আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 90 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 90 (MCQ)

***********************


1. নিম্নের কে A Nation in Making নামে বিশেষভাবে সমাদৃত ?
Ⓐ কৃষ্ণকুমার মিত্র
Ⓑ আনন্দমোহন বসু
Ⓒ প্রমথনাথ মিত্র
Ⓓ সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

Ans : (D)

2. 1857 সালের মহাবিদ্রোহের সময় ফৈজাবাদ থেকে নিম্নের কে নেতৃত্ব প্রদান করেন ?
Ⓐ মৌলভী আহমাদুল্লাহ 
Ⓑ বেগম হজরত মহল
Ⓒ কুনওয়ার সিং
Ⓓ খান বাহাদুর

Ans : (A)

3. বিখ্যাত চিকিৎসক জীবক কে কার দরবারে নিযুক্ত করা হয়েছিল ?
Ⓐ কৃষ্ণদেব রায়
Ⓑ অশোক
Ⓒ বিম্বিসার 
Ⓓ সমুদ্রগুপ্ত

Ans : (C)

● তিনি ছিলেন মগধ রাজ্যের অধিপতি রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক
● জীবক ছিলেন বুদ্ধের সমসাময়িক এবং প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্রের আরেক নক্ষত্র আত্রেয়-এর সেরা শিষ্য
● তার লেখা বই - কাশ্যপ-সংহিতা

4. গৌতমবুদ্ধের মহানিভিস্ক্রমণ নিম্নের কোন ঘটনাকে নির্দেশ করে ?
Ⓐ দিব্যজ্ঞান লাভ
Ⓑ সংসারত্যাগ 
Ⓒ সারনাথে উপদেশ
Ⓓ দেহত্যাগ

Ans : (B)

● দিব্যজ্ঞান লাভ - মহাবোধি
● সারনাথে উপদেশ - ধর্মচক্র প্রবর্তন
● দেহত্যাগ - মহাপরিনির্বান

5. নিম্নের কে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী ছিলেন ?
Ⓐ বিক্রমাদিত্য
Ⓑ সমুদ্রগুপ্ত 
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ ঘটতকচ

Ans : (B)

6. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন ?
Ⓐ রিষভদেব
Ⓑ নেমিনাথ
Ⓒ পার্শ্বনাথ 
Ⓓ মহাবীর স্বামী

Ans : (C)

● প্রথম - রিষভদেব
● 24 তম - মহাবীর

7. স্বদেশী আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ⓐ বি জি তিলক
Ⓑ গোপাল কৃষ্ণ গোখলে 
Ⓒ ফিরোজ মেহতা
Ⓓ অরবিন্দ ঘোষ

Ans : (B)

● 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়
● 1905 সালের বেনারস অধিবেশনের সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে
মহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন তিনি

8. পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ 1870 
Ⓑ 1867
Ⓒ 1872
Ⓓ 1874

Ans : (A)

● মহাদেব গোবিন্দ রানাডে, গণেশ বাসুদেও জোশী, এস এইচ চিপলুঙ্কার এটির প্রতিষ্ঠা করেন

9. নিম্নের কোন মহাজনপদের উল্লেখ আমরা মহাভারতে পাই ?
Ⓐ অঙ্গরাজ্য 
Ⓑ পাঞ্চল
Ⓒ মল্ল
Ⓓ মৎস

Ans : (A)

10. নওজোয়ান ভারতসভা কত সালে গঠিত হয় ?
Ⓐ 1916
Ⓑ 1920
Ⓒ 1930
Ⓓ 1926 

Ans : (D)

● ভগৎ সিং, ভগবতীচরণ ভোরা এবং রামচন্দ্র কাপুর এটি প্রতিষ্ঠা করেন

11. ঝাড়খণ্ডের জামশেদপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ সুবর্ণরেখা 
Ⓑ যমুনা 
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ কৃষ্ণা

Ans : (A)

12. পটেটো রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কোট্টায়াম, কেরল
Ⓑ পুনে, মহারাষ্ট্র
Ⓒ কার্নাল, হরিয়ানা
Ⓓ সিমলা, হিমাচলপ্রদেশ 

Ans : (D)

13. রাজমহল পর্বত কোন প্রকৃতির পর্বত ?
Ⓐ ক্ষয়জাত পর্বত 
Ⓑ স্তুপ পর্বত
Ⓒ ভঙ্গিল পর্বত
Ⓓ আগ্নেয় পর্বত

