আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 97 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 97 (MCQ)
***********************
1. এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন করেন নিম্নের কোন রাজা ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ দ্বিতীয় ধ্রুবসেন
Ⓒ নরসিংহবর্মন
Ⓓ আকবর
Ans : (A)
হর্ষবর্ধন বা হর্ষ উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট যিনি ৬০৬ থেকে ৬৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করেন। তিনি পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান ছিলেন
2. উপনিষদ হলো সেই বই যা _____ এর উপর লেখা
Ⓐ রাজনীতি
Ⓑ ঔষধ
Ⓒ সামাজিক জীবন
Ⓓ দর্শনশাস্ত্র
Ans : (D)
3. প্রথম কোন ভারতীয় শাসক ভারতের বাইরেও সাম্রাজ্য গঠন করেছিলেন ?
Ⓐ অশোক
Ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓒ কনিষ্ক
Ⓓ সমুদ্রগুপ্ত
Ans : (C)
তিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস -এর উত্তরসূরি
কাশ্মীরে তাঁর পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ পরিষদও ডাকা হয়েছিল
বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক
4. নিম্নের কোন শাসক সেলুকাস দ্বারা পরাজিত হন ?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ বিক্রমাদিত্য
Ⓒ শশাঙ্ক
Ⓓ পৃথ্বীরাজ চৌহান
Ans : (A)
5. তৃতীয় অ্যাঙলো-মারাঠা যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয় ?
Ⓐ ম্যাঙ্গালোর সন্ধি
Ⓑ শ্রীরঙ্গপত্তনম সন্ধি
Ⓒ সুরাজগরের সন্ধি
Ⓓ অমৃতসরের সন্ধি
Ans : (B)
১৭৯২ খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল এবং এই সন্ধি টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল।
6. নিম্নলিখিতদের মধ্যে ভারতের আন-অফিসিয়াল আম্বাসাডর নামে পরিচিত ?
Ⓐ তাঁতিয়া টোপি
Ⓑ কুনওয়ার সিং
Ⓒ দাদাভাই নৌরজি
Ⓓ উমেশচন্দ্র ব্যানার্জী
Ans : (C)
7. নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী দক্ষিণ আফ্রিকায় একজন সিভিল রাইটস এক্টিভিস্ট ছিলেন ?
Ⓐ বিনায়ক দামোদর সাভারকর
Ⓑ এম কে গান্ধী
Ⓒ বি জি তিলক
Ⓓ মতিলাল নেহেরু
Ans : (B)
8. বিরূপাক্ষ মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক নির্মাণ করেছিলেন ?
Ⓐ দ্বিতীয় দেবরায়
Ⓑ হরিহর
Ⓒ দ্বিতীয় বুক্কা
Ⓓ বিরূপাক্ষ রায়
Ans : (A)
9. ধন্বন্তরী নিম্নের কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ?
Ⓐ সাহিত্য
Ⓑ জ্যোতিষশাস্ত্র
Ⓒ গণিতজ্ঞ
Ⓓ চিকিৎসাবিদ্যা
Ans : (D)
10. মুজফফরপুর ষড়যন্ত্র মামলা কোন সালে রুজু হয় ?
Ⓐ 1904
Ⓑ 1910
Ⓒ 1908
Ⓓ 1902
Ans : (C)
11. ভারতীয় সীমানার উত্তরতম পয়েন্টটি হলো -
Ⓐ ইন্দিরা কল
Ⓑ ইন্দিরা পয়েন্ট
Ⓒ কিবিথু
Ⓓ গুহার মতি
Ans : (A)
12. সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ ওড়িশা
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ ঝাড়খন্ড
Ans : (B)
13. শ্রীসাইলাম বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ তাপ্তি
Ⓑ মঞ্জিরা
Ⓒ কৃষ্ণা
Ⓓ বিয়াস
Ans : (C)
14. চান্দলি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ উত্তরাখন্ড
Ⓓ সিকিম
Ans : (B)
15. বারা লাছা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ জম্মু-কাশ্মীর
Ⓒ হিমাচল প্রদেশ
Ⓓ আসাম
Ans : (C)
16. অস্টিগমাটিসম সংশোধনের করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় ?
