আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 112 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 112 (MCQ)
***********************
1. উমাপতি ধর -এর লেখা 'দেওপারা লিপি' নিম্নের কোন সম্রাটের কথা জানা যায় ?
Ⓐ রামপাল
Ⓑ দ্বিতীয় মহীপাল
Ⓒ সামন্ত সেন
Ⓓ বিজয় সেন
Ans : (D)
❏ তিনি ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা
❏ তাঁর আমলে দুটি রাজধানী ছিল একটি পূর্ববঙ্গের বিক্রমপুর এবং অন্যটি পশ্চিমবঙ্গের বিজয়পুর
❏ তাঁর সময়কার বিখ্যাত কবি শ্রীহর্ষ 'বিজয় প্রশস্তি' রচনা করেন
❏ ব্যারাকপুর তাম্রলিপিতে তাঁকে মহারাজাধিরাজ নামে অভিহিত করা হয়েছে
2. নিম্নের কোন সম্রাট পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অশোক
Ⓑ বিম্বিসার
Ⓒ উদয়িন
Ⓓ মহাপদ্ম নন্দ
Ans : (C)
❏ তিনি ছিলেন হর্শঙ্ক বংশের সম্রাট
❏ 460 BCE - 440 BCE পর্যন্ত রাজত্ব করেন
❏ তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন
3.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ বাহলুল লোদী
Ⓑ ইব্রাহিম লোদী
Ⓒ সিকান্দার লোদী
Ⓓ উপরের কেউ না
Ans : (A)
❏ 1451 সালে তিনি সুলতান হন
তিনি ছিলেন প্রথম আফগানি রাজা
❏ 1489 সাল পর্যন্ত তিনি দিল্লী শাসন করেছিলেন
4. নিম্নের কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ নাসির শাহ
Ⓑ শেখাবত জং
Ⓒ মহম্মদ কুলি কুতুব শাহ
Ⓓ সালাবাত জং
Ans : (C)
❏ 1591 সালে মুসি নদীর তীরে তিনি এই শহর গড়ে তোলেন
❏ তিনি ছিলেন সুলতান ইব্রাহিম কুলি কুতুব শাহের তৃতীয় সন্তান
5. 'হর্ষচরিত' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ বানভট্ট
Ⓑ অশ্বঘোষ
Ⓒ সন্ধ্যাকর নন্দী
Ⓓ জিমূতবাহন
Ans : (A)
❏ অশ্বঘোষ - বুদ্ধচরিত
❏ সন্ধ্যাকর নন্দী - রামচরিত
❏ জিমূতবাহন - দায়ভাগ
6. রেগুলেটিং এক্ট 1773 এর মাধ্যমে ব্রিটিশ ভারতে কে দ্বৈত সরকার ব্যবস্থার অবসান ঘটায় ?
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস
Ⓒ লর্ড ডালহৌসি
Ⓓ লর্ড ওয়েলেসলি
Ans : (B)
❏ তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর
❏ তাঁর কার্যকাল ছিল 1774 - 1785
❏ উইলিয়াম জোন্সের সাথে তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্থাপন করেন
7. পর্তুগিজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল ?
Ⓐ সুরাট
Ⓑ দিল্লী
Ⓒ কালিকট
Ⓓ গোয়া
Ans : (C)
❏ 1498 সালে প্রথম পর্তুগীজ হিসেবে ভাস্কো-ডা-গামা ভারতে আসেন
❏ 1500 সালে প্রথম ফ্যাক্টরি স্থাপন করা হয়
8. তত্ত্ববোধিনি সভা কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ⓑ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓓ রাজা রামমোহন রায়
Ans : (C)
❏ 1839 সালে কলকাতায় এটি স্থাপন করা হয়
9. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
Ⓐ আব্দুল কালাম আজাদ
Ⓑ সৈয়দ আহমেদ খান
Ⓒ বদরুদ্দীন তৈয়বজি
Ⓓ ফজলুল হক
❏ 1887 সালের তৃতীয় অধিবেশনের সভাপতি ছিলেন
❏ প্রথম সভাপতি - উমেশচন্দ্র ব্যানার্জী
❏ দ্বিতীয় সভাপতি - দাদাভাই নৌরজি
❏ প্রথম বিদেশি সভাপতি - জর্জ ইয়ুল
10. কুকা আন্দোলন টি কোন অঞ্চলে শুরু হয় ?
