আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 109 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 109 (MCQ)

***********************




1. ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা ভাগ করে নেয় ?

[A] পাকিস্তান

[B] মায়ানমার

[C] বাংলাদেশ

[D] চীন


Ans : (C)

এই সীমান্তের দৈর্ঘ্য 4093 কিমি 



2. ভারত তার প্রথম অলিম্পিক হকি গোল্ড জেতে কোন বছর ?

[A] 1928

[B] 1932

[C] 1936

[D] 1948


Ans : (A)


1928 থেকে 1960 পর্যন্ত ভারত একটানা 6 টি গোল্ড মেডেল জেতে


3. বি সি রায় আওয়ার্ড নিম্নের কোন ক্ষেত্রে প্রদান করা হয় ?

[A] মিউজিক

[B] সাংবাদিকতা

[C] ঔষধ

[D] পরিবেশ


Ans : (C)

4. প্রাচীন কালে ভারতের নিম্নের কোন স্থান অবন্তিকা নামে পরিচিত ছিলেন ?

[A] আওয়াধ

[B] রুহেলখন্ড

[C] বুন্দেলখন্ড

[D] মালওয়া


Ans : (D)


600 BCE এটি কেন্দ্রীয় ভারতের রাজনৈতিক কেন্দ্র ছিল

Ujjain এর Kshipra নদীর তীরে অবস্থিত একটি শহর 



5. আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেছিলেন তখন মগধের শাসক কে ছিলেন ?

[A] হর্শঙ্ক

[B] শিশুনাগ

[C] নন্দ বংশ

[D] মৌর্য বংশ


Ans : (C)


যখন আলেকজান্ডার ভারত আক্রমন করতে এসেছিলেন তখন সবথেকে শক্তিশালী রাজ্য ছিল মগধ এবং নন্দবংশ রাজত্ব করছিল 

200,000 সৈন্যবাহিনীinfantry, 80,000 অশ্বরোহি সৈন্যcavalry, 8000 যুদ্ধরথchariots এবং 6000 war elephants


6. USA র সানফ্রান্সিকো তে গদর পার্টি (নভেম্বর, 1913) কে প্রতিষ্ঠা করেছিলেন ?

[A] মাদাম ভিকাজি কামা

[B] লালা হরদয়াল

[C] শ্যামজি কৃষ্ণবর্মা

[D] A ও B উভয়ই


Ans : (B)


1913 সালে লালা হরদয়াল এবং সোহান সিং ভাকনা এটির সভাপতি ছিলেন

US, Canada র শিখ রা এর সদস্য ছিলেন


7. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের উপর গঠিত তদন্ত কমিটির প্রধান কে ছিলেন ?

[A] ডায়ার

[B] আরউইন

[C] হান্টার

[D] সাইমন


Ans : (C)


পরে এটি হান্টার কমিশন নামে পরিচিত হয়



8. রাজ্যের সর্বোচ্চ আইন অফিসার কে ?

[A] এটর্নি জেনারেল

[B] এডভোকেট জেনারেল

[C] এডিশনাল জেনারেল

[D] উপরের কেউ না


Ans : (B)


দেশের সর্বোচ্চ আইন অফিসার এটর্নি জেনারেল



9. কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব দেখা যায় ?

[A] ভিটামিন C

[B] ভিটামিন E

[C] ভিটামিন D

[D] ভিটামিন A 


Ans : (B)


ভিটামিন C - অ্যাসকর্বিক এসিড

ভিটামিন E - টোকোফেরল

ভিটামিন D - ক্যালসিফেরল

ভিটামিন A - রেটিনল


10. নিম্নের কোনটি চোখের লেন্সকে ধরে রাখতে সাহায্য করে ?

[A] আইরিশ

[B] পিউপিল

[C] সিলিয়ারী বডি

[D] কর্নিয়া


Ans : (C)

11. হাইড্রার রেচন অঙ্গ কি ?

