দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/05/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 23/05/2025
*********************
◆ 1. নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16th Annual Day of CCI -এর সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন
◆ 2. সাইবার ফ্রড প্রিভেনশনকে মজবুত করতে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন 'Financial Fraud Risk Indicator' লঞ্চ করলো
◆ 3. এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (APO) 2025-26 সেশনের চেয়ারম্যানশিপ হিসেবে দায়িত্ব নিলেন ভারত
◆ 4. শ্রীলঙ্কা সরকার দ্বারা আয়োজিত 24তম IORA মিটিংয়ে ভার্চুয়ালি অংশগ্রহণ করলেন ভারত
◆ 5. IAACA এর এক্সিকিউটিভ বোর্ডে UAE কে নির্বাচিত করা হলো
◆ 6. চেন্নাইয়ের ইন্ডিয়ান অভারসিস ব্যাংক এবং মহারাষ্ট্রের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো
◆ 7. দেশীয় ভাবে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার তৈরি করতে Adani Defence এবং Aerospace জোটবদ্ধ হলো
◆ 8. TIME 100 Philanthropy 2025 তালিকায় মুকেশ আম্বানি, আজিম প্রেমজি এবং নিখিল কামাথ প্রমুখ স্থান পেলেন
◆ 9. ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ Tapan Kumar Dekar সময়সীমা 1 বছর বাড়ানো হলো
◆ 10. প্রতি বছর 22 শে মে International Day for Biological Diversity পালিত হয়