আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 98 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 98 (MCQ)

***********************


1. চিত্তরঞ্জন দাস নিম্নের কাকে 'The Prophet of Nationalism' আখ্যা দিয়েছেন ?
Ⓐ পুলিনবিহারী দাস
Ⓑ অরবিন্দ ঘোষ 
Ⓒ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
Ⓓ বারীন্দ্রকুমার ঘোষ

Ans : (B)

তিনি বন্দে মাতরম্‌ প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেন
তার লেখা গ্রন্থ দ্য লাইফ ডিভাইন

2. 1882 সালে নিম্নের কে রিপন কলেজ প্রতিষ্ঠা করেন ?
Ⓐ সুরেন্দ্রনাথ ব্যানার্জী 
Ⓑ কৃষ্ণকুমার মিত্র
Ⓒ প্রমথনাথ মিত্র
Ⓓ অশ্বিনীকুমার দত্ত

Ans : (A)

তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরে এ দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল

3. জিন্না হলেন হিন্দু-মুসলিম ঐক্যের দূত - উক্তিটি কে করেছেন ?
Ⓐ সরোজিনী নাইডু 
Ⓑ বাল গঙ্গাধর তিলক
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ যতীন দাস

Ans : (A)

4. কথাসরিতসাগর - কার লেখা ?
Ⓐ সোমদেব 
Ⓑ ভাগবত
Ⓒ কলহন
Ⓓ রাজশেখর

Ans : (A)

5. ঐতিহাসিক পঞ্চমুখ নিম্নের কাকে দক্ষিণের অশোক নামে অভিহিত করেছেন ?
Ⓐ দন্তিদুর্গ
Ⓑ প্রথম কৃষ্ণ
Ⓒ তৃতীয় কৃষ্ণ
Ⓓ প্রথম অমোঘবর্ষ 

Ans : (D)

6. গুপ্ত বংশের কোন রাজা 'লিচ্ছিবিদৌহিত্র' নামে পরিচিত ছিলেন ?
Ⓐ সমুদ্রগুপ্ত 
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ কুমার গুপ্ত
Ⓓ স্কন্ধগুপ্ত

Ans : (A)

7. ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির ?
Ⓐ মৌর্য যুগ
Ⓑ গুপ্ত যুগ 
Ⓒ পাল যুগ
Ⓓ দিল্লী সুলতানি

Ans : (B)

8. মামল্লপুরম মন্দির কে নির্মাণ করেন ?
Ⓐ দ্বিতীয় নরসিংহবর্মন
Ⓑ অনন্ত বর্মন 
Ⓒ বিদ্যাধর
Ⓓ প্রথম নরসিংহ বর্মন 

Ans : (D)

মহেন্দ্র বর্মনের পুত্র
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা
চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীকে তিনটি যুদ্ধে পরাজিত করেন,
মহমল্ল , বাতাপিকোন্ড এগুলো তার উপাধি

9. গুর্জর প্রতিহার রাজবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ পাটলিপুত্র
Ⓑ কলিঙ্গ
Ⓒ কনৌজ
Ⓓ গুজরাট 

Ans : (D)

10. নিম্নের কে মহাবলীপুরম নগরটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ নরসিংহ বর্মন 
Ⓒ প্রথম কৃষ্ণ
Ⓓ দ্বিতীয় নন্দী বর্মন

Ans : (B)

একজন তামিল রাজা যিনি 630–668 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারত শাসন করেছিলে

11. সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ রাঁচি 
Ⓑ এলাহাবাদ
Ⓒ সিমলা
Ⓓ দেরাদুন

Ans : (A)

12. আন্নামালাই জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ তামিলনাড়ু 
Ⓒ রাজস্থান
Ⓓ অসম

Ans : (B)

13. শিষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ওড়িশা
Ⓑ অন্ধ্রপ্রদেশ 
Ⓒ মেঘালয়
Ⓓ মধ্যপ্রদেশ

Ans : (B)

14. নিম্নের কোন খনিজ মৌলের জন্য ঝাড়খণ্ডের কেত্তনা স্থানটি বিখ্যাত ?
Ⓐ চুনাপাথর
Ⓑ লৌহ আকরিক
Ⓒ হীরা
Ⓓ অভ্ৰ 

Ans : (D)

