দৈনিক কারেন্ট আফফায়ার্স 08/05/2025

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 08/05/2025


*********************


■ 1. অহল্যাবাই হোলকারের 300 তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মজীবনীর উপর চলচ্চিত্র তৈরি করার কথা ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার

■ 2.  11তম Seatrade Maritime Logistics Middle East (SMLME) কনফারেন্স দুবাইতে শুরু হলো

■ 3. পাঁচটি আইআইটির জন্য 11,828 কোটি টাকার এক্সপানসন প্লানের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ

■ 4. ট্রাভেল সিকিউরিটি বাড়াতে Chip-Based E-Passports লঞ্চ করলো ভারত

■ 5. United Nations Office of Counter-Terrorism (UNOCT) অফিসিয়ালি Victims of Terrorism Advocacy Network (VoTAN) লঞ্চ করলো

■ 6. প্রতি বছর 8 ই মে ওয়ার্ল্ড রেড ক্রস দিবস 2025 পালিত হয়, এবছরের থিম - 'Keeping Humanity Alive'

■ 7. বৌদ্ধ শিক্ষার উপর সহযোগিতা বাড়াতে ভারত এবং ভিয়েতনামের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো

■ 8. স্ট্যালিনগার্ডের যুদ্ধে অবদানের জন্য বিজু পট্টনায়েক মেমোরিয়াল নতুন দিল্লিতে উন্মোচন করা হলো

■ 9. ব্যাঙ্গালুরু সম্প্রতি সিভিল ডিফেন্স মকড্রিল 'Operation Abhyas' সম্পন্ন করলো

■ 10. মহিলাদের সশক্তিকরণের স্বার্থে মহারাষ্ট্র সরকার 'Adishakti' অভিযান লঞ্চ করলো