দৈনিক কারেন্ট আফফায়ার্স 29/05/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 29/05/2025
*********************
◆ 1. Oakley -এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে নিযুক্ত করা হলো
◆ 2. সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা এথলেটিক্স গ্রান্ড প্রিক্সে 61.17 m জ্যাভলিন নিক্ষেপ করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের Mahendra Gurjar
◆ 3. Eureka Forbes -এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিযুক্ত করা হলো
◆ 4. Hitachi India সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে N Venu কে নিযুক্ত করলো
◆ 5. প্রথম ভারতীয়-আমেরিকান র্যাপার হিসেবে American Music Award (AMA) জিতলেন রাজা কুমারী
◆ 6. ব্যাঙ্গালুরু ভিত্তিক pet food কোম্পানি Drools নতুন Unicorn -এর তকমা পেলো
◆ 7. অসমের Nagshankar Temple সম্প্রতি কচ্ছপ সংরক্ষনের জন্য Model Temple -এ পরিণত হলো
◆ 8. কর্ণাটকে ভারতের প্রথম প্রাইভেট হেলিকপ্টার এসেম্বলি লাইন গড়ে তুলতে চলেছে Tata-Airbus
◆ 9. বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন MP Sukhdev Singh Dhindsa 89 বছর বয়সে প্রয়াত হলেন
◆ 10. প্রতি বছর 29 শে মে International Day of United Nations Peacekeepers পালিত হয়, এবছরের থিম - 'The Future of Peacekeeping'