আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 92 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 92 (MCQ)
***********************
1. নিম্নের কে 'ইয়ং ইন্ডিয়া' এবং 'হরিজন' পত্রিকার এডিটর ছিলেন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ বি আর আম্বেদকর
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ সুভাষচন্দ্র বসু
Ans : (C)
■ ইয়ং ইন্ডিয়া 1919 থেকে 1931 সাল পর্যন্ত মোহনদাস করমচাঁদ গান্ধী দ্বারা প্রকাশিত ইংরেজিতে একটি সাপ্তাহিক পত্রিকা বা জার্নাল ছিল
■ তিনি ব্রিটিশ শাসনকালে ইয়ারওয়াদা কারাগার থেকে 1933 সালের 11ই ফেব্রুয়ারি হরিজন নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ শুরু করেছিলেন
2. নিম্নের কে স্বীকার করেছিলেন 1857 এর বিদ্রোহটি ছিল একটি জাতীয় বিদ্রোহ ?
Ⓐ লর্ড ডালহৌসি
Ⓑ লর্ড ক্যানিং
Ⓒ লর্ড এলেনবরগ
Ⓓ বেঞ্জামিন ডিসরায়েলি
Ans : (D)
3. 'Back to Vedas' উক্তিটি কার ?
Ⓐ স্বামী বিবেকানন্দ
Ⓑ স্বামী দয়ানন্দ সরস্বতী
Ⓒ অরবিন্দ ঘোষ
Ⓓ রাজা রামমোহন রায়
Ans : (B)
■ 1875 সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন
4. কোন ইউরোপীয় শক্তির কাছ থেকে শিবাজী কামান এবং অস্ত্র নিয়েছিল ?
Ⓐ ফ্রেঞ্চ
Ⓑ পর্তুগীজ
Ⓒ ডাচ
Ⓓ ইংলিশ
Ans : (B)
5. ডকট্রিন অফ ল্যাপ্স এর সাথে নিম্নের কোন গভর্নর জেনারেল যুক্ত ছিলেন ?
Ⓐ লর্ড রিপন
Ⓑ লর্ড ডালহৌসি
Ⓒ লর্ড বেন্টিঙ্ক
Ⓓ লর্ড কার্জন
Ans : (B)
■ ডকট্রিন অফ ল্যাপস অনুসারে, যদি কোনও ভারতীয় শাসক কোনও পুরুষ উত্তরাধিকারী না রেখে মারা যান, তবে তার রাজ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশদের হাতে চলে যেতে হবে
■ লর্ড ডালহৌসি যখন 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত ভারতের গভর্নর-জেনারেল ছিলেন তখন দ্য ডকট্রিন অফ ল্যাপ্স ছিল একটি সংযুক্তি নীতি
■ এটি ব্রিটিশ প্যারামাউন্টসি সম্প্রসারণের জন্য একটি প্রশাসনিক নীতি হিসাবে ব্যবহৃত হয়েছিল।
6. নিম্নলিখিত কোন সাধু অশোককে প্রভাবিত করেছিল বৌদ্ধধর্ম গ্রহন করার জন্য ?
Ⓐ বিষ্ণু গুপ্ত
Ⓑ উপগুপ্ত
Ⓒ ব্রহ্ম গুপ্ত
Ⓓ বৃহদ্রথ
Ans : (B)
7. হরপ্পা শহরের কোন অংশটি সিটাডেল নামে পরিচিত ছিল ?
Ⓐ উত্তর
Ⓑ পূর্ব
Ⓒ পশ্চিম
Ⓓ দক্ষিণ
Ans : (B)
8. নিম্নের কে লোদী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ?
Ⓐ ইব্রাহিম লোদী
Ⓑ সিকান্দার লোদী
Ⓒ বহলুল লোদী
Ⓓ খিজির খান
Ans : (C)
■ 1451 থেকে 1526 সাল পর্যন্ত উত্তর ভারত ও পাঞ্জাবের অংশবিশেষ ও বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লোদি রাজবংশের শাসন ছিল
9. নিম্নের কোন রাজা হর্ষবর্ধন কে পরাজিত করেন ?
