আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 95 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 95 (MCQ)

***********************



1. নিম্নের কোন তারিখে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন ? 
Ⓐ 9 ই জানুয়ারি, 1915 
Ⓑ 7 ই জানুয়ারি, 1915
Ⓒ 9 ই মার্চ, 1915
Ⓓ 15 ই আগস্ট, 1915

Ans : (A)

এটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়
দক্ষিন আফ্রিকায় যান - 1893 

2. গদর পার্টি কোন সালে গঠিত হয় ? 
Ⓐ 1915
Ⓑ 1913 
Ⓒ 1914
Ⓓ 1919

Ans : (B)

অর্থ - বিপ্লব (Revolt)
Founded - Sohan Singh Bhakna and Lala Hardayal
 
3. কত সালে এবং কে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের সভাপতিত্ব করেন ? 
Ⓐ 1932, জওহরলাল নেহেরু
Ⓑ 1930, আবুল কালাম আজাদ
Ⓒ 1931, সর্দার বল্লভভাই প্যাটেল 
Ⓓ 1885, উমেশচন্দ্র ব্যানার্জী

Ans : (C)

4. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ? 
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ হজরত মহম্মদ
Ⓒ মহাবীর 
Ⓓ গুরু নানক 

Ans : (C)

অহিংসা, মিথ্যা না বলা, চুরি না করা অচৌর্য, পরদ্রব্য গ্রহণ না করা - অপরিগ্রহ

5. নিম্নের কোনটির প্রস্তাবে গণ পরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ? 
Ⓐ সাইমন কমিশন
Ⓑ ক্রিপস মিশন
Ⓒ ক্যাবিনেট মিশন পরিকল্পনা 
Ⓓ ওয়াভেল পরকল্পনা 

Ans : (C)

February, 1946
Mussion এ Three cabinet members - Pethick Lawrence, Stafford Cripps and A V Alexander

6. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নবরত্নদের মধ্যে অন্যতম খপনক কিসে পারদর্শী ছিলেন 
Ⓐ নাটক
Ⓑ স্থাপত্য
Ⓒ সঙ্গীত
Ⓓ জ্যোতিষশাস্ত্র 

Ans : (D)

7. বিরূপাক্ষ মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক নির্মাণ করেন ? 
Ⓐ দ্বিতীয় দেবরায় 
Ⓑ হরিহর
Ⓒ দ্বিতীয় বুক্কা
Ⓓ বিরূপাক্ষ রায়

Ans : (A)

তিনি ছিলেন সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক

8. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ? 
Ⓐ আব্দুল গফ্ফার খান 
Ⓑ লিয়াকত আলী
Ⓒ মহম্মদ আলী জিন্না
Ⓓ স্যার সৈয়দ আহমেদ খান 

Ans : (D)

9. 1857 সালের মহাবিদ্রোহকে কে 'A National Rising' বলেছিলেন ? 
Ⓐ বেঞ্জামিন ডিসরেইলি 
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ স্যার হিউজ রোজ
Ⓓ অশ্বিনীকুমার দত্ত 

Ans : (A)

10. কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন ? 
Ⓐ হর্শঙ্ক
Ⓑ রথ-ভোজক
Ⓒ সাতবাহন
Ⓓ মহামেঘবাহন 

Ans : (D)

11. পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ 
Ⓒ বিহার
Ⓓ কর্ণাটক

Ans : (B)

12. কেন-বেতোয়া খালটি কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? 
Ⓐ কনহা জাতীয় উদ্যান
Ⓑ পান্না জাতীয় উদ্যান 
Ⓒ পেঞ্চ জাতীয় উদ্যান
Ⓓ বান্ধবগড় জাতীয় উদ্যান 

Ans : (B)

13. ওড়িশায় অবস্থিত নিম্নের কোন স্থানটি লৌহ আকরিকের জন্য বিখ্যাত ?
Ⓐ ময়ূরভঞ্জ জেলা
Ⓑ কেন্দুঝার জেলা
Ⓒ ময়ূরভঞ্জ এবং কেন্দুঝার উভয় জেলা 
Ⓓ কোরাপুট জেলা

Ans : (C)

14. ভারতীয় সীমানার পূর্বতম বিন্দুটি হলো -
Ⓐ ইন্দিরা কল
Ⓑ ইন্দিরা পয়েন্ট
Ⓒ কিবিথু 
Ⓓ গুহার মতি

Ans : (C)