Ans : (A)

14. নিম্নের কোন প্রণালীটি আরব সাগরে অবস্থিত ?
Ⓐ 8° চ্যানেল
Ⓑ 9° চ্যানেল 
Ⓒ 10° চ্যানেল
Ⓓ বাংলা চ্যানেল

Ans : (B)

15. ভারতের পূর্ব উপকূলে অবস্থিত কৃত্রিম বন্দরটি হল -
Ⓐ ভাবনগর
Ⓑ হলদিয়া
Ⓒ পারাদ্বীপ 
Ⓓ ভারুচ

Ans : (C)

16. রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি নিম্নের কোন রাজ্যে ? 
Ⓐ পাঞ্জাব 
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ আসাম
Ⓓ গুজরাট

Ans : (A)

17. মানুষের লালাগ্রন্থিতে নিম্নের কোন উৎসেচক বর্তমান ?
Ⓐ পেপসিন
Ⓑ ট্রিপসিন
Ⓒ ইরেপসিন
Ⓓ টায়ালিন 

Ans : (D)

● পেপসিন - গ্যাস্ট্রিক রসে উপস্থিত
● ট্রিপসিন - অগ্ন্যাশয় রস
● ইরেপসিন - অন্ত্ররস

18. নিম্নের কোনটি প্রাকৃতিক তন্তু ?
Ⓐ রেশম 
Ⓑ নাইলন
Ⓒ পলিস্টার
Ⓓ রেয়ন

Ans : (A)

● অর্ধ কৃত্রিম তন্তু - রেয়ন
● কৃত্রিম তন্তু - নাইলন, পলিস্টার

19. নিম্নের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল ?
Ⓐ ফ্লুরিন
Ⓑ সিজিয়াম 
Ⓒ সোডিয়াম
Ⓓ পটাশিয়াম

Ans : (B)

20. নিম্নের কোনটি প্রোটিন-ভঙ্গক উৎসেচক ?
Ⓐ মলটেজ
Ⓑ ল্যাকটেজ
Ⓒ পেপসিন 
Ⓓ লাইপেজ

Ans : (C)

21. বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে নিম্নের কোন উপাক্ষারটি পাওয়া যায় ?
Ⓐ স্ট্রিকনিন
Ⓑ রেসারপিন
Ⓒ কুইনাইন
Ⓓ অ্যাট্রোপিন

Ans : (D)

● স্ট্রিকনিন - নাক্সভোমিকা গাছের বীজ
● রেসারপিন - সর্পগন্ধা গাছের মূলের ছাল
● কুইনাইন - সিঙ্কনা গাছের ছাল

22. ADH হরমোনের কম ক্ষরণে নিম্নের কোন রোগটি ঘটে ?
Ⓐ বামনত্ব
Ⓑ কুশিং সিনড্রোম
Ⓒ অ্যাক্রোমেগালি
Ⓓ ডায়াবেটিস ইনসিপিডাস 

Ans : (D)

23. টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ গলফ 
Ⓑ ফুটবল
Ⓒ হকি
Ⓓ পোলো

Ans : (A)

24. বুদাপেস্ট কোন দেশের রাজধানী ?
Ⓐ আয়ারল্যান্ড
Ⓑ হাঙ্গেরি 
Ⓒ ফ্রান্স
Ⓓ গ্যাম্বিয়া

Ans : (B)

25. ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ নিউইয়র্ক
Ⓑ জেনেভা
Ⓒ রোম
Ⓓ ভিয়েনা 

Ans : (D)

26. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
Ⓐ বি আর আম্বেদকর
Ⓑ সি রাজা গোপালাচারী
Ⓒ রাজেন্দ্র প্রসাদ 
Ⓓ জওহরলাল নেহেরু

Ans : (C)

27. তথ্যের অধিকার আইনটি কোন সালে পাশ হয় ?
Ⓐ 2006 সাল
Ⓑ 2004 সাল
Ⓒ 2005 সাল 
Ⓓ 2010 সাল

Ans : (C)

28. প্রথম নরসিংহম কমিটি কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1999
Ⓑ 1991 
Ⓒ 1995
Ⓓ 1997

Ans : (B)

29. বীমা ও ব্যাংক এগুলি নিম্নের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত ?
Ⓐ প্রাথমিক
Ⓑ গৌণ
Ⓒ টারশিয়ারি 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)