দৈনিক কারেন্ট আফফায়ার্স 07/05/2025

 

দৈনিক কারেন্ট আফফায়ার্স 07/05/2025


*********************


◆ 1. পাকিস্তান এবং পকিস্তান অধিকৃত কাশ্মীরের 9 টি স্থানে জঙ্গি ঘাটি নাশ করার জন্য ভারতীয় আর্মড ফোর্সেস 'অপারেশন সিঁদুর' নামক এয়ার স্ট্রাইক করলো

◆ 2. GIFT সিটিতে অফ-সেন্টার ক্যাম্পাস স্থাপনের মান্যতা পেলো Indian Institute of Foreign Trade (IIFT)

◆ 3. তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন 5 ই মে কে 'Traders Day' হিসেবে পালন করবে বলে ঘোষণা করল

◆ 4. ভারত এবং ইউকে -এর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) স্বাক্ষরিত হলো

◆ 5. জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Friedrich Merz

◆ 6. ভারতীয় স্টেট ব্যাংক সম্প্রতি বৃহত্তম staff engagement এবং training programme শুরু করলো

◆ 7. 2025 এর জন্য ভারতের GDP গ্রোথ কমিয়ে 6.3% নির্ধারণ করলো Moody's

◆ 8. ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে সঞ্জয় জোশীকে নিযুক্ত করা হলো

◆ 9. ইনল্যান্ড ওয়াটারওয়েজ কার্গো মুভমেন্টকে বুস্ট করতে IWAI এবং Rhenus Logistics -এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো

◆ 10. 2025 হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারত 130 তম স্থান অধিকার করলো