি করা হয়েছে এবং এর একটি পরিকল্পিত উন্নত সংস্করণকে উপস্থাপনা এবং ডকিংয়ের সক্ষমতা'সহ সজ্জিত করা হবে। তার প্রথম মানব অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মূলত স্বায়ত্তশাসিত ৩.৭-টনের (৮,২০০ পাউন্ড) ক্যাপসুলটি তিন ব্যক্তিকে নিয়ে মহাকাশে আরোহণ করে সাত দিন পর্যন্ত ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে
3. একটি কম্পিউটার মনিটর কি নামে পরিচিত ?
[A] CCTV
[B] LED
[C] CPU
[D] VDU
Ans : (D)
■ এটির ফুল ফর্ম - Visual Display Unit
4. আয়তন অনুসারে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি ?
[A] চীন
[B] ভারত
[C] অস্ট্রেলিয়া
[D] ব্রাজিল
Ans : (C)
1 - রাশিয়া, 2 - কানাডা, 3 - মার্কিন যুক্তরাষ্ট্র, 4 - চীন, 5 - ব্রাজিল, 6 - অস্ট্রেলিয়া, 7 - ভারত
5. ভারত সরকারের কোন মন্ত্রক গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এক্ট, 2017 প্রকাশ করে ?
[A] মিনিস্ট্রি অফ ল' এন্ড জাস্টিস
[B] অফিস অফ দি প্রাইম মিনিস্টার
[C] মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স
[D] মিনিস্ট্রি অফ ফাইন্যান্স
Ans : (A)
■ 2014 সালের 19শে ডিসেম্বর, সংবিধানের (122তম সংশোধনী) বিল 2014 লোকসভায় উত্থাপন করা হয়েছিল এবং 2015 সালের মে মাসে লোকসভায় বিলটি পাশ হয়েছিল।
■ 2016 সালে 3রা আগস্ট রাজ্যসভায় এবং 2016 সালের 8ই আগস্ট লোকসভায় বিলটি পাশ হয়েছিল। প্রয়োজনীয় রাজ্য বিধানসভার সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরে 2016 সালের 8ই সেপ্টেম্বর এই সংবিধান সংশোধনীটি সাংবিধানিক (101তম সংশোধনী) আইন 2016 রূপে স্বীকৃত হয়েছিল
■ এই সংবিধান সংশোধনীটি ভারতে পণ্য ও পরিষেবা কর প্রবর্তনের পথ প্রশস্ত করেছে
■ 2017 সালের 1লা জুলাই থেকে কার্যকরীভাবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হয়
6. নিম্নের কোন সংস্থায় ভারত একটি সদস্য দেশ নয় ?
[A] সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)
[B] G20
[C] সম্মিলিত জাতীপুঞ্জ (UN)
[D] নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO)
Ans : (D)
■ এটির HQ - ব্রুসেলস, বেলজিয়াম
7. ইউএন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্যের সংখ্যা হলো :
[A] 9
[B] 10
[C] 12
[D] 11
Ans : (B)
■ HQ - নিউইয়র্ক সিটি, US
■ Permanent members: China, France, Russia, United Kingdom, United States
■ Non-permanent members on rotation: Algeria, Ecuador, Guyana, Japan, Malta, Mozambique, Sierra Leone, Slovenia, South Korea, Switzerland
8. প্রথম লোকসভা নির্বাচন কোন বছর আয়োজিত হয় ?
[A] 1957 – 1958
[B] 1953 – 1954
[C] 1951 – 1952
[D] 1949 – 1950
Ans : (C)
9. RDX কি ?
[A] তড়িৎ পরিমাপক একটি যন্ত্র
[B] কীটনাশক উৎপাদনের একটি রাসায়নিক
[C] একটি বিস্ফোরক দ্রব্য
[D] রক্তচাপ পরিমাপক যন্ত্র
Ans : (C)
■ ফুল ফর্ম - Royal Demolition eXplosive
10. আর্টিকেল 78 অনুযায়ী নিম্নের কে মন্ত্রী পরিষদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনা করবে ?
[A] স্বরাষ্ট্রমন্ত্রী
[B] প্রধানমন্ত্রী
[C] উপ-রাষ্ট্রপতি
[D] বিদেশ মন্ত্রী
Ans : (B)
11. সোনাল মানসিং নিম্নের কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত ছিলেন ?
[A] গান
[B] অভিনয়
[C] খেলাধুলা
[D] নৃত্য
Ans : (D)
12. নিম্নের কে 'ভারতের লৌহমানব' নামে পরিচিত ছিলেন ?
[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] জওহরলাল নেহেরু
[C] সুভাষ চন্দ্র বসু
[D] নরেন্দ্র মোদি
Ans : (A)
■ তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন
■ তাকে ভারতের লৌহমানব বলা হয়
■ তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী
■ 1991 সালে ভারতরত্ন সম্মান পান
13. নীতি আয়োগের প্রথম চেয়ারপার্সন কে ছিলেন ?
