আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 111 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 111 (MCQ)

***********************




1. নিম্নের কার মতবাদ অনুযায়ী আর্যরা ছিল আর্কটিক/সুমেরু অঞ্চলের ?

Ⓐ বি জি তিলক

Ⓑ ম্যাক্সমুলার

Ⓒ পি গাইলস

Ⓓ উইলিয়াম জোন্স


Ans : (A)


★ ম্যাক্সমুলার - আর্যরা ছিল মধ্য এশিয়ার

★ পি গাইলস - আর্যরা ছিল হাঙ্গেরির মানুষজন

★ উইলিয়াম জোন্স - আর্যরা ছিল ইউরোপীয়



2. গুরুত্বপূর্ণ মহাজনপদ গান্ধারের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

Ⓐ চম্পা

Ⓑ হস্তিনাপুর

Ⓒ শ্রাবন্তী

Ⓓ তক্ষশীলা


Ans : (D)


★ অঙ্গের রাজধানী - চম্পা

★ কুরু এর রাজধানী - হস্তিনাপুর

★ কোশল এর রাজধানী - শ্রাবন্তী


3. নিম্নের কোন লেখনী থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি ?

Ⓐ গঞ্জাম লিপি

Ⓑ ভিতারি লিপি

Ⓒ এলাহাবাদ প্রশস্তি

Ⓓ কলিঙ্গ লিপি


Ans : (C)


★ এটি রচনা করেছেন হরিষেন

★ গঞ্জাম লিপি - শশাঙ্ক এর কথা জানা যায়

★ ভিতারি লিপি - স্কন্দগুপ্ত এর কথা জানা যায়

★ কলিঙ্গ লিপি - অশোকের কথা জানা যায়


4. নিম্নের কে গঙ্গোইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন ?

Ⓐ প্রথম নরসিংহ বর্মন

Ⓑ প্রথম রাজেন্দ্র চোল

Ⓒ দ্বিতীয় রাজেন্দ্র চোল

Ⓓ লক্ষণ সেন


Ans : (B)


★ এছাড়া তিনি পরাকেশরী, যুদ্ধমল্ল উপাধি গ্রহণ করেন


5. বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

Ⓐ প্রথম পুলকেশী

Ⓑ প্রথম কৃষ্ণ

Ⓒ কীর্তিবর্মন

Ⓓ হরিচন্দ্র


Ans : (A)


★ সময়কাল - 543 - 746 খ্রিস্টাব্দ

★ শেষ রাজা - দ্বিতীয় কীর্তিবর্মন 

★ শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় পুলকেশী


6. নিম্নের কোন মুঘল সম্রাট দিল্লীতে দিনপনাহ প্রতিষ্ঠা করেন ?

Ⓐ বাবর

Ⓑ আকবর

Ⓒ হুমায়ুন

Ⓓ জাহাঙ্গীর


Ans : (C)


★ 1539 সালে চৌসার যুদ্ধ তাঁর আমলে।★ এছাড়া 1540 সালের কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে হেরে যান এবং ভারত ত্যাগ করেন


7. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন ?

Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য

Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

Ⓒ হর্ষবর্ধন

Ⓓ বিন্দুসার


Ans : (A)


★ তাঁর লেখা গ্রন্থের নাম - ইন্ডিকা

★ দ্বিতীয় চন্দ্রগুপ্ত - ফা-হিয়েন

★ হর্ষবর্ধন - হিউয়েন সাং 

★ বিন্দুসার - ডেইমাকাস এর সময়ে আগমন



8. মর্লে-মিন্টো শাসন সংস্কার কোন সালে কার্যকর হয় ?

Ⓐ 1919

Ⓑ 1935

Ⓒ 1853

Ⓓ 1909


Ans : (D)


★ এটির আর এক নাম কাউন্সিল আইন 

★ এই সময়ে ভারতসচিব - লর্ড মর্লে

★ ভাইসরয় ছিলেন - লর্ড মিন্টো 


9. হরিজন পত্রিকাটির সম্পাদক/প্রকাশক কে ছিলেন ?

Ⓐ কে এম পানিক্কর

Ⓑ মোতিলাল নেহেরু

Ⓒ মহাত্মা গান্ধী

Ⓓ বাল গঙ্গাধর তিলক


Ans : (C)


★ কে এম পানিক্কর - হিন্দুস্তান টাইমস

★ মোতিলাল নেহেরু - ইন্ডিপেন্ডেন্ট

★ বাল গঙ্গাধর তিলক - কেশরী


10. বুড়িবালামের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

Ⓐ 1917

Ⓑ 1915

Ⓒ 1911

Ⓓ 1923 


Ans : (B)


★ ওড়িশার বুড়িবালামের তীরে এটি ঘটে 

★ বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এটির নেতৃত্ব দেন


11. পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তিলাভ করেছে ?

