আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 99 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 99 (MCQ)

***********************



1. নিম্নের কে লিখেছিলেন 'সরফরোসি কি তমন্না অব হামারে দিল মে হ্যায়' ?
Ⓐ মহম্মদ ইকবাল
Ⓑ রামপ্রসাদ বিসমিল 
Ⓒ কাজী নজরুল ইসলাম
Ⓓ ফারুক গোরখপুরি

Ans : (B)

2. ভারতে সরকারি ভাষারূপে ইংরেজির সূচনা কে করেন ? 
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ স্যার চার্লস উড 
Ⓒ মারকুইস অব ডালহৌসি
Ⓓ অ্যালান অকটাভিয়ান 

Ans : (B)

1854 সালে তিনি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন, যা উডের ডিস্প্যাচ নামে পরিচিত


3. কোন মুঘল সম্রাট 'রঙ্গিলা' নামে পরিচিত ছিলেন ? 
Ⓐ ফারুকশিয়ার 
Ⓑ রাফিউদ দারাজত
Ⓒ মুহাম্মদ শাহ 
Ⓓ ঔরঙ্গজেব

Ans : (C)

১৭১৯ খ্রিষ্টাব্দ থেকে ১৭৪৮ খ্রিষ্টাব্দের মধ্যে পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন। তিনি বাহাদুর শাহ প্রথমের নাতি ছিলেন

4. তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1526 
Ⓑ 1761 
Ⓒ 1556
Ⓓ 1857 

Ans : (B)

দিল্লির ৯৭ কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুব এর সম্রাট সুজা-উদ-দৌল্লার যৌথ সমর্থনে আফগানিস্থানের সম্রাট (আহমেদ শাহ আবদালির) মধ্যে সংঘটিত হয়


5. নিম্নের কার উপাধি ছিল 'পৃথিব্য প্রথম বীর' ? 
Ⓐ সমুদ্রগুপ্ত
Ⓑ প্রথম রাজেন্দ্র 
Ⓒ গৌতমীপুত্র সাতকর্নি
Ⓓ অশোক 

Ans : (B)

6. কোন মুঘল শাসকের আমলে মুঘলদের সাথে রাজপুতদের সম্পর্কের অবনতি ঘটে ? 
Ⓐ আকবর 
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ ঔরঙ্গজেব 

Ans : (D)

7. জুডিশিয়াল রিফর্মের সময় লর্ড কর্ণওয়ালিসের উপদেষ্টা কে ছিলেন ? 
Ⓐ জোনাথন ডানকান
Ⓑ চালর্স গ্রান্ট
Ⓒ জেমস গ্রান্ট
Ⓓ স্যার উইলিয়াম জোন্স 

Ans : (D)

১৭৮৪ সালের ১৫ জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ভারতের তদানীন্তন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক


8. জন্ম ভিত্তিক সামাজিক বিভেদ নিরিখে ঋগ বেদে কতবার বর্ণ শব্দের প্রয়োগ ঘটেছে ?  
Ⓐ দশ
Ⓑ পাঁচ
Ⓒ এক
Ⓓ  একবারও নয় 

Ans : (D)

9. নিম্নলিখিত কোন ধাতু এখনও পর্যন্ত হরপ্পা স্থানে আবিষ্কৃত হয় নি ? 
Ⓐ তামা
Ⓑ সোনা
Ⓒ রুপা
Ⓓ লোহা 

Ans : (D)

10. মহেঞ্জদারো নিম্নের কোথায় অবস্থিত ?  
Ⓐ গুজরাট রাজ্যে
Ⓑ পাঞ্জাব রাজ্যে
Ⓒ পাকিস্তানের সিন্ধু প্রভিন্সে 
Ⓓ আফগানিস্তান 

Ans : (C)

11. নিম্নের কোন বাঁধটি স্ট্যাচু অফ ইউনিটির কাছে অবস্থিত ? 
Ⓐ শিবসমুদ্রম বাঁধ
Ⓑ সর্দার সরোবর বাঁধ 
Ⓒ জওহর সাগর বাঁধ 
Ⓓ গান্ধীসাগর বাঁধ 

Ans : (C)

12. নিম্নের কোথায় ভূতাপশক্তির উৎসের সন্ধান পাওয়া গেছে ? 
Ⓐ গোদাবরী ডেল্টা
Ⓑ হিমালয়
Ⓒ পশ্চিম উপকূল 
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

13. জাতীয় সড়ক - 1 কোন গিরিপথের মধ্যে দিয়ে অতিক্রম করেছে ? 
Ⓐ যোজিলা 
Ⓑ বানিহাল
Ⓒ কারাকোরাম
Ⓓ বারালাছা 

Ans : (A)