Ⓐ উত্তল লেন্স
Ⓑ অবতল লেন্স
Ⓒ সিলিনড্রিক্যাল লেন্স
Ⓓ বাই ফোকাল লেন্স
Ans : (C)
17. BCG কথাটির পূর্ণ রূপ কি ?
Ⓐ Bacillus Calmette Guerin
Ⓑ Bacillus Chlorine Guerin
Ⓒ Bacillus Cough Guerin
Ⓓ Bacillus Cadmium Guerin
Ans : (A)
18. প্রাণী ও উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হলো -
Ⓐ অ্যামিবা
Ⓑ ইউগ্লিনা
Ⓒ প্লাসমোডিয়াম
Ⓓ প্যারামেসিয়াম
Ans : (B)
19. নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্থিতি শক্তি হ্রাস পায় ?
Ⓐ একটি স্প্রিং-কে সংকুচিত করলে
Ⓑ একটি স্প্রিং-কে প্রসারিত করলে
Ⓒ অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরে তোলা হলে
Ⓓ যখন কোনো বস্তু বিনা বাধায় নিচে পড়ে
Ans : (D)
20. দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্য নেওয়া হয় ?
Ⓐ অভিকেন্দ্র বল
Ⓑ অপকেন্দ্র বল
Ⓒ ইমপ্যাক্ট বল
Ⓓ অভিকর্ষজ বল
Ans : (B)
21. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
Ⓐ এরোপ্লেন
Ⓑ সুপারসনিক শব্দ
Ⓒ জাহাজের গতি
Ⓓ বুলেট ট্রেনের বেগ
Ans : (C)
22. বায়ুমন্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক উপস্থিত তা হলো -
Ⓐ হিলিয়াম
Ⓑ নিয়ন
Ⓒ আর্গন
Ⓓ জেনন
Ans : (C)
23. ভারতীয় সংবিধানের কোন তফসিলে অ্যান্টি-ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে ?
Ⓐ দ্বিতীয় তফসিল
Ⓑ দশম তফসিল
Ⓒ তৃতীয় তফসিল
Ⓓচতুর্থ তফসিল
Ans : (B)
24. সংবিধানের কোন ধারায় অর্থবিলের উল্লেখ আছে ?
Ⓐ আর্টিকেল - 110
Ⓑ আর্টিকেল - 76
Ⓒ আর্টিকেল - 112
Ⓓ আর্টিকেল - 64
Ans : (A)
25. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজনা নামে পরিচিত ?
Ⓐ প্রথম
Ⓑ চতুর্থ
Ⓒ দ্বিতীয়
Ⓓ তৃতীয়
Ans : (D)
এটি 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল।
পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ডি আর গাডগিলের নামানুসারে এটিকে 'গডগিল যোজনা'ও বলা হয় ।
এই পরিকল্পনার লক্ষ্য ছিল অর্থনীতিকে স্বাধীন করা।
কৃষি এবং গম উৎপাদনের উন্নতির উপর জোর দেওয়া হয়েছিল।
26. কোলাট্টাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ আসাম
Ⓒ সিকিম
Ⓓ গুজরাট
Ans : (A)
27. কতগুলি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয় ?
Ⓐ 6 টি
Ⓑ 5 টি
Ⓒ 7 টি
Ⓓ 8 টি
Ans : (A)
বিভাগ - পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি
28. 'Unaccustomed Earth' বইটির লেখক কে ?
Ⓐ নাসুরুদ্দিন শাহ
Ⓑ সুনীল গাভাস্কার
Ⓒ মেরি কম
Ⓓ ঝুম্পা লাহিড়ী
Ans : (D)
29. অমৃত দিওয়ান কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ এথলেটিক্স
Ⓑ বাস্কেটবল
Ⓒ বিলিয়ার্ড
Ⓓ ব্যাডমিন্টন
Ans : (D)
30. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ প্যারিস
Ⓑ নাইরবি
Ⓒ জেনেভা
Ⓓ নিউইয়র্ক
Ans : (D)