Ⓐ কৃষ্ণা

Ⓑ কাবেরী

Ⓒ নর্মদা 

Ⓓ গোদাবরী


Ans : (D)


★ এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে 

★ উপনদী - মঞ্জিরা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, পূর্ণা, পেনগঙ্গা, ওয়ার্ধা প্রভৃতি



12. ধুঁয়াধর জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

Ⓐ ছত্তিশগড়

Ⓑ ঝাড়খন্ড

Ⓒ মধ্যপ্রদেশ

Ⓓ কর্ণাটক 


Ans : (C)


★ এটি নর্মদা নদীর উপর অবস্থিত 


13. মেরিন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ⓐ গুজরাট

Ⓑ মধ্যপ্রদেশ

Ⓒ উত্তরাখন্ড

Ⓓ ওড়িশা 


Ans : (A)


14. গুজ্জর জনজাতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ?

Ⓐ ত্রিপুরা

Ⓑ হিমাচল প্রদেশ

Ⓒ ঝাড়খন্ড

Ⓓ সিকিম


Ans : (B)


15. নিম্নের কোন রাজ্য কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে ?

Ⓐ অন্ধ্রপ্রদেশ

Ⓑ মধ্যপ্রদেশ

Ⓒ ওড়িশা

Ⓓ ঝাড়খন্ড


Ans : (D)


★ আকরিক লোহা, এলুমিনিয়ামে প্রথম - ওড়িশা



16. লালারসে নিম্নের কোন উৎসেচক উপস্থিত থাকে ?

Ⓐ পেপসিন

Ⓑ মলটেজ

Ⓒ ল্যাকটোজ

Ⓓ টায়ালিন


Ans : (D)


★ পেপসিন - পাচক রসে উপস্থিত

★ মলটেজ - অগ্ন্যাশয় রসে উপস্থিত

★ ল্যাকটোজ - আন্ত্রিক রসে উপস্থিত



17. নিম্নের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ?

Ⓐ রজন

Ⓑ গঁদ

Ⓒ তরুক্ষীর

Ⓓ নিকোটিন


Ans : (D)


★ বাকিগুলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ



18. কেঁচো, জোঁকের রেচন অঙ্গের নাম কি ?

Ⓐ কেবারের অঙ্গ

Ⓑ ম্যালপিজিয়ন নালিকা

Ⓒ নেফ্রিডিয়া

Ⓓ বোজানাসের অঙ্গ


Ans : (C)


★ কেবারের অঙ্গ - ঝিনুক

★ ম্যালপিজিয়ন নালিকা - আরশোলা, ফড়িং

★ বোজানাসের অঙ্গ - শামুক



19. ওয়াটার গ্যাসের উপাদান কোনটি ?

Ⓐ বিউটেন, প্রোপেন

Ⓑ কার্বন-মনোক্সাইড, হাইড্রোজেন

Ⓒ কার্বন-মনোক্সাইড, নাইট্রোজেন

Ⓓ মিথেন, হাইড্রোজেন


Ans : (B)


★ প্রোডিউসার গ্যাস - কার্বন-মনোক্সাইড ও নাইট্রোজেন



20. টেবিল সল্টের রাসায়নিক নাম কি ?

Ⓐ সোডিয়াম বাইকার্বনেট

Ⓑ সোডিয়াম হাইড্রোক্সাইড

Ⓒ পটাশিয়াম নাইট্রেট

Ⓓ সোডিয়াম ক্লোরাইড


Ans : (D)


★ এটি রক সল্ট নামেও পরিচিত


21. স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুটি হলো -

Ⓐ ব্রোমিন

Ⓑ পারদ

Ⓒ সিলিকন

Ⓓ ফ্রান্সিয়াম


Ans : (B)


★ স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু - ব্রোমিন


22. পাবলিক এমপ্লয়মেন্টে সকল নাগরিকের সমান অধিকারের কথা সংবিধানের কততম আর্টিকেলে বর্ণিত আছে ?

Ⓐ আর্টিকেল - 17

Ⓑ আর্টিকেল - 19

Ⓒ আর্টিকেল - 20

Ⓓ আর্টিকেল - 16


Ans : (D)


23. রাষ্ট্রপতি কে নিম্নের কোন কারণে পদচ্যুত করা যেতে পারে ?

Ⓐ সংবিধান লঙ্ঘন

Ⓑ পার্লামেন্ট অবমাননা

Ⓒ প্রধানমন্ত্রীর উপদেশ না মানা

Ⓓ উপরের সবগুলি 


Ans : (A)


★ আর্টিকেল 52-62 রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে 

★ রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়স - 35 বছর

ভারতের 15 তম রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু



24. অস্কার পুরস্কার প্রদান শুরু হয় কোন সাল থেকে ?

Ⓐ 1929

Ⓑ 1939

Ⓒ 1952

Ⓓ 1924


Ans : (A)


★ এটির আর এক নাম অ্যাকাডেমী আওয়ার্ড


25. টারজান চরিত্রটি নিম্নের কার সৃষ্টি ?

Ⓐ জিম ডেভিস

Ⓑ এডগার রাইস বারোজ

Ⓒ ম্যাট গ্রেনিং

Ⓓ জর্জ বেকার


Ans : (B)