আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 94 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 94 (MCQ)

***********************


1. নিম্নলিখিতদের মধ্যে কে দোকানি মুদ্রার প্রচলন করেন ?
Ⓐ বলবন
Ⓑ ইলতুতমিস
Ⓒ রাজিয়া
Ⓓ মহম্মদ বিন তুঘলক 

Ans : (D)

1325 থেকে 1351 পর্যন্ত মুহাম্মদ রাজবংশের শাসক ও দিল্লির সুলতান ছিলেন
1325 সালে বাবা গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু হলে তিনি সিংহাসনে বসেন

2. কোন সালে মহম্মদ-বিন-কাসিম সিন্ধু জয় করেন ?
Ⓐ 712 AD 
Ⓑ 715 AD
Ⓒ 718 AD
Ⓓ 721 AD

Ans : (A)

3. নিম্নের কে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন ?
Ⓐ নিকলো কন্টি
Ⓑ ফ্রানকইস বার্নিয়ার
Ⓒ স্যার থমাস রো 
Ⓓ নিকিটিন

Ans : (C)

4. ভাস্কো-ডা-গামা কোন সালে ভারতে এসেছিলেন ?
Ⓐ 1498 AD 
Ⓑ 1409 AD
Ⓒ 1496 AD
Ⓓ 1492 AD

Ans : (A)

5. অহিংসা আন্দোলনের সময় গান্ধীজির প্রধান প্রতীক কি ছিল ?
Ⓐ তার চশমা
Ⓑ তার চরকা 
Ⓒ তার লাঠি
Ⓓ তার টুপি

Ans : (B)

6. 23 শে নভেম্বর 1919 সালে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সর সভাপতি পদে কাকে নির্বাচিত করা হয় ?
Ⓐ মহাত্মা গান্ধী 
Ⓑ সুভাষচন্দ্র বসু
Ⓒ চিত্তরঞ্জন দাস
Ⓓ মতিলাল নেহেরু

Ans : (A)

7. লর্ড আড়ুইনের পর নিম্নের কে ভারতের ভাইসরয় হন ?
Ⓐ লর্ড ওয়াভেল
Ⓑ লর্ড রিডিং
Ⓒ লর্ড উইলিংটন 
Ⓓ লর্ড লিনলিথগো

Ans : (C)

1931 - 1936 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন

8. আলিপুর ষড়যন্ত্র মামলায় শ্রী অরবিন্দ এর হয়ে কে লড়েছিলেন ?
Ⓐ বিপিন চন্দ্র পাল
Ⓑ সি আর দাস 
Ⓒ জি কে গোখেল
Ⓓ মতিলাল নেহেরু

Ans : (B)

9. মুসলিম লীগ কোন তারিখটিকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে ?
Ⓐ 3 রা সেপ্টেম্বর, 1946
Ⓑ 16 ই আগস্ট, 1946 
Ⓒ 16 ই মে, 1946
Ⓓ 4 ই ডিসেম্বর, 1946

Ans : (B)

10. ফরাসিদের সাথে নিম্নের কে যুক্ত ছিলেন ?
Ⓐ হায়দার আলী
Ⓑ সফদর জং
Ⓒ মির কাসিম
Ⓓ টিপু সুলতান 

Ans : (D)

11. নিম্নলিখিত কোন সিস্টেমে সবথেকে ভালো প্রকৃতির কয়লা পাওয়া যায় ?
Ⓐ বিন্ধ্য সিস্টেম
Ⓑ কুদ্দপা সিস্টেম
Ⓒ গন্ডয়ানা সিস্টেম 
Ⓓ ধারওয়ার সিস্টেম

Ans : (C)

12. নিম্নলিখিত কোন রাজ্য সর্বোচ্চ সংখ্যক রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে ?
Ⓐ কর্ণাটক
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ 
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (C)

13. নিম্নলিখিত কোন প্রকল্পটি রৌরকেল্লা স্টিল প্লান্টে বিদ্যুৎ সরবরাহ করে ?
Ⓐ দামোদর ভ্যালি প্রজেক্ট
Ⓑ হীরাকুন্দ বাঁধ প্রকল্প 
Ⓒ তুঙ্গভদ্রা প্রজেক্ট
Ⓓ নাগার্জুন প্রজেক্ট