Ⓐ প্রভাকরবর্ধন
Ⓑ দ্বিতীয় পুলকেশী
Ⓒ নরসিংহবর্মা পল্লব
Ⓓ শশাঙ্ক
Ans : (B)
■ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী 618 খ্রীস্টাব্দে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন
■ তিনি নিজেকে দক্ষিণের 'সর্বজনীন প্রভু' হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন
10. নিম্নলিখিতদের মধ্যে কে শিক্ষাগত দিক থেকে অশিক্ষিত ছিলেন ?
Ⓐ জাহাঙ্গীর
Ⓑ শাহজাহান
Ⓒ আকবর
Ⓓ ঔরঙ্গজেব
Ans : (C)
11. 2011 এর সেনসাস অনুসারে, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যটি হলো -
Ⓐ মিজোরাম
Ⓑ গোয়া
Ⓒ সিকিম
Ⓓ পাঞ্জাব
Ans : (C)
12. নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পতিত হয়েছে ?
Ⓐ মহানদী
Ⓑ কৃষ্ণা
Ⓒ নর্মদা
Ⓓ গঙ্গা
Ans : (C)
13. নিম্নের কোনটিকে 'ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া' বলা হয় ?
Ⓐ পশ্চিমঘাট
Ⓑ পূর্বঘাট
Ⓒ পশ্চিম হিমালয়
Ⓓ পূর্ব হিমালয়
Ans : (A)
14. নিম্নের কোন রাজ্য নর্মদা নদী উপত্যকা গঠন করে না ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ রাজস্থান
Ⓒ গুজরাট
Ⓓ মহারাষ্ট্র
Ans : (B)
15. ভারতীয় প্রমাণ সময় নিম্নের কোনটিকে নির্দেশ করে ?
Ⓐ 75.5° E
Ⓑ 82.5° E
Ⓒ 90.5° E
Ⓓ 88.5° E
Ans : (B)
16. যে সিসমিক সমুদ্র তরঙ্গ অনেক বেশি শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়ে তাদেরকে কি বলা হয় ?
Ⓐ জোয়ার
Ⓑ সুনামি
Ⓒ স্রোত
Ⓓ সাইক্লোন
Ans : (B)
17. কুড়ি বিন্দু এমন একটি তাপমাত্রা যেখানে -
Ⓐ পদার্থ তেজস্ক্রিয় হয়ে পড়ে
Ⓑ ধাতু নিজের চুম্বকত্ব ধর্ম হারায়
Ⓒ ধাতু পরিবহন ক্ষমতা হারায়
Ⓓ ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হয়
Ans : (B)
18. পক্ষী বিষয়ক পড়াশোনা করা হয় যে শাখায় তাকে কি বলা হয় ?
Ⓐ লিমনোলজি
Ⓑ হার্পেটোলজি
Ⓒ ম্যালাকোলজি
Ⓓ অর্নিথোলজি
Ans : (D)
19. শরীরের থার্মোস্ট্যাট ধারণ করে নিম্নের কোন গ্ল্যান্ড ?
Ⓐ পিনিয়াল
Ⓑ পিটুইটারি
Ⓒ থাইরয়েড
Ⓓ হাইপোথ্যালামাস
Ans : (D)
■ হাইপোথ্যালামাস মস্তিষ্কে থ্যালামাসের নীচে অবস্থিত। হাইপোথ্যালামাস থেকে প্রাপ্ত হরমোনগুলি শারীরবৃত্তীয় কার্যগুলি পরিচালনা করে যেমন তাপমাত্রা, তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, মেজাজ এবং শরীরের মধ্যে অন্যান্য হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে
20. টাইফয়েড জ্বরটির জন্য নিম্নের কিন্তু দায়ী ?
