আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 115 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 115 (MCQ)
***********************
1. ভূমির উপর বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
[A] অ্যাঞ্জেল
[B] রিবন
[C] কুঞ্চিকল
[D] যোগ
Ans : (A)
★ ভেনেজুয়েলাতে অবস্থিত, এটির উচ্চতা 979 মিটার
★ 1493 ফুট উচ্চতার সাথে, কর্ণাটকের শিমোগা জেলার কুঞ্চিকাল জলপ্রপাতটি দেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত। ভারাহি নদী কুঞ্চিকাল জলপ্রপাত তৈরি করে, এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত
2. ভারতীয় এয়ার ফোর্স কত তারিখে প্রতিষ্ঠিত হয় ?
[A] 8 অক্টোবর, 1932
[B] 10 সেপ্টেম্বর, 1932
[C] 16 ডিসেম্বর, 1932
[D] 10 এপ্রিল, 1932
Ans : (A)
3. পোখরানে ভারত কবে প্রথম নিউক্লিয় পরীক্ষা সম্পন্ন করে ?
[A] 18 ই মে, 1974
[B] 18 ই জুন, 1974
[C] 18 ই মে, 1975
[D] 28 শে মে, 2005
Ans : (A)
★ স্মাইলিং বুদ্ধ (পোখরান-১) হল ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম।
★ এটি ১৯৭৪ সালের ১৮ মে রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ব্যতীত অপর কোনো রাষ্ট্র কর্তৃক ঘোষিত প্রথম পারমাণবিক পরীক্ষা
4. বিশ্বের সবথেকে লম্বা বৃক্ষ প্রজাতি কোনটি ?
[A] ওক
[B] দেওদার
[C] রেডউড
[D] ইউক্যালিপটাস
Ans : (C)
5. 'The General Theory of Employmentz Interest and Money' -বইটির লেখক কে ?
[A] David Ricardo
[B] Harrod and Domar
[C] Lewis Carroll
[D] John Maynard Keynes
Ans : (D)
6. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
[A] লর্ড মাউন্টব্যাটেন
[B] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[C] ওয়ারেন হেস্টিংস
[D] লর্ড কার্জন
Ans : (D)
★ তাঁর কার্যকাল - 1899 - 1905
★ তাঁর আমলে বঙ্গভঙ্গ হয় 16 ই অক্টোবর, 1905
★ বঙ্গভঙ্গ রদ হয় - 1911
7. কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করেন ?
[A] পানিপথের যুদ্ধ
[B] চান্দেরি যুদ্ধ
[C] চৌসার যুদ্ধ
[D] খানোয়ার যুদ্ধ
Ans : (A)
★ পানিপথের যুদ্ধ - 1526
★ চান্দেরি যুদ্ধ - 1528
★ চৌসার যুদ্ধ - 1539
★ খানোয়ার যুদ্ধ - 1527
8. নিম্নের কে হিদাসপিসের যুদ্ধ জেতেন ?
[A] পৌরুস
[B] আলেকজান্ডার
[C] বাবর
[D] অশোক
Ans : (B)
★ হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিষ্টপূর্বে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি আলেকজান্ডার দ্য গ্রেট এবং পোরাস (King Porus) নামক স্থানীয় রাজা অথবা পোরাসের মধ্যে হয়েছিল
9. কত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন লঞ্চ করেন ?
[A] 2014
[B] 2013
[C] 2015
[D] 2016
Ans : (C)
★ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি আনুষ্ঠানিকভাবে 15 জুলাই 2015-এ বিশ্ব যুব দক্ষতা দিবসে চালু করেছিলেন
★ এটি কেন্দ্রে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক এবং দেশে স্কেলিং কার্যক্রম বাস্তবায়নের মঞ্চ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল
★ এটির লক্ষ্য গতি এবং মান সহ দক্ষতা স্কেল অর্জনের জন্য সেক্টর জুড়ে সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করা
10. এন্টোমোফিলি পরাগযোগ কার সাহায্যে ঘটে ?