Ⓐ দক্ষিণ ভারত
Ⓑ বাংলা
Ⓒ উত্তর প্রদেশ
Ⓓ পাঞ্জাব
Ans : (D)
❏ 1849 সালে এটি শুরু হয়
❏ শিখদের নগজাগরণ ছিল এই আন্দোলনের প্রধান কারণ
11. ভোজ ওয়েটল্যান্ড হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তর প্রদেশ
Ⓓ মিজোরাম
Ans : (B)
❏ এছাড়া এই রাজ্যে রয়েছে লোয়ার লেক, মোতি, সারাং পানি, আপার লেক, তাওয়া রিজার্ভার প্রভৃতি হ্রদ
12. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রটি হলো -
Ⓐ অল্টিমিটার
Ⓑ ব্যারোমিটার
Ⓒ হাইগ্রোমিটার
Ⓓ রেনগজ
Ans : (C)
❏ অল্টিমিটার - সমুদ্রতল থেকে উচ্চতা নির্ণয়
❏ ব্যারোমিটার - বায়ুর চাপ নির্ণয়
❏ রেনগজ - বৃষ্টিপাতের পরিমাপ নির্ণয়
13. ল্যাটেরাইট মৃত্তিকায় নিম্নের কোন উপাদানটি বেশি মাত্রায় থাকে ?
Ⓐ ফসফরাস
Ⓑ ক্যালসিয়াম কার্বনেট
Ⓒ পটাশিয়াম
Ⓓ আয়রন অক্সাইড
Ans : (D)
14. নিম্নের কোন গিরিপথ জম্মু ডিভিশন এবং কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগ স্থাপন করেছে ?
Ⓐ বোমডিলা
Ⓑ জেলেপ লা
Ⓒ দিফু
Ⓓ বানিহাল
Ans : (D)
❏ এটি পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত
15. 1493 ফুট উচ্চতা বিশিষ্ট ভারতের উচ্চতম জলপ্রপাত টি হলো -
Ⓐ মিনমুত্তি জলপ্রপাত, কেরল
Ⓑ কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটক
Ⓒ বারকানা জলপ্রপাত, কর্ণাটক
Ⓓ থালাইয়ার জলপ্রপাত, তামিলনাড়ু
Ans : (B)
❏ বরাহী নদীর উপর এটি অবস্থিত
❏ মোট উচ্চতা প্রায় 455 মিটার
16. কুমিরদের শরীরে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি ?
Ⓐ পাঁচ
Ⓑ চার
Ⓒ তিন
Ⓓ দুই
Ans : (B)
❏ বেশিরভাগ সরীসৃপ দের দুটি অলিন্দ এবং একটি নিলয় অবস্থিত
17. আনারস হলো _____ প্রকৃতির উদ্ভিদ ?
Ⓐ মেসোফাইট
Ⓑ জেরোফাইট
Ⓒ হাইড্রোফাইট
Ⓓ হাইগ্রোফাইট
Ans : (B)
❏ মরুভূমির মত শুষ্ক পরিবেশে এরা জন্মায়
❏ ক্যাকটাসও এই প্রকৃতির উদ্ভিদ
18. নিম্নের কোনটি একটি উদ্ভিদ হরমোন নয় ?
Ⓐ ইথিলিন
Ⓑ ক্যালশিটোনিন
Ⓒ অ্যাবসাইসিক এসিড
Ⓓ সাইটোকাইনিন
Ans : (B)
❏ পাঁচটি মুখ্য উদ্ভিদ হরমোন হলো অক্সিন, সাইটোকাইনিন, জীববারেলিন, অ্যাবসাইসিক এসিড এবং ইথিলিন
19. নিম্নের কোন ধাতু কে ছুরি দিয়ে কাটা সম্ভব ?
Ⓐ দস্তা
Ⓑ লোহা
Ⓒ তামা
Ⓓ সোডিয়াম
Ans : (D)
20. নিম্নের কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
Ⓐ কার্বন ডাইঅক্সাইড
Ⓑ কার্বন মনোঅক্সাইড
Ⓒ নাইট্রাস অক্সাইড
Ⓓ সালফার ডাইঅক্সাইড
Ans : (C)
❏ এটির সঙ্কেত N2O
21. থাইল্যান্ডের মুদ্রা কি ?
Ⓐ বাহত
Ⓑ রূপীয়া
Ⓒ ইউয়ান
Ⓓ ইয়েন
Ans : (A)
22. উইম্বলডন ট্যুরনামেন্ট টি নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ফুটবল
Ⓑ গল্ফ
Ⓒ টেনিস
Ⓓ ব্যাডমিন্টন
Ans : (C)
❏ ঘাসের উপর খেলা একমাত্র গ্র্যান্ড স্লাম
❏ এটি প্রাচীনতম ট্যুরনামেন্ট
23. নিম্নের কোন শহর কে ভারতের পিটসবার্গ বলা হয় ?
Ⓐ জামশেদপুর
Ⓑ রাঁচি
Ⓒ কলকাতা
Ⓓ রায়পুর
Ans : (A)
24. রাস লীলা কোন রাজ্যের থিয়েটারি নৃত্যরূপ ?
Ⓐ হরিয়ানা
Ⓑ উত্তর প্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ রাজস্থান
Ans : (B)
25. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ থিরুবনন্তপুরম
Ⓑ বেঙ্গালুরু
Ⓒ শ্রীহরিকোটা
Ⓓ দিল্লী
Ans : (B)