[A] দেহত্বক

[B] ফ্লেম কোষ

[C] দেহগাত্র

[D] নেফ্রিডিয়া


Ans : (A)

12. রক্ত নিয়ে পড়াশোনা কে কি বলা হয় ?

[A] হেজিওলজি

[B] হায়েটোলজি

[C] হাইগ্ৰলজি

[D] হেমাটোলজি


Ans : (D)

13. ই-মেইল কে আবিষ্কার করেন ?

[A] রে টমিলসন

[B] জয়েড করিম

[C] এরিক রথেম

[D] আকিও মোরিতা


Ans : (A)

14. নিম্নের কোন মহাদেশের নিম্নতম স্থান লেক আসাই ?

[A] আফ্রিকা

[B] এশিয়া

[C] উত্তর আমেরিকা

[D] দক্ষিণ আমেরিকা


Ans : (A)


এশিয়া - ডেড সী

উত্তর আমেরিকা - ডেথ ভ্যালি

দক্ষিণ আমেরিকা - স্যালিনাস গ্রান্ডেস



15. সমুদ্রের জলে কোন মৌলের পরিমান সর্বাধিক ?

[A] সোডিয়াম

[B] ক্লোরিন

[C] হাইড্রোজেন

[D] অক্সিজেন


Ans : (D)


16. নিম্নের কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে ?

[A] বেসোফিল

[B] ইওসিনোফিল

[C] মনোসাইট

[D] লিম্ফোসাইট


Ans : (B)


বেসোফিল - রক্ততঞ্চন

লিম্ফোসাইট - অ্যান্টিবডি সৃষ্টি

মনোসাইট - জীবাণু ধ্বংস


17. ফোলিক এসিডের অভাবে কোন রোগ হয় ? 


[A] রক্তাল্পতা

[B] মুখে ও জিহবায় ঘা

[C] রিকেট

[D] পেশির টান


Ans : (A)


ভিটামিন B9 - ফোলিক এসিড


18. আন্তর্জাতিক আম উৎসব কোন দেশে দেখা যায় ? 

[A] ভারত

[B] আমেরিকা যুক্তরাষ্ট্র

[C] স্পেন

[D] কানাডা


Ans : (A)


কানাডা - Cranberry festival

স্পেন - La Tomatina


19. হুমায়ুন টম্ব কোথায় অবস্থিত ? 

[A] দিল্লী

[B] আসাম

[C] গুজরাট

[D] উত্তরপ্রদেশ


Ans : (A)

ভারতীয় উপমহাদেশে এটি প্রথম গার্ডেন-টম্ব ছিল, 1993 সালে এটিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়

আকবরের স্ত্রী হাজী বেগমের আমলে এটি 1569-70 এটি নির্মাণ করা হয়


20. ফতেপুর সিকরি কোথায় অবস্থিত ?

[A] মধ্য প্রদেশ

[B] উত্তর প্রদেশ

[C] গুজরাট

[D] মহারাষ্ট্র


Ans : (B)

উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি শহর

এটি 10 বছরের জন্য মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল


21. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ? (a) 1942 (b) 1945 (c) 1946 (d) 1947

Ans : (C) 22. এদের মধ্যে কে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয় ? (a) অ্যানি বেসন্ত (b) বাল গঙ্গাধর তিলক (c) এম কে জিন্না (d) মৌলানা আজাদ Ans : (D)


23. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো ? 

(a) HNO3 

(b) HCl 

(c) HF

(d) HBr 


Ans : (C)


 24. বঙ্গবিভাগ কার্যকর হওয়ার তারিখ কি ছিল ? 

(a) 16 অক্টোবর, 1905 

(b) 29 মার্চ, 1901 

(c) 22 জুলাই, 1911 

(d) 14 আগস্ট, 1906 


Ans : (A)


 25. One Life is not Enough - নামক আত্মজীবনী টি কে লিখেছেন ? 

(a) সঞ্জয় বারু 

(b) অর্জুন সিং 

(c) ব্রজেশ মিশ্র 

(d) কে নটবর সিং 


Ans : (D)