[A] পতঙ্গ
[B] প্রাণী
[C] জল
[D] বায়ু
Ans : (A)
11. নিম্নের কে হাওয়া মহল নির্মাণ করেন ?
[A] মহারাজা কুমার সিং
[B] মহারানা প্রতাপ সিং
[C] মহারাজা সোয়াই প্রতাপ সিং
[D] রাজা জয় সিং
Ans : (C)
12. 1991 সালে, ভারত সরকার কার সভাপতিত্বে ট্যাক্স রিফর্ম কমিটি স্থাপন করেন ?
[A] বিজয় কেলকার
[B] রাজা জে চেল্লিয়াহ
[C] নরসিংহ রাও
[D] রঘুরাম রাজন
Ans : (B)
★ 1991 সাল ভারতীয় কর ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে। প্রান্তিক করের হার, যা একসময় আকাশচুম্বী ছিল, 1991-92 কর সংস্কারের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছিল। কঠোর পরিবর্তনের ফলে প্রান্তিক করের হার 40% এ নামিয়ে আনা হয়েছে, একটি পদক্ষেপ যা অনেক করদাতাদের জন্য স্বস্তি এনেছে। পরবর্তী বছরগুলিতে, বিশেষত 1996-97 সালে, ভারত সরকার আরও ট্যাক্স সংস্কার প্রবর্তন করে যার ফলে প্রান্তিক করের হার আরও 35%-এ নেমে আসে
13. সাঙ্গাই (Sangai) হরিণ ভারতের একমাত্র কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
[A] মধ্যপ্রদেশ
[B] মণিপুর
[C] আসাম
[D] কেরল
Ans : (B)
14. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
[A] গুয়াহাটি
[B] দেরাদুন
[C] সিমলা
[D] ত্রিভান্দ্রাম
Ans : (B)
15. 'Early History of India' বইটির লেখক কে ?
[A] K. A. Nilankanta Sastri
[B] R. C. Majumdar
[C] Vincent Arthur Smith
[D] R. G. Bhandarkar
Ans : (C)
16. কোন বছর ভারতের 'গভর্ণর জেনারেল' কে 'ভাইসরয়' উপাধি প্রদান করা হয় ?
[A] 1876
[B] 1857
[C] 1905
[D] 1858
Ans : (D)
★ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, যিনি 1862 সাল পর্যন্ত ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন
★ লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল
★ ভারতের প্রথম গভর্নর-জেনারেল - উইলিয়াম বেন্টিঙ্ক
17. 1922 সালের গান্ধীজির অসহযোগ আন্দোলন স্থগিত রাখার প্রধান কারণ কোনটি ছিল ?
[A] গান্ধীজী অসুস্থ ছিল
[B] গান্ধীজীকে গ্রেফতার করা হয় এবং আন্দোলন থামার জন্য বাধ্য করা হয়
[C] উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে অবস্থিত একটি পুলিশ স্টেশনে উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় *
[D] লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় আন্দোলন বন্ধ হয়ে যায়
Ans : (C)
18. আজমীর কোন সুফি সাধকের সাথে সম্পর্কিত ?
[A] Bandanawaz Gisudaraz
[B] Khwaja Muinuddin Chisthi
[C] Khwaja Nizamuddin Auliya
[D] Baba Farid
Ans : (B)
19. রোগীর দাঁতকে বৃহৎ আকারে দেখতে হলে দন্ত বিশেষজ্ঞরা কি ধরনের দর্পণ ব্যবহার করে ?
