আগামী পরীক্ষার জন্যE গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 110 (MCQ))
আগামী পরীক্ষার জন্যE গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 110 (MCQ)
***********************
1. মেগাস্থিনিস রচিত 'ইন্ডিকা' গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় ?
[A] গুপ্ত
[B] পল্লব
[C] মৌর্য
[D] চালুক্য
Ans : (C)
✍ গ্রিক রাজা সেলুকাসের দূত হয়ে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তিনি ভারতে আসেন
✍ ইন্ডিকা থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়
2. নিম্নলিখিত কোন ব্যক্তি 'ভারতের শেক্সপিয়ার' নামে পরিচিত ?
[A] সুরদাস
[B] তুলসী দাস
[C] বেদব্যাস
[D] কালিদাস
Ans : (D)
✍ তিনি ছিলেন ধ্রুপদি সংস্কৃত ভাষার এক বিশিষ্ট কবি ও নাট্যকার
✍ তাঁর লেখা - মেঘদূতম্, কুমারসম্ভবম্, রঘুবংশম্, ঋতুসংহার, শৃঙ্গাররসাষ্টক, শৃঙ্গারতিলক, পুষ্পবাণবিলাস নামক কাব্য
✍ অভিজ্ঞানশকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম নামক নাটক তিনি রচনা করেছেন
3. 'বঙ্গদর্শন' পত্রিকাটি কে প্রকাশ করেন ?
[A] স্বামী বিবেকানন্দ
[B] সুভাষচন্দ্র বসু
[C] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[D] হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ans : (C)
✍ 1872 সালে এটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়
✍ তাঁর লেখা উপন্যাস 'আনন্দ মঠ' 1882 সালে প্রকাশিত হয়
4. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
[A] সুচেতা কৃপালিনি
[B] বিজয়লক্ষী পন্ডিত
[C] সরোজিনী নাইডু
[D] রাজকুমারী অমৃত কৌর
Ans : (C)
✍ প্রথম মহিলা সভাপতি - অ্যানি বেসান্ত (1917)
✍ তাঁর লেখা বিখ্যাত বই - দ্য গোল্ডেন থ্রেশহোল্ড
✍ 1925 সালে কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন।
5. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন ?
[A] উইনস্টোন চার্চিল
[B] নেভিল চেম্বারলিন
[C] স্ট্যানলি বন্ডউইন
[D] রামসে ম্যাকডোনাল্ড
Ans : (A)
✍ 1942 সালের মার্চে স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটি মিশন ডোমিনিয়ন স্ট্যাটাস, নতুন সংবিধান সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে ভারতে আসে
✍ উদ্দেশ্য - যুদ্ধে ভারতীয়দের সমর্থন
✍ গান্ধীজি এই প্রস্তাবকে 'ফেল করা ব্যাঙ্কের ওপর চেক কাটার সামিল' বলে আখ্যা দিয়েছেন
6. চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
[A] নদীয়া
[B] ঝাড়গ্রাম
[C] উত্তর 24 পরগনা
[D] বাঁকুড়া
Ans : (C)
✍ এটি বাংলার গুরুত্বপূর্ণ একটি প্রত্নস্থল
✍ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং কলকাতা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এর অবস্থান
7. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ?
[A] 1914
[B] 1947
[C] 1939
[D] 1918
Ans : (A)
✍ শুরু হয় - 1914 সালের 28 জুলাই ইউরোপে
✍ শেষ হয় - 11 নভেম্বর 1918
8. মহাবীর কোন ভাষায় তাঁর প্রথম বাণী প্রদান করেন ?
[A] নেপালি
[B] উর্দু
[C] প্রাকৃত
[D] সংস্কৃত
✍ তিনি জৈন ধর্মের 24 তম তীর্থংকর (প্রধান প্রচারক)(চিন্হ - সিংহ) (তিনি বর্দ্ধমান নামেও পরিচিত ছিলেন)
✍ 72 বছর বিহারের অন্তর্গত পাওয়াপুরী নামক স্থানে তিনি দেহত্যাগ করেন
✍ 23 তম -পার্শ্বনাথ
9. একসময় বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ কোন জেলায় দেখতে পাওয়া যায় ?
[A] জলপাইগুড়ি
[B] মালদা
[C] হুগলি
[D] বর্ধমান
Ans : (B)
✍ এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত
✍ এর ধ্বংসাবশেষ এর কিছু অংশ উক্ত জেলা ছাড়াও বাংলাদেশের কিছু অংশে দেখতে পাওয়া যায়
✍ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার রাজধানী ছিল গৌড়
✍ পরে সেন সাম্রাজ্যের রাজা লক্ষ্মণ সেন - এর এর নামানুসারে নাম হয় লক্ষনাবতী
10. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত ?
[A] কোচবিহার
[B] বীরভূম
[C] নদীয়া
[D] মুর্শিদাবাদ
Ans : (C)
✍ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ ঘটে
✍ 1757 সালের 23 শে জুন তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল
✍ উক্ত জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি গ্রাম
11. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?
[A] 22 শে ডিসেম্বর
[B] 3 রা জানুয়ারি
[C] 22 শে সেপ্টেম্বর
[D] 21 শে জুন
Ans : (B)
✍ পৃথিবীর পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না। এর কারণ হল সূর্য পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে অবস্থিত
✍ 4th জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (15 কোটি 20 লক্ষ কিমি.) হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে
✍ 3rd জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (14 কোটি 70 লক্ষ কিমি.) হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে
12. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
[A] ভারত এবং মালদ্বীপ
[B] চীন এবং রাশিয়া
[C] ভারত এবং চীন
[D] ভারত এবং বার্মা
Ans : (C)
✍ এছাড়া ভারত ও চীনের মধ্যে রয়েছে লাইন অফ একচুয়াল কন্ট্রোল
13. ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?