[A] অরুণ জেটলি
[B] নরেন্দ্র মোদী
[C] অরবিন্দ পানিগ্রাহী
[D] অমিতাভ কান্ত
Ans : (B)
■ গঠিত - 2015
■ ফুল ফর্ম - ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া
■ বর্তমান CEO - ভিআর সুব্রহ্মণ্যম
14. আলিপুর বোমা মামলার সাথে নিম্নের কে যুক্ত ছিলেন ?
[A] শ্রী অরবিন্দ
[B] চন্দ্রশেখর আজাদ
[C] রামপ্রসাদ বিসমিল
[D] ভগত সিং
Ans : (A)
■ ১৯০৮ খ্রিস্টাব্দের ২১ মে আলিপুর সেশন আদালতে মামলা শুরু করে
■ ১৯০৯ খ্রিস্টাব্দের ৬ মে আলিপুর বোমা মামলার রায় বেরোয়। এই রায়ে বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তর মৃত্যুদণ্ড, হেমচন্দ্র কানুনগো, অবিনাশ ভট্টাচার্য, ইন্দুভূষণ রায়-সহ বিভিন্ন বিপ্লবীর বিভিন্ন মেয়াদের দ্বীপান্তর হয়। পরে আবেদনের ভিত্তিতে বারীন্দ্র ও উল্লাসকরের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তর হয়। অরবিন্দ ঘোষ মুক্তি পান
15.NABARD এর পূর্ণ রূপ কি ?
[A] ন্যাশনাল ব্যাংক ফর এশিয়ান রিসার্চ ডেভেলপমেন্ট
[B] ন্যাশনাল ব্যাংক অফ এশিয়ান রিসার্চ ডেভেলপমেন্ট
[C] ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট
[D] ন্যাশনাল ব্যাংক ফর এগ্রি রিলেটেড ডেভেলপমেন্ট
Ans : (C)
■ গঠিত - 12 জুলাই 1982-এ সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল
■ HQ - মুম্বাই
16. যদি একটি দ্রবণ নীল লিটামাস কাগজকে লালে পরিণয় তবে দ্রবণটির pH কত হবে ?
[A] 7 এর কম
[B] 14
[C] 7 এর বেশি
[D] 7
Ans : (A)
17. প্রতি বছর কোন তারিখে সিভিল সাভিস দিবস পালন করা হয় ?
[A] 21 শে জানুয়ারি
[B] 21 শে অক্টোবর
[C] 21 শে মে
[D] 21 শে এপ্রিল
Ans : (D)
18.নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইস ?
[A] মাউস
[B] প্রিন্টার
[C] স্পিকার
[D] মনিটর
Ans : (A)
■ বাকি গুলো আউটপুট ডিভাইস
19. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত কোন সালে গাওয়া হয় ?
[A] 1911
[B] 1912
[C] 1910
[D] 1909
Ans : (A)
■ সভাপতি - বিষাণ নারায়ণ ধর
■ এটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশন
20. কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মাইকেল ও'ডায়ার কে হত্যা করেন ?
[A] ভগত সিং
[B] সুখদেব থাপর
[C] উধাম সিং
[D] রাজগুরু
Ans : (C)
■ ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের সময়ে যিনি পাঞ্জাব প্রদেশের বিলেতি গভর্নর ছিলেন, সেই মাইকেল ও'ডোয়াইয়ার-কে (Michael O'Dwyer) হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন
■ এই উদ্দেশ্যে উধাম সিং ১৯৩৪ সালে বিলেত গমন করেন এবং অবশেষে ১৯৪০ সালের মার্চ মাসে - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রায় ২১ বছর পরে - লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ও'ডোয়াইয়ার-কে গুলি করে হত্যা করেন
21. নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] উত্তরপ্রদেশ
Ans : (C)
22. 11 তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় বার্ষিক গড় GDP বৃদ্ধি কত লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ?
[A] 9%
[B] 8%
[C] 7%
[D] 6%
Ans : (A)
■ 11 তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি 2007 থেকে 2012 পর্যন্ত ছিল
■ 18 ডিসেম্বর, 2007-এ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এই পরিকল্পনাটি চালু করেছিলেন
■ 11 তম পরিকল্পনার শিরোনাম ছিল 'দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে
23. নিম্নের কোনটি একটি মহারত্ন স্ট্যাটাস প্রাপ্ত কোম্পানি নয় ?
[A] IOCL
[B] GAIL
[C] BHEL
[D] MTNL
Ans : (D)
24. আন্তর্জাতিক শ্রমিক সংস্থা কবে গঠিত হয় ?
[A] 14 ডিসেম্বর, 1945
[B] 14 ডিসেম্বর, 1946
[C] 15 নভেম্বর, 1947
[D] 28 জুন, 1919
Ans : (D)
■ HQ - জেনেভা
25. আধুনিক উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয় ?
[A] Edward Jenner
[B] G. J. Mendel
[C] Carl Linnaeus
[D] Louis Pasteur
Ans : (C)