আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 114 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 114 (MCQ)
***********************
1. 'The General Theory of Employment, Interest and Money' -এর লেখক কে ছিলেন ?
[A] John Maynard Keynes
[B] Dr. Keegan Alen
[C] Adam Smith
[D] Dr. Philip Kotler
Ans : (A)
2. ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন ?
[A] বি ডি জাট্টি
[B] গিয়ানী জৈল সিং
[C] ড: জাকির হুসেন
[D] ভি ভি গিরি
Ans : (D)
◆ ২৪ আগস্ট ১৯৬৯ থেকে ২৪ আগস্ট ১৯৭৪ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন
3. নিম্নের কোনটি কৃষ্ণার শাখানদী নয় ?
[A] ঘটপ্রভা
[B] মঞ্জিরা
[C] তুঙ্গভদ্রা
[D] মুসি
Ans : (B)
কৃষ্ণা নদী ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে অন্যতম। প্রায় ১৩০০ কিমি দীর্ঘ এই নদী মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উদ্ভূত হয়ে পশ্চিম থেকে পূর্বদিকে বইতে থাকে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের হংসলাঢিবি গ্রামের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মেশে
4. রাজ্য - নৃত্য জোড়গুলির মধ্যে কোনটি সঠিক জোড় নয় ?
[A] আসাম - বিহু
[B] গুজরাট - গর্বা
[C] উত্তরাখন্ড - টপালি (Tapali)
[D] ছত্রিশগড় - ডাগলা (Dagli)
Ans : (C)
চোলিয়া নাচ, ঝোরা নাচ, পাণ্ডব নৃত্য উত্তরাখণ্ডে দেখা যায়
5. পাঞ্জাবি মুসলিম যিনি কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন এবং 1933 সালে 'Pak-Stan' শব্দটি প্রবর্তন করেছিলেন -
[A] চৌধুরী রহমত আলী
[B] নুসরাত ফাতেহ আলী
[C] খান রেহমাদ খান
[D] আমানত আলী
Ans : (A)
6. পিঁপড়ের কামড়ে ভিতরে প্রবেশ করা ফরমিক এসিডকে প্রশমিত করতে কোনটি ব্যবহার করা যেতে পারে ?
[A] পটাশিয়াম কার্বনেট
[B] ক্যালসিয়াম কার্বনেট
[C] সোডিয়াম বাই-কার্বনেট
[D] সোডিয়াম কার্বনেট
Ans : (C)
7. LCA ফাইটার জেট Tejas উৎপাদন করে কোন সংস্থা ?
[A] হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড
[B] ভারত ডায়নামিক্স লিমিটেড
[C] ইন্ডিয়া এরোনটিক্স লিমিটেড
[D] হিন্দুস্তান ডায়নামিক্স লিমিটেড
Ans : (A)
Hq - Bengluru, Karnataka
8. ভারত সরকার কোন সালে ন্যাশনাল পলিসি ফর ফার্মারস (NPF) -এর মান্যতা দেয় ?
[A] 2010
[B] 2018
[C] 2007
[D] 2001
Ans : (C)
The policy includes provisions such as:
Soil Health Cards: Providing farmers with information on soil management
Water security: Improving water quality, supply, and demand management
Technology: Developing eco-technologies to improve productivity
Credit and insurance: Making credit available at reasonable interest rates and providing insurance to protect farmers from risks
Minimum Support Price (MSP): Ensuring effective implementation of MSP across the country
9. লোকসভার পূর্ণ অথরিটির পরিবেশন করেন নিম্নের কে ?
[A] রাষ্ট্রপতি
[B] উপ-রাষ্ট্রপতি
[C] স্পিকার
[D] প্রধানমন্ত্রী
Ans : (C)
10. 'The Indian Struggle' বইটির লেখক কে ?
[A] জওহরলাল নেহেরু
[B] মহাত্মা গান্ধী
[C] মৌলনা আবুল কালাম আজাদ
[D] সুভাষচন্দ্র বসু
Ans : (D)
11. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
[A] 1836
[B] 1857
[C] 1757
[D] 1716
Ans : (B)
12. অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (OECD) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] প্যারিস
[B] জেনেভা
[C] ওয়াশিংটন ডিসি
[D] টোকিও
Ans : (A)
13. কাজিরাঙা ন্যাশনাল পার্ক কি কারণে বিখ্যাত ?
[A] বাঘ
[B] সিংহ
[C] থর
[D] এক-শিং বিশিষ্ট গন্ডার
Ans : (D)
14. প্রথমবার মহাকাশে পাড়ি দেওয়া ব্যক্তিটি হলেন -
[A] Yelena Serova
[B] Valentina Goryacheva
[C] Yuri Gagarin
[D] Neil Armstrong
Ans : (C)
তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল, পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন
15. কোশের এনার্জি কারেন্সি কোনটিকে বলা হয় ?