[A] খুব গরম হবে
[B] অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
[C] ঠান্ডা হবে
[D] খুব ঝড় হবে
Ans : (D)
✍ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বোঝায় আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে
14. নীল গ্রহ কাকে বলে ?
[A] পৃথিবী
[B] প্লুটো
[C] ইউরেনাস
[D] শনি
Ans : (A)
15. নিচের কোনটিকে বাদামি কয়লা বলে ?
[A] আনথ্রাসাইট
[B] লিগনাইট
[C] কোক
[D] বিটুমিনাস
Ans : (B)
✍ আনথ্রাসাইট - কার্বন থাকে 80 - 85%
✍ লিগনাইট - কার্বন থাকে 30 - 50%
✍ কোক - বিটুমিনাস কয়লাকে কোক কয়লা বলে
✍ বিটুমিনাস - 50 - 85%
16. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
[A] সিন্ধু
[B] গঙ্গা
[C] হোয়াং হো
[D] ইয়াংজে
Ans : (D)
✍ চীন এবং এশিয়ায় এটি দীর্ঘতম নদী
✍ বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী
✍ তিব্বতের মালভূমিতে এর উৎস
✍ পূর্ব চীন সাগরের মধ্য দিয়ে এর প্রবাহ
✍আর এক নাম - চাং জিয়াং নদী
17. মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত ?
[A] ত্রিপুরা
[B] নাগাল্যান্ড
[C] মনিপুর
[D] মেঘালয়
Ans : (D)
✍ উক্ত রাজ্যের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম (Mawsynram) পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান মৌসিনরামে ৭০০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়
✍ চেরাপুঞ্জিকে সরিয়ে মৌসিনরাম সবচাইতে বেশি বৃষ্টিপাতের স্থান
18. রবি শস্য কোন সময় রোপন করা হয় ?
[A] সেপ্টেম্বর-অক্টোবর
[B] অক্টোবর-নভেম্বর
[C] জুন-জুলাই
[D] মে-জুলাই
Ans : (B)
✍ রবি শস্য তোলা হয় - এপ্রিল-জুন
✍ জাইদ শস্য রোপন হয় - ফেব্রুয়ারি-মার্চ, তোলা হয় - মে-জুন
✍ খারিফ শস্য রোপন হয় - জুন-জুলাই, তোলা হয় - নভেম্বর-ডিসেম্বর
19. কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর কে সংযুক্ত করেছে ?
[A] পানামা খাল
[B] সুয়েজ খাল
[C] উত্তর সাগর খাল
[D] স্টালিন খাল
Ans : (A)
20. কোন নদ/নদীকে বাংলার দুঃখ বলা হয় ?
[A] দামোদর
[B] তিস্তা
[C] ভাগীরথী
[D] অজয়
Ans : (A)
✍ এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
✍ গঙ্গার শাখা হুগলির উপনদী হল দামোদর।
✍ উৎপত্তি - ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে, পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ
✍ মোহনা - দক্ষিণে হুগলি নদীতে সঙ্গম
21. HIV এর পুরো কথাটি হলো হিউম্যান _ ভাইরাস
[A] ইমিউনিটি
[B] ইম্পরট্যান্ট
[C] ইমিউনো ডেফিসিয়েন্সি
[D] ইমেন্স
Ans : (C)
✍ AIDS (Acquired Immune Deficiency Syndrome) রোগের জন্য দায়ী
22. কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক ?
[A] কাঠ
[B] জল
[C] পেট্রল
[D] বাতাস
Ans : (A)
✍ বাতাস - 332 মিটার/ সেকেন্ড
✍ অক্সিজেন - 317 মিটার/ সেকেন্ড
✍ কার্বন ডাই-অক্সাইড - 257 মিটার/ সেকেন্ড
✍ হাইড্রোজেন - 1285 মিটার/ সেকেন্ড
✍ জল - 1436 মিটার/ সেকেন্ড
✍ কপার - 3970 মিটার/ সেকেন্ড
✍ স্টিল - 4700-5200 মিটার/ সেকেন্ড
✍ কাঁচ - 4000-5000 মিটার/ সেকেন্ড
✍ কাঠে শব্দের বেগ - বায়ু অপেক্ষা 12 গুন বেশি
23. নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য নয় ?
[A] থার্মোকল
[B] পচা শাকসবজি
[C] প্রাণী বর্জ্য
[D] কাঠ
Ans : (A)
24. স্পঞ্জ কি ?
[A] জীবাশ্ম
[B] ছত্রাক
[C] জীবদেহ
[D] উদ্ভিদ
Ans : (C)
✍ এটি পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত।
✍ এটি একটি বহুকোষী জীব
25. কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না ?
[A] ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি
[B] লোহা ও ভিটামিন এ
[C] ক্যালশিয়াম ও ভিটামিন সি
[D] লোহা ও ভিটামিন সি
Ans : (D)
26. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি ?
[A] পাস্কাল
[B] কেলভিন
[C] নিউটন
[D] ডাইন
Ans : (B)
✍ t℃ = (273+t) K