আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 96 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 96 (MCQ)

***********************


1. নিম্নলিখিতদের মধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্থাপন করেছিলেন ?
Ⓐ রাজা এস সি মালিক
Ⓑ সতীশ চন্দ্র মুখার্জী 
Ⓒ অরবিন্দ ঘোষ
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর

Ans : (B)

15th Aug, 1906 Founded

2. ভারতে মুসলিমদের আধুনিকীকরণ কে শুরু করেছিলেন ?
Ⓐ স্যার সৈয়দ আহমেদ খান 
Ⓑ আব্দুল লতিফ
Ⓒ মনিউল হক
Ⓓ মোহাম্মদ আকবর

Ans : (A)

1875 - মহামেডান অ্যাঙলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করে, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়
1888 সালে তিনি নাইটহুড উপাধি পান

3. ভারতে উনিশ শতকের নবজাগরণের পথিকৃৎ কে ছিলেন ?
Ⓐ রাজা রামমোহন রায় *
Ⓑ রাজা রাধকান্ত দেব
Ⓒ কেশব চন্দ্র দাস
Ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans : (A)

4. তুমাইন (Tumain) প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি ?
Ⓐ প্রথম কুমারগুপ্ত 
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (A)

5. ন্যায় ভাষ্য - কার লেখা ?
Ⓐ ঈশ্বর কৃষ্ণ
Ⓑ বাৎস্যায়ন 

Ⓒ দন্ডিন
Ⓓ বিষ্ণু শর্মা

Ans : (B)

6. সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে আমরা নিম্নের কোন শাসকের কথা জানতে পারি ?
Ⓐ দ্বিতীয় মহিপাল
Ⓑ প্রথম মহিপাল
Ⓒ দেবপাল
Ⓓ রামপাল 

Ans : (D)

7. কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন ?
Ⓐ আকবর
Ⓑ মুহাম্মদ বিন তুঘলক 
Ⓒ ইলতুতমিস
Ⓓ আলাউদ্দিন খলজী

Ans : (B)

8. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন ?
Ⓐ চাণক্য 
Ⓑ নানা ফোড়ণবিষ
Ⓒ আবুল ফজল
Ⓓ আলিবর্দী খান

Ans : (A)

9. শ্রী চৈতন্যদেব কার সময়ে অধিক মাত্রায় জনপ্রিয়তা লাভ করেছিলেন ?
Ⓐ রবিন শাহ
Ⓑ রাজা গণেশ
Ⓒ নুসরত শাহ 
Ⓓ নাসিরউদ্দিন শাহ

Ans : (C)

10. কোন মুঘল সম্রাট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন ?
Ⓐ দ্বিতীয় বাহাদুর শাহ
Ⓑ দ্বিতীয় শাহ আলম 
Ⓒ ফারুখশিয়ার
Ⓓ জাহান্দার শাহ

Ans : (B)

11. ভারতের কোথায় 'slash and burn' কৃষিকাজটি 'Kuruwa' নামে পরিচিত ?
Ⓐ ওড়িশা রাজ্যে
Ⓑ পশ্চিম ঘাট
Ⓒ ঝাড়খন্ড রাজ্য 
Ⓓ হিমালয় পর্বতশ্রেণী

Ans : (C)

12. 2011 সালের জনগণনা অনুযায়ী, ভারতে পুরুষ সাক্ষরতার হার হলো -
Ⓐ 74.04%
Ⓑ 80.02%
Ⓒ 81.03%
Ⓓ 82.14% 

Ans : (D)

এমনিতে Literacy Rate - 74.04%
Female - 65.46%
Highest Literacy - Kerala 94%
Lowest Bihar - 47%
2011 - 15th Census

13. সূর্যের একবারে বাইরের স্তরটিকে কি বলা হয় ?
Ⓐ ক্রোমোস্ফিয়ার
Ⓑ ফটোস্ফিয়ার
Ⓒ রেডিওএক্টিভ জোন
Ⓓ কোরোনা 

Ans : (D)

14. নিরক্ষরেখা কোন দেশের মধ্যে দিয়ে যায় নি ?
Ⓐ কেনিয়া
Ⓑ মেক্সিকো 
Ⓒ ইন্দোনেশিয়া
Ⓓ ব্রাজিল

Ans : (B)

এটি 13 টি দেশের মধ্যে দিয়ে গেছে Ecquador, Colombia, Brazil, Sao Tome & Principe, Gabon, Republic of the Congo, Democratic Republic of the Congo, Uganda, Kenya, Somalia, Maldives, Indonesia and Kiribati

15. চম্বল নদীর উপর অবস্থিত চুলিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ গুজরাট
Ⓒ রাজস্থান 
Ⓓ মধ্যপ্রদেশ

Ans : (C)

16. ফটোগ্রাফিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
Ⓐ সোডিয়াম বাইকার্বনেট
Ⓑ সোডিয়াম থায়োসালফেট 
Ⓒ সোডিয়াম হাইড্রোক্সাইড
Ⓓ সোডিয়াম সালফেট