15. রাওয়াতভাতা পারমাণবিক শক্তিকেন্দ্র ভারতের কোন স্থানে অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ রাজস্থান 
Ⓒ কর্ণাটক
Ⓓ তামিলনাড়ু

Ans : (B)

16. ভারতে প্রথম কাগজকল স্থাপিত হয় কোন সালে ?
Ⓐ 1817
Ⓑ 1815
Ⓒ 1812 
Ⓓ 1809

Ans : (C)

17. মাম্পস হলো একটি _______ ঘটিত রোগ
Ⓐ ছত্রাক
Ⓑ ভাইরাস 
Ⓒ ব্যাকটেরিয়া
Ⓓ প্রোটোজোয়া

Ans : (B)

18. গ্লুকোগন হরমোনটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
Ⓐ থাইরয়েড গ্রন্থি
Ⓑ পিটুইটারি গ্রন্থি
Ⓒ এড্রিনাল গ্রন্থি
Ⓓ অগ্ন্যাশয় 

Ans : (D)

19. স্ট্রিকনিন এর উৎস কি ?
Ⓐ কোকার পাতা
Ⓑ তামাক পাতা
Ⓒ ধুতুরার পাতা
Ⓓ নাক্সভমিকা গাছের বীজ 

Ans : (D)

20. লোহিত রক্তকণিকা সংখ্যা বেশি হলে কোন রোগ ঘটে ?
Ⓐ পলিসাইথেমিয়া 
Ⓑ অ্যানিমিয়া
Ⓒ লিউকেমিয়া
Ⓓ লিউকোপেনিয়া

Ans : (A)

লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের প্রায় 95 শতাংশ হিমোগ্লোবিন নিয়ে গঠিত , যা অক্সিজেন পরিবহনের জন্য প্রয়োজনীয় পদার্থ। হিমোগ্লোবিন একটি প্রোটিন; একটি অণু চারটি ধারণ করেপলিপেপটাইড চেইন

21. লাইপেজ উৎসেচক নিম্নের কোন সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে ?
Ⓐ স্টার্চ
Ⓑ প্রোটিন
Ⓒ ফ্যাট 
Ⓓ মলটোজ

Ans : (C)

22. নিম্নের কোন মাইক্রো এলিমেন্ট ভিটামিন E কে সাহায্য করে ?
Ⓐ ক্রোমিয়াম
Ⓑ সেলেনিয়াম 
Ⓒ জিঙ্ক
Ⓓ ফ্লুওরিন

Ans : (B)

23. সংবিধানের কোন সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
Ⓐ 73 তম
Ⓑ 74 তম
Ⓒ 86 তম 
Ⓓ 91 তম

Ans : (C)

24. নিম্নের কোনটি সাবির ভাটিয়া তৈরি করেছেন ?
Ⓐ ইউটিউব
Ⓑ স্কাইপ
Ⓒ ব্লগার
Ⓓ হটমেল 

Ans : (D)

25. ড. রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কি নামে পরিচিত ?
Ⓐ অভয়ঘাট
Ⓑ বিজয়ঘাট
Ⓒ মহাপ্রয়ানঘাট 
Ⓓ কর্মভূমি

Ans : (C)

26. দয়া শঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ সানাই 
Ⓑ সরোদ
Ⓒ মোহন বীনা
Ⓓ হারমোনিয়াম

Ans : (A)

27. ন্যাশনাল চিলড্রেন্স মিউজিয়াম নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ আমেদাবাদ
Ⓑ কলকাতা
Ⓒ নতুন দিল্লী
Ⓓ আমেদাবাদ 

Ans : (D)

28. ফ্রিস্টাইল শব্দটি কোন ক্রীড়া ক্ষেত্রের সাথে যুক্ত ?
Ⓐ টেবিল টেনিস
Ⓑ পোলো
Ⓒ সাঁতার 
Ⓓ হকি

Ans : (C)

29. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ রোম
Ⓑ সিঙ্গাপুর
Ⓒ জেনেভা
Ⓓ ম্যানিলা 

Ans : (D)

30. ঘুমার নৃত্যটি নিম্নের কোন রাজ্যে পরিলক্ষিত হয় ?
Ⓐ রাজস্থান 
Ⓑ তেলেঙ্গানা
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ গোয়া

Ans : (A)