Ans : (B)

14. নিম্নের কোন রাজ্যে জাতীয় সড়কের দীর্ঘতম নেটওয়ার্ক রয়েছে ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ রাজস্থান
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরপ্রদেশ 

Ans : (D)

15. সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ 
Ⓑ গুজরাট
Ⓒ হরিয়ানা
Ⓓ পাঞ্জাব

Ans : (A)

16. নদীয়ার কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ কোপাই
Ⓑ জলঙ্গি 
Ⓒ কালজানি
Ⓓ দামোদর

Ans : (B)

17. সংযোগকলাগুলির মধ্যে নিম্নের কোনটি হাড় এবং হাড়ের মধ্যে সংযোগস্থাপন করে ?
Ⓐ লিগামেন্ট 
Ⓑ টেন্ডন
Ⓒ রেকটিকুলার ফাইবার
Ⓓ রাফে

Ans : (A)

18. ছত্রাক কোশ প্রাচীরে নিম্নের কোনটি উপস্থিত ?
Ⓐ হেমিসেলুলোজ
Ⓑ সেলুলোজ
Ⓒ চিটিন 
Ⓓ পেকটিন

Ans : (C)

19. উদ্ভিদরা গ্লুকোজ কোন রূপে জমিয়ে রাখে ?
Ⓐ মনোস্যাকারাইড
Ⓑ সেলুলোজ
Ⓒ স্টার্চ 
Ⓓ গ্লাইকোজেন

Ans : (C)

20. কোলেস্টেরল হলো একটি -
Ⓐ সম্পৃক্ত ফ্যাট
Ⓑ অসম্পৃক্ত ফ্যাট
Ⓒ স্টেরয়েড 
Ⓓ ডাইগ্লিসারাইড

Ans : (C)

21. চোখ ধোওয়ার ওষুধ হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করা হয় ?
Ⓐ অ্যামোনিয়া
Ⓑ নাইট্রিক এসিড
Ⓒ সিলিকা
Ⓓ বোরিক এসিড 

Ans : (D)

সঙ্কেত - H3BO3

22. নিম্নের কোনটি একটি খনিজ এসিড নয় ?
Ⓐ অ্যাসেটিক এসিড 
Ⓑ কার্বনিক এসিড
Ⓒ নাইট্রিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড

Ans : (A)

23. কততম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও স্লোগানটি গৃহীত হয় ?
Ⓐ তৃতীয়
Ⓑ চতুর্থ
Ⓒ পঞ্চম 
Ⓓ ষষ্ঠ

Ans : (C)

1974 - 1978
ficus - employment, poverty alleviation and justice
1978 - Moraraji Desai এটি reject করেন

24. নিম্নের কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না ?
Ⓐ CPR
Ⓑ SLR
Ⓒ রেপো রেট
Ⓓ প্রাইম লেন্ডিং রেট 

Ans : (D)

25. প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যিনি বিদেশের মাটিতে মারা যান তিনি হলেন -
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ গুলজারিলাল নন্দ
Ⓒ ইন্দিরা গান্ধী
Ⓓ লাল বাহাদুর শাস্ত্রী 

Ans : (D)

26. ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ দুবাই 
Ⓑ লন্ডন
Ⓒ লুসান
Ⓓ ভিয়েনা

Ans : (A)

27. চারমিনার ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ এয়ার রেসিং
Ⓑ ব্যাডমিন্টন
Ⓒ ফুটবল
Ⓓ অ্যাথলেটিক্স 

Ans : (D)

28. রঙ্গালি বিহু উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় ?
Ⓐ মণিপুর
Ⓑ কর্ণাটক
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ অসম 

Ans : (D)

29. নিখিল ব্যানার্জী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ?
Ⓐ সেতার 
Ⓑ সরোদ
Ⓒ সারেঙ্গি
Ⓓ তবলা

Ans : (A)

30. পান্ডব গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি ?
Ⓐ সুনীল গঙ্গোপাধ্যায়
Ⓑ শিবরাম চক্রবর্তী
Ⓒ সুকুমার রায়
Ⓓ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 

Ans : (D)