Ans : (B)

Formula  - Na2S2O3. xH2O
normally pentahydrate ব্যবহার হয় তাই x =5

17. বাদাম, সবজি তেল এবং মাছ হলো ______ এর উত্তম উৎস ?
Ⓐ কার্বোহাইড্রেট
Ⓑ খনিজ
Ⓒ ফ্যাট 
Ⓓ প্রোটিন

Ans : (C)

18. নিম্নের কোন রাশির একক হলো অ্যাঙষ্ট্রম ?
Ⓐ শক্তি
Ⓑ তড়িৎ
Ⓒ তরঙ্গদৈর্ঘ্য 
Ⓓ কম্পাঙ্ক

Ans : (সি)

এর মান = 10^(-10) m

19. সাধারণত হাইড্রোক্লোরিক এসিডের ক্রিয়ার হাত থেকে পাকস্থলীর অন্ত:স্তরকে রক্ষা করে -
Ⓐ ভিলাই
Ⓑ মিউকাস 
Ⓒ স্যালিভা
Ⓓ পাচক রস

Ans : (B)

20. যে ভিটামিনের ক্রিয়াশীলতার জন্য কোবাল্ট এর প্রয়োজন হয়, সেই ভিটামিনটি হল -
Ⓐ ভিটামিন B12 
Ⓑ ভিটামিন D
Ⓒ ভিটামিন B2
Ⓓ ভিটামিন A

Ans : (A)

21. কাঁদানে গ্যাসের অন্যতম উপাদান হলো -
Ⓐ ইথেন
Ⓑ ইথানল
Ⓒ ইথার
Ⓓ ক্লোরোপিক্রিন 

Ans : (D)

Chloroacetophenone C10H5CIN2a

22. পারমানবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে যে আইসোটোপটি ব্যবহৃত হয় তা হলো -
Ⓐ U - 235 
Ⓑ U - 238
Ⓒ U - 234
Ⓓ U - 236

Ans : (A)

92 U 235 + 0 n 1 => 56 Ba 141 + 36 Kr 92 + 3 0 n 1

Barium & Krypton

23. 'Pandvani' কোন রাজ্যের একটি প্রধান লোকনৃত্য ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ ছত্তিশগড় 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরপ্রদেশ

Ans : (B)

24. নিম্নের কোন তারিখে জাতীয় কৃষক দিবস পালন করা হয় ?
Ⓐ 23 শে ডিসেম্বর 

Ⓑ 13 ই ডিসেম্বর
Ⓒ 20 ই ডিসেম্বর
Ⓓ 12 ই ডিসেম্বর

Ans : (A)

25. আম্বেদকরের মতে, ভারতীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ ধারা কোনটি ?
Ⓐ আর্টিকেল - 21
Ⓑ আর্টিকেল - 24
Ⓒ আর্টিকেল - 32 
Ⓓ আর্টিকেল - 256

Ans : (C)

It provides right to constitutional remedies
এটাকে 'heart and soul of the Constitution' ও বলা হয়

26. নিম্নলিখিতদের মধ্যে প্রথম কে ড: শান্তি স্বরূপ ভাটনগর সম্মান পান ?
Ⓐ সি ভি রমন
Ⓑ এস চন্দ্রশেখর
Ⓒ কে এস কৃষ্ণন 
Ⓓ এম এন সাহা

Ans : (C)

1958 সালে এটি প্রথম বার দেওয়া হয়

27. নিম্নের কোন কন্ঠ সঙ্গীত পাঞ্জাব রাজ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয় ?
Ⓐ গজল
Ⓑ টপ্পা 
Ⓒ কাওয়ালি
Ⓓ ভজন

Ans : (B)

28. নিম্নলিখিত কোন স্কীমের মাধ্যমে 2024 সালের মধ্যে প্রত্যেকটি গ্রামের বাড়িতে ট্যাপ কল সংযোগের অঙ্গীকার করেছে ভারত সরকার ?
Ⓐ জল শক্তি অভিযান
Ⓑ জল ক্রান্তি অভিযান
Ⓒ জল জীবন মিশন 
Ⓓ অটল ভুজল যোজনা

Ans : (C)

29. মাদাগাস্কার কোন মহাসাগরের বুকে অবস্থিত ?
Ⓐ ভারত 
Ⓑ আটলান্টিক
Ⓒ প্রশান্ত
Ⓓ আর্কটিক

Ans : (A)

30. ক্রীড়াক্ষেত্রে অসামান্য পারফরম্যান্স এর জন্য যে পুরস্কার দেওয়া তা হল -
Ⓐ ভারত রত্ন
Ⓑ অর্জুন পুরস্কার 
Ⓒ দ্রোনাচার্য পুরস্কার
Ⓓ পদ্মশ্রী আওয়ার্ড

Ans : (B)