আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 117

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 117


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. 300 এবং 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা নির্নয় করো যাকে 6, 8, 15 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 3 ভাগশেষ থাকে
[a] 360
[b] 357
[c] 363
[d] 343

2. কোনো সেনাপতি তার সৈন্যদের বর্গাকার এ সাজিয়ে দেখলেন 24 জন সৈন্য বেশি আছে। সৈন্য সংখ্যা 15400 হলে, প্রতি সারিতে কতজন সৈন্য ছিল ?
[a] 100 
[b] 120
[c] 124
[d] 118

3. এক ব্যক্তি কোনো স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে 36 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 98 মিটার দীর্ঘ ওই প্লাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈঘ্য কত ?
[a] 102 মিটার
[b] 110 মিটার
[c] 100 মিটার
[d] 120 মিটার

4. রাম একটি কাজ 6 ঘন্টায় এবং শ্যাম 8 ঘন্টায় করতে পারে, তারা এক সাথে কাজ করলে কতক্ষণে কাজটি শেষ হবে ?
[a] 3 3/7
[b] 3 ঘন্টা
[c] 2 4/7 ঘন্টা
[d] 1 3/7 ঘন্টা

5. একটি চৌবাচ্চা জল ভরবার জন্য দুটি পাম্প আছে,যার প্রথমটি 8 ঘন্টায়, দ্বিতীয়টি 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, যদি পাম্প দুটি একসাথে 4 ঘন্টা চালু রাখা যায় তাহলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে ?
[a] 1/10
[b] 9/10
[c] 5/4
[d] 3/7

6. একটি খুঁটির অর্ধেক কাদায় পোঁতা আছে, এক-তৃতীয়াংশ জলে এবং 10 ডেসিমি জলের ওপরে আছে, খুটিটি মোট দৈঘ্য কত ?
[a] 6 মিটার
[b] 10 মিটার
[c] 15 মিটার
[d] 12 মিটার

7. 2 জন পুরুষ , 4 জন স্ত্রীলোকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক যে কাজটি 40 দিনে করতে পারে, 12 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক সেই কাজটি কত দিনে করবে ?
[a] 12 দিনে
[b] 25 দিনে
[c] 20 দিনে
[d] 18 দিনে

8. 4% হার সুদে 1250 টাকার 146 দিনের সবৃদ্ধিমূল কত ?
[a] 1270
[b] 1200
[c] 1230
[d] 1280

9. 30 টাকায় 15 টি লেবু বিক্রি করায় এক ব্যক্তির 10% ক্ষতি হল।কি দরে প্রতি লেবু বিক্রি করলে 35% লাভ হবে ?
[a] 3 টাকা
[b] 5 টাকা
[c] 8 টাকা
[d] 12 টাকা

10. বিধানসভায় এক নির্বাচন কেন্দ্রে 80% ভোটার ভোট দিলেন। প্রদত্ত মোট ভোটের 65% পেয়ে কোনো প্রার্থী বিজয়ী হন,মোট ভোটের তিনি শতকরা কত ভোট তার অনুকূলে পড়েছিল ?
[a] 59%
[b] 45%
[c] 52%
[d] 48%

11. একটি সংখ্যাকে প্রথমে 10% কমানো হলো এবং তারপর তাকে 10% বাড়ানো হলো ,এখন সংখ্যাটি আগের সংখ্যার থেকে 50 কম হলে,প্রকৃত সংখ্যাটি কত ? 
[a] 5900
[b] 5000
[c] 5500
[d] 5050 

12. তিনটি পরপর অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল 87, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
(a) 29
(b) 31
(c) 23
(d) 27 

13. যোগফল নির্নয় করো : 
1+2+3+4+............+998+999+1000
(a) 5050
(b) 500500
(c) 55000
(d) 550000

14. দুটি সংখ্যার অনুপাত 3 : 4, যদি তাদের লসাগু 84 হয় তবে বড় সংখ্যা টি কত ?
(a) 21
(b) 24
(c) 28
(d) 84

15. দুটি সংখ্যার অনুপাত 4 : 5, প্রথমটিকে 20% বাড়ানো হলো এবং দ্বিতীয়টিকে 20% কমানো হলো তবে বর্তমান অনুপাত কত ?
(a) 4:5
(b) 5:4
(c) 5:6
(d) 6:5

16. একটি সংখ্যা কে 25% কমালে হয় 225, কত শতাংশ বাড়ালে সংখ্যা টি হবে 375 ?
(a) 25%
(b) 30%
(c) 35%
(d) 75%

17. G যদি ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র হয় এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল = 48 বর্গ সেমি হলে ত্রিভুজ GBC এর ক্ষেত্রফল কত ?
(a) 8 বর্গসেমি
(b) 16 বর্গসেমি
(c) 24 বর্গসেমি
(d) 32 বর্গসেমি 

18. কোন এক বছরে এক ব্যক্তির মাসিক গড় আয় 3400 টাকা। প্রথম 8 মাসের গড় আয় 3160 এবং শেষ 5 মাসের গড় আয় 4120 টাকা হলে , অষ্টম মাসে তার উপায় কত ? 
(a) 3160
(b) 5080
(c) 5180
(d) 5520

19. ক্ষুদ্রতম কোন সংখ্যা 8958 এর সাথে যোগ করতে হবে যাতে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ?
(a) 69
(b) 67
(c) 77
(d) 79

20. একটি সমকোণী ত্রিভুজ যার বাহু গুলি হলো 3 cm, 4 cm এবং 5 cm । এটির 3 cm বাহু কে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির আয়তন কত ?
(a) 12π cm^3 
(b) 15π cm^3
(c) 16π cm^3
(d) 20π cm^3









Answers and Solutions ::