14. নিম্নের কোন গিরিপথ ট্রাই-জাংশন তৈরি করেছে ? 
Ⓐ মিনটাকা
Ⓑ দিফু
Ⓒ কারাকোরাম
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

15. ভারতের কোন রাজ্য ক্রমাইট উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে ? 
Ⓐ ওড়িশা 
Ⓑ গুজরাট
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরপ্রদেশ

Ans : (A)

16. কোনটির পরিপাকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় ? 
Ⓐ কার্বোহাইড্রেট
Ⓑ ফ্যাট
Ⓒ খনিজ
Ⓓ প্রোটিন 

Ans : (D)

17. কৃত্তিম কিডনি কোন নীতিতে কাজ করে ? 
Ⓐ ব্যাপন
Ⓑ অভিস্রবন
Ⓒ ঝিল্লি বিশ্লেষণ 
Ⓓ সক্রিয় পরিবহন 

Ans : (C)

18. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি এর রূপান্তর কোন পদ্ধতিতে ঘটে ? 
Ⓐ জারণ
Ⓑ বিজারণ
Ⓒ আদ্রবিশ্লেষণ
Ⓓ হাইড্রোজেনশন 

Ans : (D)

19. কোন ধাতু তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে ? 
Ⓐ সীসা 
Ⓑ কোবাল্ট
Ⓒ নিকেল
Ⓓ প্লাটিনাম 

Ans : (A)

20. এপসম লবণের রাসায়নিক নাম কি ? 
Ⓐ ক্যালসিয়াম সালফেট
Ⓑ ম্যাগনেসিয়াম সালফেট 
Ⓒ সোডিয়াম কার্বনেট
Ⓓ আয়রন সালফেট 

Ans : (B)

21. কোন মৌলটি খনিজ এবং পাথর সমূহে সর্বাধিক পরিমাণে উপস্থিত থেকে ? 
Ⓐ কার্বন
Ⓑ সিলিকন 
Ⓒ হাইড্রোজেন
Ⓓ এলুমিনিয়াম 

Ans : (B)

22. কার মাধ্যমে ভারত সরকার জনহিতকর কার্যে কনসোলিডেটেড ফান্ড থেকে অর্থ ব্যয় করে ? 
Ⓐ অর্থমন্ত্রী
Ⓑ অর্থদপ্তরের সচিব
Ⓒ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর 
Ⓓ রাষ্ট্রপতি 

Ans : (C)

23. সংবিধানের 79 নং ধারা অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় -
Ⓐ অধ্যক্ষ, রাজ্যসভায় লোকসভাকে নিয়ে
Ⓑ উপরাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে
Ⓒ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে 
Ⓓ প্রধানমন্ত্রী, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে 

Ans : (C)

24. লিমকা ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত ? 
Ⓐ কুস্তি
Ⓑ হকি
Ⓒ দাবা 
Ⓓ রাগবি

Ans : (C)

25. বারবাটি স্টেডিয়াম নিম্নের কোথায় অবস্থিত ? 
Ⓐ কলকাতা, পশ্চিমবঙ্গ
Ⓑ অমৃতসর, পাঞ্জাব
Ⓒ কটক, ওড়িশা 
Ⓓ বেঙ্গালুরু, কর্ণাটক 

Ans : (C)

26. 'অটল জি নে কাহা' বইটি কার লেখা ? 
Ⓐ ভি এস নায়েক
Ⓑ অন্নু কাপুর
Ⓒ বিজেন্দ্র রেহি 
Ⓓ চিত্রা ব্যানার্জী

Ans : (C)

27. বি ডি গোয়েঙ্কা মেমোরিয়াল আওয়ার্ড কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেওয়া হয় ?
Ⓐ সাহিত্য
Ⓑ খেলাধুলা
Ⓒ সাংবাদিকতা 
Ⓓ মহাকাশ বিজ্ঞান 

Ans : (C)

28. নিম্নের কোন সংগীত ক্ষেত্রের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব ভুপিন্দার সিং ? 
Ⓐ গজল 
Ⓑ কর্ণাটক ধারা
Ⓒ বাউল সঙ্গীত
Ⓓ ঠুমরি সঙ্গীত 

Ans : (A)

29. ব্রজদা - চরিত্রটি কার সৃষ্টি ? 
Ⓐ গৌরকিশোর ঘোষ  
Ⓑ নারায়ণ গঙ্গোপাধ্যায়
Ⓒ সুকুমার রায়
Ⓓ শিবরাম চক্রবর্তী

Ans : (A)

30. ওট্টাম থুল্লা নৃত্যটি ভারতের কোন রাজ্যে পরিলক্ষিত হয় ? 
Ⓐ মণিপুর
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কেরল 
Ⓓ কর্ণাটক 

Ans : (C)