15. নিম্নের কোন গিরিপথকে ব্লিজার্ড এর গিরিপথ বলা হয় ? 
Ⓐ বমডিলা
Ⓑ নাথুলা
Ⓒ যোজিলা 
Ⓓ আঘিল

Ans : (C)

16. ব্রেনের গঠনগত ও কার্যগত একক হলো -
Ⓐ নিউরোন 
Ⓑ নেফ্রন
Ⓒ ভিরিয়ন
Ⓓ সাইটন 

Ans : (A)

17. ভোটের সময় যে কালি হাতে লাগিয়ে দেওয়া হয় সেটি হলো আসলে - 
Ⓐ সোডিয়াম ক্লোরাইড
Ⓑ সিলভার ক্লোরাইড
Ⓒ সিলভার নাইট্রেট 
Ⓓ সিলভার আয়োডাইড

Ans : (C)

18. দুধের pH এর মাত্রা হলো - 
Ⓐ 2.4
Ⓑ 3.8
Ⓒ 6.6 
Ⓓ 8.0

Ans : (C)

19. কোন ধরনের অ্যালাম জল পরিশোধনের কাজে লাগে ? 
Ⓐ পটাশ অ্যালাম 
Ⓑ ফেরিক অ্যালাম
Ⓒ এমোনিয়াম অ্যালাম
Ⓓ ক্রোম অ্যালাম

Ans : (A)

20. গুল্ম এবং বৃক্ষের বৈজ্ঞানিক চর্চাকে কি বলা হয় ? 
Ⓐ সিটেলোলজি
Ⓑ ডেন্ড্রলজি 
Ⓒ সাইটোলজি
Ⓓ হেলমিনথোলজি

Ans : (B)

21. ₈O¹⁷ এর নিউক্লিয়াসে কতগুলি প্রোটন ও নিউট্রন আছে ?
Ⓐ যথাক্রমে 7, 8
Ⓑ যথাক্রমে 17, 8
Ⓒ যথাক্রমে 8, 17
Ⓓ যথাক্রমে 8, 9 

Ans : (D)

22. নিম্নের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ?
Ⓐ ইথিন 
Ⓑ প্রোপেন
Ⓒ বিউটেন
Ⓓ পেন্টেন 

Ans : (A)

23. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে উল্লেখ রয়েছে ? 
Ⓐ ধারা - 110
Ⓑ ধারা - 108 
Ⓒ ধারা - 280
Ⓓ ধারা - 370

Ans : (B)

24. ল্যাম্পের পলতে দিয়ে তেল উঠে আসে কি কারণে ? 
Ⓐ চাপের পার্থক্যের জন্য
Ⓑ ক্যাপিলারি অ্যাকশন 
Ⓒ তেলের সান্দ্রতা
Ⓓ অভিকর্ষীয় বল 

Ans : (B)

25. ভারতের।মুদ্রাস্ফীতি মাপা হয় - 
Ⓐ হোলসেল প্রাইস ইনডেক্স দ্বারা
Ⓑ কনজিউমার প্রাইস ইনডেক্স দ্বারা 
Ⓒ BSE প্রাইস ইনডেক্স দ্বারা
Ⓓ ন্যাশনাল ইনকাম দ্বারা 

Ans : (B)

26. 'ব্যাক হ্যান্ড' কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত ? 
Ⓐ বাস্কেটবল
Ⓑ পোলো
Ⓒ ব্যাডমিন্টন 
Ⓓ স্নুকার 

Ans : (C)

27. গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয় ?
Ⓐ ক্রিকেট
Ⓑ হকি
Ⓒ টেনিস
Ⓓ ফুটবল 

Ans : (D)

28. 'India at Risk' নামক বইটি কে লিখেছেন ? 
Ⓐ চেতন ভগত
Ⓑ যশবন্ত সিং 
Ⓒ গৌতম চিন্তামনি
Ⓓ বিনোদ রায় 

Ans : (B)

29. তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল ? 
Ⓐ চিদাম্বরম কমিটি
Ⓑ শ্রীকৃষ্ণ কমিটি 
Ⓒ দুগ্গল কমিটি
Ⓓ অশোক মেহতা কমিয়ে

Ans : (B)

রাজ্য গঠন - 2 June, 2014

30. প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন তারিখে পালিত হয় ?
Ⓐ 4 ই ফেব্রুয়ারি
Ⓑ 24 শে মার্চ 
Ⓒ 21 শে মার্চ
Ⓓ 27 শে মার্চ

Ans : (B)