আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 120

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 120


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 729 লিটার মিশ্রনের দুধ ও জলের অনুপাত 7 : 2 । নতুন একটি মিশ্রণ যাতে দুধ ও জলের অনুপাত 7 : 3 আছে, এমন মিশ্রণ পেতে কত পরিমান জল মেশাতে হবে ? 
[A] 81 লিটার 
[B] 71 লিটার
[C] 56 লিটার
[D] 50 লিটার

2. তিনজন বন্ধু A, B এবং C একটি ব্যবসা শুরু করে । B-র মূলধন C-র মূলধনের চারগুন এবং A-র দ্বিগুন মূলধন B-র তিনগুন মূলধনের সমান । বছরের শেষে 16500 টাকা লাভ হলে, B-র ভাগ কত ?
[A] 4000
[B] 5000
[C] 6000 
[D] 7000

3. একজন বিক্রেতা তার সমস্ত পণ্য ক্রয়মূল্যের থেকে 30% বেশি দামে স্থির করে রাখে। কিন্তু বিক্রির সময় 10% ছাড় দেয় । তার লাভের পরিমান কত? 
[A] 21%
[B] 20%
[C] 18%
[D] 17%  

4. মান নির্ণয় : 39 ÷ {6 × (6/7 এর 7/8)}
[A] 25/3
[B] 28/3
[C] 26/3 
[D] 23/3

5. যদি 5, 15, 20 এবং y সমানুপাতে থাকে তবে y এর মান হলো : 
[A] 40
[B] 80
[C] 60 
[D] 50 

6. একটি বর্গাকার মাঠের ধার পরিমাপ করতে গিয়ে ভুল করে 2% বাড়তি ধরা হয় । তবে ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ভুল পাওয়া যাবে ?
[A] 2%
[B] 2.02%
[C] 4%
[D] 4.04% 

7. দুটি সংখ্যার গসাগু হলো 23 এবং তাদের লসাগুর অপর দুটি ফ্যাক্টর হলো 13 এবং 14 । তবে দুটি সংখ্যার মধ্যেও বৃহত্তর সংখ্যাটি কত ?
[A] 276
[B] 299
[C] 322 
[D] 345

8.  সরলতম নির্ণয় করো: 0.969696......
[A] 1/10
[B] 1/90
[C] 1/32
[D] 32/33

9. 10 টি চেয়ারের দাম 4 টি টেবিলের সমান । 15 টি চেয়ার এবং 2 টি টেবিলের মিলিত দাম 4000 টাকা হলে, 12 টি চেয়ার ও 3 টি টেবিলের মোট দাম কত হবে ?
[A] 3500
[B] 3750
[C] 3840
[D] 3900 

10. দুই ধরনের স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 5 : 21 এবং 2 : 11 যথাক্রমে । কোন অনুপাতে দুই প্রকার স্টেইনলেস স্টিল কে মেশাতে হবে যাতে মিশ্রনে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7 : 32 ?
[A] 2 : 3
[B] 3 : 4
[C] 2 : 1 
[D] 1 : 3

11. 5000 টাকার উপর 1 1/2 বছর ধরে 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সাধারণ সুদ এবং 6 মাস অন্তর প্রদেয় সুদের পার্থক্য কত ?
[A] 2.04 
[B] 3.06
[C] 4.80
[D] 8.30

12. এক ব্যক্তি 40, 30 এবং 15 কিমি/ঘন্টা বেগ নিয়ে সমদূরত্ব অতিক্রম করে । তবে সমস্ত যাত্রাপথে তার গড় বেগ কত ?
[A] 24 
[B] 25
[C] 27
[D] 28

13. যদি 2/3 এর A = 75% এর B = 0.6 এর C তবে A : B : C এর অনুপাত কত হবে ?
[A] 2 : 3 : 3
[B] 3 : 4 : 5
[C] 4 : 5 : 6
[D] 9 : 8 : 10 

14. রবি এবং সুমিতের বেতনের অনুপাত 2 : 3 । যদি প্রত্যেকের বেতন 4000 টাকা করে বাড়ানো হয় তবে নতুন অনুপাত হয় 40 : 57 । সুমিতের বর্তমান বেতন কত ?
[A] 17,000
[B] 20,000
[C] 25,500
[D] 38,000 

15. দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে দৌড়ানোর সময়, স্টেশনের উপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কে 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে যথাক্রমে এবং তারা একে অপরকে অতিক্রম করে 23 সেকেন্ডে । তাদের বেগের অনুপাত কত ?
[A] 1 : 3
[B] 3 : 2 
[C] 3 : 4 
[D] 4 : 5 

16. বাবার বয়স তার ছেলে রোহিতের তিনগুন । 8 বছর পর, তিনি রোহিতের বয়সের 2 1/2 গুন হবেন । আরো 8 বছর পর, তিনি রোহিতের বয়সের কত গুন হবেন ? 
[A] 2 গুন 
[B] 2 1/2 গুন 
[C] 2 3/4 গুন
[D] 3 গুন

17. 66 ঘনসেমির সিলভার দিয়ে একটি তার তৈরি করা হলো । তারটির ব্যাস 1 মিমি হলে এটির দৈর্ঘ্য কত হবে ?
[A] 84 মিটার 
[B] 90 মিটার
[C] 168 মিটার
[D] 336 মিটার

18. দুটি পাইপ A এবং B একটি ট্যাংক কে 37 1/2 মিনিটে এবং 45 মিনিটে ভর্তি করতে পারে । দুটি পাইপকেই খুলে দেওয়া হলো, ট্যাংকটি আধ-ঘন্টায় ভর্তি হয়ে যাবে যদি B কে ____ পর বন্ধ করা হয় 
[A] 5 মিনিট
[B] 9 মিনিট 
[C] 10 মিনিট
[D] 15 মিনিট   

19. একটি নৌকার প্রতিকূলে নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 8 ঘন্টা 48 মিনিট । যেখানে ওই একই দূরত্ব অনুকূলে যেতে 4 ঘন্টা সময় লাগে । তবে নৌকা ও স্রোতের বেগের অনুপাত কত ? 
[A] 2 : 1
[B] 3 : 2
[C] 8 : 3 
[D] 4 : 5

20. যদি (x^2 - x + 1)/(x^2 + x + 1)= 3/2 হলে (x + 1/x) = ?
[A] 4
[B] -5 
[C] 6
[D] 8







Answers and Solutions ::