আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 113 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 113 (MCQ)
***********************
1. সন্ধ্যের আকাশে সে সন্ধ্যাতারা দেখা যায় তা হলো -
Ⓐ বুধ
Ⓑ মঙ্গল
Ⓒ শুক্র
Ⓓ বৃহস্পতিবার
Ans : (C)
2. নিম্নের কোন পর্বতশৃঙ্গটি পাক অধিকৃত কাশ্মীরে বর্তমানে অবস্থিত ?
Ⓐ মাউন্ট এভারেস্ট
Ⓑ গডউইন অস্টিন
Ⓒ মাকালু
Ⓓ ধবলগিরি
Ans : (B)
3. 2011 সেনসাস অনুযায়ী সর্বনিম্ন সাক্ষরতা যুক্ত রাজ্যটি হলো -
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ ওড়িশা
Ⓒ ঝাড়খন্ড
Ⓓ বিহার
Ans : (D)
4. ইন্দিরা সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ?
Ⓐ কয়না নদী
Ⓑ কৃষ্ণা নদী
Ⓒ নর্মদা নদী
Ⓓ গঙ্গা নদী
Ans : (C)
5. ইদুক্কি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ কেরল
Ⓒ সিকিম
Ⓓ গুজরাট
Ans : (B)
6. কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ গুজরাট
Ⓒ রাজস্থান
Ⓓ তামিলনাড়ু
Ans : (A)
7. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক কত ?
Ⓐ 212°
Ⓑ 0°
Ⓒ 100°
Ⓓ 98.4°
Ans : (C)
★ এই স্কেলের নিম্নসীমা - 0°
★ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বসীমা - 212°, নিম্নসীমা - 32°
8. ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে কত মিটার দূরত্ব থাকা দরকার -
Ⓐ 16.6 মিটার
Ⓑ 33.2 মিটার
Ⓒ 10 মিটার
Ⓓ 100 মিটার
Ans : (A)
★ একমাত্রিক শব্দের ক্ষেত্রে পরিষ্কার প্রতিধ্বনি শুনতে দূরত্ব দরকার - 33.2 মিটার এবং দ্বিমাত্রিকের ক্ষেত্রে 66.4 মিটার
9. বোরাক্স - নিম্নের কোন মৌলের আকরিক ?
Ⓐ এলুমিনিয়াম
Ⓑ ম্যাগনেশিয়াম
Ⓒ টিন
Ⓓ সোডিয়াম
Ans : (D)
10. নিম্নের কোন মৌলকে পর্যায়সারণীর দুষ্ট মৌল বলা হয় ?
Ⓐ কার্বন
Ⓑ সিরিয়াম
Ⓒ হিলিয়াম
Ⓓ হাইড্রোজেন
Ans : (D)
★ কারণ এর কিছু ধর্ম গ্রুপ - 1 এর সাথে মেলে আবার বেশ কিছু ধর্ম গ্রুপ - 17 এর সাথে মেলে, তাই এর অবস্থান বিতর্কমূলক
11. নিম্নের কোন অঙ্গানু কে কোশের ব্রেন বা মস্তিস্ক বলা হয় ?
Ⓐ মাইটোকন্ড্রিয়া
Ⓑ কোশপর্দা
Ⓒ নিউক্লিয়াস
Ⓓ লাইসোজোম
Ans : (C)
12. লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত ?
Ⓐ 90 দিন
Ⓑ 45 দিন
Ⓒ 180 দিন
Ⓓ 120 দিন
Ans : (D)
★ অনুচক্রিকার গড় আয়ু - 3 - 5 দিন
★ শ্বেতরক্তকণিকার গড় আয়ু - 12 - 13 দিন
13. সংবিধানের কততম ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 352 - 360
Ⓑ আর্টিকেল - 52 - 151
Ⓒ আর্টিকেল - 12 - 35
Ⓓ আর্টিকেল - 239 - 242
Ans : (C)
★ আর্টিকেল - 352 - 360 - জরুরিকালীন ব্যবস্থাবিধি
★ আর্টিকেল - 52 - 151 - কেন্দ্রের শাসন
★ আর্টিকেল - 239 - 242 - কেন্দ্রশাসিত প্রদেশগুলির শাসন
14. সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ উপরাষ্ট্রপতি
Ⓓ স্পিকার
Ans : (B)
15. ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ চালুর প্রস্তাব করে -
Ⓐ সাচার কমিটি
Ⓑ বলবন্ত মেহেতা কমিটি
Ⓒ কোঠারি কমিটি
Ⓓ কেলকার কমিটি
Ans : (B)
16. গুজরাটের লোথাল কত সালে আবিষ্কৃত হয় ?
