আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 87 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 87 (MCQ)

***********************


1. নিম্নের কাকে গান্ধীজির রাজনৈতিক গুরু বলে মনে করা হয় ?
Ⓐ বি জি তিলক
Ⓑ ভি ডি সাভারকর
Ⓒ অরবিন্দ ঘোষ
Ⓓ গোপাল কৃষ্ণ গোখেল 

Ans : (D)

◆ 1905 সালের কংগ্রেসের বেনারস অধিবেশনে তিনি সভাপতি ছিলেন
◆ 1905 সালেই তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি স্থাপন করেন

2. 'দা ব্রোকেন উইং' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ চক্রবর্তী রাজগোপালাচারী
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ মাইকেল মধুসূদন দত্ত
Ⓓ সরোজিনী নাইডু 

Ans : (D)

◆ তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়
◆ তার লেখা বিখ্যাত বইগুলো হলো দা গোল্ডেন থেসহোল্ড, দা ফেদার অফ দা ওন

3. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ ফারদুনজি মার্জবান
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ শিশির কুমার ঘোষ
Ⓓ গিরিশ চন্দ্র ঘোষ 

Ans : (D)

◆ ফারদুনজি মার্জবান - বোম্বে সমাচার
◆ দেবেন্দ্রনাথ ঠাকুর - ইন্ডিয়ান মিরর, ন্যাশনাল পেপার
◆ শিশির কুমার ঘোষ - অমৃত বাজার পত্রিকা

4. কলকাতায় সুপ্রিম কোর্ট কোন সালে স্থাপন করা হয় ?
Ⓐ 1774 
Ⓑ 1782
Ⓒ 1770
Ⓓ 1772

Ans : (A)

◆ রেগুলেটিং এক্ট 1772 এর মাধ্যমে এটি স্থাপন করা হয়

5. 1893 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন ?
Ⓐ দ্বারকানাথ ঠাকুর
Ⓑ আনন্দমোহন বসু 
Ⓒ উমেশচন্দ্র ব্যানার্জী
Ⓓ কেশবচন্দ্র সেন

Ans : (B)

◆ 1876 সালের ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশনের তিনি ছিলেন সহ-প্রতিষ্ঠাতা
◆ 1879 সালে তিনি সিটি কলেজ প্রতিষ্ঠা করেন

6. পশুপতির সীলমোহরের নিদর্শন নিম্নের কোন স্থানে পাওয়া যায় ?
Ⓐ কালিবঙ্গন
Ⓑ মহেঞ্জদারো 
Ⓒ দাইমাবাদ
Ⓓ লোথাল

Ans : (B)

7. চীনা পর্যটক হিউয়েন সাংকে অভ্যর্থনা দেওয়ার জন্য কোন সম্রাট কনৌজে সমাবেশের আয়োজন করেছিলেন ?
Ⓐ অশোক
Ⓑ  মহাপদ্মনন্দ
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ হর্ষবর্ধন 

Ans : (D)

◆ এছাড়া তিনি প্রয়াগ সমাবেশেরও আয়োজন করেন
◆ সি-ইউ-কি গ্রন্থ থেকে তার কথা বিশদে জানা যায়
◆ প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, পরে বৌদ্ধ ধর্মকে আপন করে নেন

8. নিম্নের কোন হরপ্পা স্থানটি রাজস্থান রাজ্যে অবস্থিত ?
Ⓐ মান্ড
Ⓑ কালিবঙ্গান 
Ⓒ চানহুদারো
Ⓓ নাগেশ্বর

Ans : (B)

9. 1915 সালের কোন মাসে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন ?
Ⓐ জুলাই
Ⓑ জানুয়ারি 
Ⓒ মে
Ⓓ মার্চ

Ans : (B)

10. গান্ধার স্কুল অফ আর্ট কোন ইউরোপীয় দেশের শিল্পকলা দ্বারা প্রভাবিত হয়ে ছিল ?
Ⓐ ইতালি
Ⓑ বেলজিয়াম
Ⓒ হাঙ্গেরি
Ⓓ গ্রিস 

Ans : (D)

11. ভারতের কোন রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্তে বাংলাদেশের সীমানা রয়েছে ?
Ⓐ আসাম
Ⓑ মেঘালয়
Ⓒ ত্রিপুরা 
Ⓓ পশ্চিমবঙ্গ

Ans : (C)

12. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Ⓐ আহমেদাবাদ - সবরমতী
Ⓑ হায়দ্রাবাদ - কৃষ্ণা 
Ⓒ কোটা - চম্বল
Ⓓ নাসিক - গোদাবরী

Ans : (B)

13. রামাগিরি গোল্ড ফিল্ড নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ তামিলনাড়ু
Ⓒ অন্ধ্রপ্রদেশ 
Ⓓ কেরল

Ans : (C)

14. দণ্ডকারণ্য প্রজেক্ট নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ? 
Ⓐ তামিলনাড়ু
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ মধ্যপ্রদেশ 
Ⓓ গোয়া

Ans : (C)

15. নেইভেলি থার্মাল পাওয়ার স্টেশনটি কোথায় অবস্থিত ?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ তামিলনাড়ু 
Ⓓ কর্ণাটক

Ans : (C)