Ⓐ ভাইরাস
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ ছত্রাক
Ⓓ অ্যালার্জি
Ans : (B)
■ টাইফয়েড একটি জলবাহিত মারাত্মক রোগ যা দুই ধরনের জীবাণুর সংক্রমণে এই রোগ হয়ে থাকে, (1)'সালমোনেলা টাইফি' এবং (2) 'সালমোনেলা প্যারাটাইফি'
21. নিম্নের কোন রোগটি নির্ণয়ের জন্য এলিসা (ELISA) টেস্ট করা হয় ?
Ⓐ পোলিও ভাইরাস
Ⓑ এইডস অ্যান্টিবডি
Ⓒ টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াম
Ⓓ ক্যানসার
Ans : (B)
22. নিম্নের কোনটি একটি সেক্স-হরমোন ?
Ⓐ ইস্ট্রোজেন
Ⓑ অ্যান্ড্রজেন
Ⓒ অক্সিটোসিন
Ⓓ ইনসুলিন
Ans : (A)
■ মহিলাদের প্রজননতন্ত্র, মূত্রনালী, রক্তনালী, হাড়, ত্বক এবং স্তনের একাধিক কার্যকারিতায় প্রভাব রয়েছে এই ইস্ট্রোজেন হরমোনের
23. সংবিধানের কোন ধারায় উপাধি বা খেতাব ব্যবহার তুলে নেওয়ার কথা বলা হয়েছে ?
Ⓐ আর্টিকেল - 19
Ⓑ আর্টিকেল - 20
Ⓒ আর্টিকেল - 18
Ⓓ আর্টিকেল - 17
Ans : (C)
24. সংবিধানের কততম ধারায় কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার উল্লেখ রয়েছে ?
Ⓐ আর্টিকেল - 148
Ⓑ আর্টিকেল - 134
Ⓒ আর্টিকেল - 158
Ⓓ আর্টিকেল - 160
Ans : (A)
25. দক্ষিণ ভারতের কোন পথে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
Ⓐ এমাকুলাম - কোল্লাম
Ⓑ মেত্তুপালায়াম - উটি
Ⓒ মাইশুরু - চেন্নাই
Ⓓ ব্যাঙ্গালোর - চেন্নাই
Ans : (C)
26. নিম্নের কে একজন কথক নৃত্যশিল্পী নয় ?
Ⓐ সিতারা দেবী
Ⓑ আনন্দ শংকর
Ⓒ গোপী কৃষ্ণা
Ⓓ শম্ভু মহারাজ
Ans : (B)
27. দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের প্রকৃত বৃদ্ধি কত ছিল ?
Ⓐ 7%
Ⓑ 5%
Ⓒ 7.6%
Ⓓ 6.2%
Ans : (C)
■ দশম পরিকল্পনায় (2002-2007) লক্ষ্য ছিল অন্তত শ্রমশক্তির যোগানের জন্য লাভজনক এবং উচ্চমানের কর্মসংস্থানের ব্যবস্থা করা
■ 2007 সালের মধ্যে সাক্ষরতা এবং মজুরির হার কমপক্ষে 50% দ্বারা লিঙ্গ ব্যবধান হ্রাস। 20 দফা কর্মসূচি প্রবর্তন করা হয়। লক্ষ্য বৃদ্ধি: 8.1% - প্রবৃদ্ধি অর্জিত: 7.66%
28. ভারতের প্রথম জাতীয় পার্কটি হলো -
Ⓐ হেমিস ন্যাশনাল পার্ক
Ⓑ কাজিরাঙা ন্যাশনাল পার্ক
Ⓒ জিম করবেট ন্যাশনাল পার্ক
Ⓓ সুন্দরবন ন্যাশনাল পার্ক
Ans : (C)
29. দয়ানন্দ সরস্বতীর লেখা গ্রন্থটির নাম কি ?
Ⓐ গীতাঞ্জলি
Ⓑ কাবুলিওয়ালা
Ⓒ স্ট্রে বার্ডস
Ⓓ সত্যার্থ প্রকাশ
Ans : (D)