[A] AMP
[B] ATP
[C] DNA
[D] RNA
Ans : (B)
16. আমির খসরু উত্তর প্রদেশের ______ -এ জন্মগ্রহণ করেন
[A] পাতিয়ালা
[B] আগ্রা
[C] গাজিয়াবাদ
[D] কানপুর
Ans : (A)
17. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় কোন গ্যাস উৎপন্ন হয় ?
[A] কার্বন মনোঅক্সাইড
[B] অক্সিজেন
[C] হাইড্রোজেন
[D] কার্বন ডাই-অক্সাইড
Ans : (B)
6CO2 + 6H20 + সূর্যের আলো = C6H12O6 + 6O2
18. 'A Passage to India' উপন্যাসটি কে লিখেছেন ?
[A] আজিজ আহমেদ
[B] নীরাদ সি চৌধুরী
[C] ই এম ফ্রস্টার
[D] গুন্নার মিদরাল
Ans : (C)
19. ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করতে মোট কত সময় লেগেছিল ?
[A] 2 বছর 10 মাস 17 দিন
[B] 2 বছর 7 মাস 17 দিন
[C] 2 বছর 11 মাস 17 দিন
[D] 2 বছর 9 মাস 10 দিন
Ans : (C)
এটা ছিল নভেম্বর 26, 1949 সালে যে গণপরিষদ ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধান গৃহীত হয়েছিল। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে চূড়ান্ত করা হয়েছিল, যদিও খসড়া কমিটি কর্তৃক কথিত ধীরগতির অগ্রগতির সময় সমালোচনা হয়েছিল
20. ভারত সরকার কবে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন ?
[A] 2009
[B] 2011
[C] 2012
[D] 2010
Ans : (D)
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) 18 ই অক্টোবর 2010-এ 2010 সালের এনজিটি আইনের অধীনে বহু-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা জড়িত যে কোনও পরিবেশগত বিরোধ পরিচালনার জন্য একটি বিশেষ সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল
ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল হল ভারতের প্রথম নিবেদিত পরিবেশ আদালত যার বিস্তৃত এখতিয়ার রয়েছে শুধুমাত্র পরিবেশগত আইন লঙ্ঘনই নয়, ক্ষতিপূরণ, ত্রাণ এবং পরিবেশের পুনরুদ্ধারের জন্য 'দূষণকারী পে' নীতি
21. ESS হলো একটি কম্পিউটার ভিত্তিক সিস্টেম, যার পূর্ণ রূপ হলো :
[A] এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম
[B] এক্সিকিউটিভ সিরিজ সিস্টেম
[C] এক্সিকিউটিভ সিনিয়র সিস্টেম
[D] এক্সিকিউটিভ সার্ভিস সিস্টেম
Ans : (A)
22. ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয় ?
[A] 1940
[B] 1922
[C] 1935
[D] 1942
Ans : (D)
ভারত ছাড়ো আন্দোলন (ইংরেজি: Quit India Movement) (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।[১] ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে
এটি আগস্ট ক্রান্তি নামেও পরিচিত ছিল
23. জল ও অদ্রবনীয় পদার্থের দ্রবণে ভারী অদ্রবনীয় যৌগের থিতিয়ে পড়াকে কি বলে ?
[A] বাস্পীভবন
[B] ক্ষয়
[C] পরিশ্রুতকরণ
[D] অধঃক্ষেপন
Ans : (D)
বৃষ্টিপাত , তুষারপাত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, বরফের টুকড়ো এবং গ্রুপেল হ'ল অধঃক্ষেপণের উদাহরণ
24. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিম্নের কোন দেশ অক্ষ শক্তির অংশ ছিল ?
[A] রাশিয়া
[B] জার্মানি
[C] ব্রিটেন
[D] USA
Ans : (B)
অক্ষ শক্তি (জার্মানি, ইতালি এবং জাপান) এবং মিত্ররা (ফ্রান্স, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং কিছুটা হলেও চীন)
25. বিশ্বের দীর্ঘতম নদীটি হলো -
[A] ইয়াংজে
[B] নীল
[C] আমাজন
[D] গঙ্গা
Ans : (B)
নীল নদ নীল নদ ইথিওপিয়ান পার্বত্য অঞ্চলের টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে
পৃথিবীর দীর্ঘতম নদী, যাকে আফ্রিকান নদীর জনক বলা হয়। এটি বিষুবরেখার দক্ষিণে উঠে এবং উত্তর-পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশে যায় । এটির দৈর্ঘ্য প্রায় 4,132 মাইল (6,650 কিলোমিটার)