16. 2011 এর সেনসাস অনুযায়ী প্রতি বর্গকিমিতে ভারতের জনঘনত্ব কত ?
Ⓐ 372 জন
Ⓑ 382 জন 
Ⓒ 392 জন
Ⓓ 352 জন

Ans : (B)

17. ডুরালুমিনের প্রধান উপাদান কোনটি ?
Ⓐ অ্যালুমিনিয়াম 
Ⓑ জিঙ্ক
Ⓒ নিকেল
Ⓓ ম্যাঙ্গানিজ

Ans : (A)

◆ Al - 85%, Cu - 4%, Mg - 0.5% এবং Mn - 0.5%
◆ বিমানের কাঠামো, মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণে  ব্যবহৃত হয়

18. বজ্রপাতের ফলে নাইট্রোজেন আবদ্ধিকরণের মাধ্যমে কোন এসিড উৎপন্ন হয় ? 
Ⓐ সালফিউরিক এসিড
Ⓑ নাইট্রিক এসিড 
Ⓒ হাইড্রোক্লোরিক এসিড
Ⓓ কার্বনিক এসিড

Ans : (B)

◆ বজ্রপাতের সময় প্রায় 3000℃ উষ্ণতায় বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে
◆ কম উষ্ণতায় নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই-অক্সাইড এ জারিত হয়, এই নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড উৎপন্ন করে

19. ভেনাস হৃৎপিণ্ড কাদের শরীরে দেখা যায় ?
Ⓐ মাছ 
Ⓑ পাখি
Ⓒ স্তন্যপায়ী
Ⓓ উভচর

Ans : (A)

◆ এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত চলাচল করে, এই।কারণে এদের হৃৎপিন্ডকে ভেনাস হৃৎপিন্ড বলে
◆ রক্ত মাত্র একবার চলাচল করে বলে একে একচক্রী হৃৎপিন্ডও বলা হয়

20. পোলিও রোগটির জন্য দায়ী হলো -
Ⓐ ছত্রাক
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ প্রোটোজোয়া
Ⓓ ভাইরাস 

Ans : (D)

21. কনজাংটিভাইটিস রোগটি দ্বারা শরীরের কোন অঙ্গ রোগাক্রান্ত হয় ?
Ⓐ হাঁটু
Ⓑ হৃদপিণ্ড
Ⓒ চোখ 
Ⓓ পাকস্থলী

Ans : (C)

22. দুটি শরীরের তাপমাত্রার পার্থক্য 30° সেন্ট্রিগ্রেড হলে, ফারেনহাইটে এটি কত পার্থক্য হবে ?
Ⓐ 72
Ⓑ 54 
Ⓒ 64
Ⓓ 86

Ans : (B)

23. নিম্নের কোন ভারতীয় রাষ্ট্রপতি ভারতের শ্রম মন্ত্রী হিসেবেও কাজ করেছেন ?
Ⓐ ভি ভি গিরি 
Ⓑ রামনাথ কোভিন্দ
Ⓒ জাকির হোসেন
Ⓓ এন সঞ্জীবা রেড্ডি

Ans : (A)

24. স্মৃতি মন্দনা হলেন একজন -
Ⓐ বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বোলার
Ⓑ ডানহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বোলার
Ⓒ ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার
Ⓓ বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার 

Ans : (D)

25. ভারতীয় সংবিধানের কোন ধারা 6 - 14 বছরের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করে ?
Ⓐ 74
Ⓑ 21A 
Ⓒ 101
Ⓓ 31A

Ans : (B)

26. প্রথম ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে পুলিতজার প্রাইজ কে জিতেছেন ?
Ⓐ গোবিন্দ বিহারী লাল 
Ⓑ সংঘমিত্র কালিতা
Ⓒ ঝুম্পা লাহিড়ী
Ⓓ গীতা আনন্দ

Ans : (A)

27. ভারতে চিত্রাঙ্কন এর নিরিখে নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Ⓐ সৌরা (Saura) চিত্রাঙ্কন - ওড়িশা
Ⓑ বাঘ (Bagh) চিত্রাঙ্কন - মধ্যপ্রদেশ
Ⓒ ফাদ (Phad) চিত্রাঙ্কন - রাজস্থান
Ⓓ গুলের (Guler) চিত্রাঙ্কন - কর্ণাটক 

Ans : (D)

28. 'A Better India: A Better World' বইটি কার লেখা ?
Ⓐ গুরচরণ দাস
Ⓑ শশী থারুর
Ⓒ রতন টাটা
Ⓓ এন আর নারায়ণ মূর্তি 

Ans : (D)

29. ইন্টিগ্রেটেড কনজার্ভেশন মিশন 'নমামী গঙ্গে প্রোগ্রাম' (Namami Gange Programme) কত সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক মান্যতা পায় ?
Ⓐ অক্টোবর, 2013
Ⓑ জানুয়ারি, 2014
Ⓒ জুন, 2014 
Ⓓ এপ্রিল, 2013

Ans : (C)

30. আফগানিস্তান কোন সালে SAARC সংগঠনের সাথে যুক্ত হয় ?
Ⓐ 2007 
Ⓑ 2008
Ⓒ 2005
Ⓓ 2006

Ans : (A)