Ⓐ 1921
Ⓑ 1922
Ⓒ 1929
Ⓓ 1954
Ans : (D)
■ এটি আবিষ্কার করেন আর রাও
1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন
■ 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জদারো আবিষ্কার করেন
■ 1929 সালে স্যার অরেলস্টাইন সুটকাজেন্ডার আবিষ্কার করেন
17. জৈনগ্রন্থ কল্পসূত্র - কার লেখা ?
Ⓐ ভবাভূতি
Ⓑ বররুচি
Ⓒ ভদ্রবাহু
Ⓓ আচার্য ভাস্কর
Ans : (C)
■ ভবাভূতি - উত্তর রামচরিত
■ বররুচি - উভয়াভিসারিকা
■ আচার্য ভাস্কর - করণকুতুহল
18. নিম্নের কাকে 'বাঙালি রাজগণের মধ্যে প্রথম সার্বভৌম রাজা' বলা হয় ?
Ⓐ গোপাল
Ⓑ শশাঙ্ক
Ⓒ বল্লাল সেন
Ⓓ এদের কেউ নয়
Ans : (B)
■ তার কার্যকাল - 606 - 629 খ্রিস্টাব্দ
■ উপাধি ছিল নরেন্দ্রাদিত্য, অপর নাম ছিল নরেন্দ্রহুপ্ত
■ রাজধানী - কর্ণসুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ জেলায়
19. নিম্নের কোন ব্যক্তির ঘোড়ার নাম ছিল চেতক ?
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ আলেকজান্ডার
Ⓒ রানা প্রতাপ
Ⓓ নেপোলিয়ান
Ans : (C)
■ গৌতম বুদ্ধ এর ঘোড়ার নাম - কণ্ঠক
■ আলেকজান্ডার এর ঘোড়ার নাম - বুকিফেলাস
■ নেপোলিয়ান এর ঘোড়ার নাম - মারেঙ্গ
20. গুপ্ত বংশের সরকারি ভাষা কি ছিল ?
Ⓐ প্রাকৃত
Ⓑ সংস্কৃত
Ⓒ কন্নড়
Ⓓ ফার্সি
Ans : (B)
21. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সময় নিম্নের কে ভাইসরয় ছিলেন ?
Ⓐ লর্ড রবার্ট ক্লাইভ
Ⓑ লর্ড কার্তিয়ার
Ⓒ লর্ড ওয়ারেন হেস্টিংস
Ⓓ লর্ড ওয়েলেসলি
Ans : (C)
■ এটি প্রতিষ্ঠা হয় 1784 সালে
■ উক্ত ভাইসরয়ের আমলে পাঁচসালা বন্দবস্ত, দ্বৈত শাসনব্যবস্থা রদ, পিটের ভারত শাসন আইন, রোহিলা যুদ্ধ প্রভৃতি ঘটে
22. শিক্ষা বিষয়ক কমিশন চার্লস উডের ডেস্প্যাচ কত সালে গঠিত হয় ?
Ⓐ 1854
Ⓑ 1902
Ⓒ 1929
Ⓓ 1882
Ans : (A)
■ 1902 সালে গঠিত হয় - র্যালে কমিশন
■ 1929 সালে গঠিত হয় - হার্ডগ কমিশন
■ 1882 সালে গঠিত হয় - হান্টার কমিশন
23. ডান্ডি পদযাত্রা বা লবন সত্যাগ্রহ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1927
Ⓑ 1928
Ⓒ 1931
Ⓓ 1930
Ans : (D)
24. ভবানী পাঠক, দেবী চৌধুরাণী - এরা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ?
Ⓐ সন্দীপ বিদ্রোহ
Ⓑ মালবার বিদ্রোহ
Ⓒ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ
Ⓓ চাকমা বিদ্রোহ
Ans : (C)
■ এই বিদ্রোহ 1763 - 1800 পর্যন্ত স্থায়ী হয়
■ ঢাকা, বিহার ও উত্তরবঙ্গ জুড়ে এই বিদ্রোহ ঘটে
■ মজনু শাহ, চিরাগ আলিও যুক্ত ছিল এই বিদ্রোহে
■ বিদ্রোহের কারণ - রাজস্ব ও খাজনা বৃদ্ধি, রেশম বস্ত্র বিরোধী নীতি, তীর্থকর ও জন্মকর প্রভৃতি
25. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' গানটি গীত হয় ?
Ⓐ 1885, মুম্বাই অধিবেশন
Ⓑ 1896, কলকাতা অধিবেশন
Ⓒ 1902, আহমেদাবাদ অধিবেশন
Ⓓ 1886, কলকাতা অধিবেশন
Ans : (B)