[A] উত্তল দর্পণ
[B] অবতল দর্পণ
[C] গোলকাকার দর্পণ
[D] গোলকাকার ও উত্তল দর্পণ
Ans : (B)
★ অবতল দর্পণ ব্যবহার করা হয় - শেভিং মিরর , হেড মিরর, অপথ্যালমোস্কোপ , গাড়ির হেডলাইট , সোলার ফার্নেস ইত্যাদি
★ উত্তল দর্পণ ব্যবহার করা হয় - ভবনের ভিতরে, যানবাহনের আয়না , ম্যাগনিফাইং গ্লাস , নিরাপত্তার উদ্দেশ্যে, রাস্তার আলোর প্রতিফলক ইত্যাদি
20. আকাশের নীল রঙ হওয়ার কারণ হলো :
[A] আলোর বিবর্তন
[B] আলোর বিক্ষেপণ
[C] আলোর প্রতিফলন
[D] আলোর প্রতিসরণ
Ans : (B)
★ বায়ুমণ্ডলের কণা সূর্যের আলো ছড়িয়ে দেয় এবং যে আলো পৃথিবীতে নেমে আসে তাকে বিচ্ছুরিত আকাশ বিকিরণ বলে। আলোর সংক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্য যা পৃথিবীতে ফিরে আসে তা নীল রঙের তাই আকাশের রঙ নীল বলে মনে হয়। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বায়ুমণ্ডলে উপস্থিত অন্য আলোর চেয়ে কম। তাই বায়ুমণ্ডলে উপস্থিত কণার সাথে নীল রং বেশি ছড়িয়ে পড়ে।
21. নিম্নের কার অধীনে তৃতীয় বৌদ্ধ অধিবেশনের আয়োজন করা হয় ?
[A] চন্দ্রগুপ্ত
[B] কনিষ্ক
[C] অশোক
[D] হর্ষবর্ধন
Ans : (C)
★ ১ম বৌদ্ধ পরিষদ - মগধের রাজগৃহ (আধুনিক রাজগীর, বিহার রাজ্য, ভারত) -400 খ্রিস্টপূর্বাব্দ
★ ২য় বৌদ্ধ পরিষদ - বৈশালী, ভারত - 383 খ্রিস্টপূর্বাব্দ
★ ৩য় বৌদ্ধ পরিষদ - পাটলিপুত্র, ভারত - 250 খ্রিস্টপূর্বাব্দ
★ ৪র্থ বৌদ্ধ পরিষদ - তাম্বাপান্নি, শ্রীলঙ্কা - 72 খ্রি
22. নিম্নের কোন রাজ্য সরকার কালিদাস সম্মান আওয়ার্ড প্রদান করে থাকে ?
[A] ছত্তিশগড় সরকার
[B] মহারাষ্ট্র সরকার
[C] রাজস্থান সরকার
[D] মধ্যপ্রদেশ সরকার
Ans : (D)
23. নিম্নের কোনটি একটি মৌল নয় ?
[A] সিলিকা
[B] সিলিকন
[C] জার্মেনিয়াম
[D] গ্রাফাইট
Ans : (A)
★ সিলিকা, বা সিলিকন ডাই অক্সাইড (রাসায়নিক সূত্র: SiO2), একটি সাদা বা বর্ণহীন স্ফটিক বা পাউডার। সিলিকা গন্ধহীন এবং স্বাদহীন। সিলিকন এবং অক্সিজেন দ্বারা গঠিত
24. কোন সালে ভারত সরকার পরিকল্পনা কমিশনের বিলুপ্তি ঘটায় ?
[A] 2000
[B] 2014
[C] 2015
[D] 2010
Ans : (B)
★ 1 জানুয়ারী 2015-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি রেজোলিউশনের মাধ্যমে নীতি আয়োগ (ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ) গঠিত হয়েছিল, 16 ফেব্রুয়ারি 2015-এ কার্যকর হয়েছিল
★ বর্তমান চেয়ারপার্সন - নরেন্দ্র মোদি
★ CEO - ভি আর সুব্রহ্মণ্যম
25. কান্ডুকা গিরিতে অবস্থিত মুরুদেশ্বর মন্দির কোন রাজ্যের অন্তর্ভুক্ত ?
[A] তামিলনাড়ু
[B] ওড়িশা
[C] কেরল
[D] কর্ণাটক
Ans : (Aadll)