আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 118

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 118


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. এমন একটি সংখ্যা নির্নয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে 
[A] 9/15
[B] 9/16 
[C] 9/13
[D] 9/14

2. একটি সংখ্যাকে 4, 5, 6 দ্বারা পর পর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2,3,4 হয়, সংখ্যাটি হল - 
[A] 72
[B] 126
[C] 68
[D] 58 

3. দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তরফল 47। ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হল - 
[A] 32
[B] 23 
[C] 24
[D] 25

4. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 1260 কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
[A] 35 
[B] 30
[C] 40
[D] 45

5. দুটি সংখ্যার গুনফল ও ভাগফল 128 এবং 2 হলে, ছোট সংখ্যাটি কত ?
[A] 8 
[B] 10
[C] 12
[D] 16

6. তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে ?
[A] 896
[B] 946
[C] 964 
[D] 994

7. দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটি র গুনফল কত ?
[A] 315
[B] 325
[C] 104
[D] 114 

8. 300 টাকা P, Q, R এর মধ্যে এমনভাগে ভাগ করে দেওয়া হল, যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে তাদের অংশের অনুপাত হবে - 
[A] 2:3:5 
[B] 3:2:5
[C] 2:5:3
[D] 5:3:2

9. যদি A এর বেতন B এর বেতনের থেকে 25% কম হয়, B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি ?
[A] 44 1/4%
[B] 33 1/3% 
[C] 22 1/2%
[D] 55 1/5%

10. প্রথম 97 টি স্বাভাবিক সংখ্যার গড় কত ?
[a] 47
[b] 37
[c] 48
[d] 49 
 
11. A এবং B একত্রে 40 দিনে একটি কাজ করে একসঙ্গে 20 দিন কাজ করার পর A চলে গেলে B 30 দিনে বাকি কাজ সম্পূর্ণ করে তবে A একা কাজটি কত দিনে করবে ?
[a] 110 দিন
[b] 120 দিন 
[c] 130 দিন
[d] 140 দিন

12. 150 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করলে 250 মিটার লম্বা প্লাটফর্ম কে অতিক্রম করতে কত সময় নেবে ?
[a] 32 সেকেন্ডে 
[b] 20 সেকেন্ডে
[c] 24 সেকেন্ডে
[d] 30 সেকেন্ডে

13. দুটি নল A ও B দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয় কিন্তু C নলটি চৌবাচ্চাকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6 টায় অর্ধপূর্ণ চৌবাচ্চাটির তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চা কখন পূর্ণ হবে ?
[a] দুপুর 12 টা
[b] সন্ধ্যা 6 টা
[c] রাত 12 টা 
[d] কোনটি নয় 

14. কিছু পরিমান টাকা 20 বছরে সুদে-আসলে দ্বিগুন হয়। 60 বছরে ও টাকা সুদে আসলে কতগুন হবে ?
[a] 3
[b] 4 
[c] 5
[d] 6

15. কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5500 ও 5000 টাকা হলে, সুদের হার কত ?
[a] 10%
[b] 11%
[c] 20% 
[d] 22%

16. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরের 144 টাকার সুদ 25 টাকা হবে ?
[a] 4 1/6 
[b] 4 
[c] 2 1/5
[d] 3

17. একটি ব্যবসায় A এবং B সমপরিমাণ টাকা রাখে কিন্তু 4 মাস পর A 1/4 অংশ টাকা তুলে নেয় এবং B 6 মাস পর 1/2 অংশ টাকা তুলে নেয় তবে বছরের শেষে A ও B এর লভ্যাংশের অনুপাত কত ?
[a] 9 : 10
[b] 10 : 9 
[c] 2 : 1
[d] 1 : 2

18. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি ও 24 সেমি হলে রম্বসের পরিসীমা কত ?
[a] 40
[b] 52 
[c] 60
[d] 96

19. একটি বহুভুজের কর্ণের সংখ্যা 44 হলে বাহুর সংখ্যা কত ? 
[a] 11 
[b] 22
[c] 18
[d] 20

20. 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিমি বেগে দৌড় দেয় । পুলিশটিও তখন ঘন্টায় 12 কিমি বেগে তাকে তাড়া করলো। যখন পুলিশটি চোরকে ধরবে তখন চোরটা কত দুরত্ব অতিক্রম করেছিল ?
[a] 750 মিটার 
[b] 900 মিটার
[c] 800 মিটার
[d] 1 কিমি 















Answers and Solutions ::