আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 104 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 104 (MCQ)
***********************
1. রাজস্ব বিভাগে পাট্টা কে প্রচলন করেন ?
[A] আলাউদ্দিন খলজী
[B] ইব্রাহিম লোদী
[C] শেরশাহ
[D] ফিরোজ তুঘলক
Ans : (C)
✪ ১৫৪০ সালে তিনি বাংলার শাসনকার্য শুরু করেন
✪ তার আমলে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সংস্কার ও যুগোপযোগী করার প্রক্রিয়া শুরু হয়
✪ এ সময় যারা বন-জঙ্গল পরিষ্কার করে বনভূমিকে চাষের উপযোগী করে গড়ে তুলতেন তাদের প্রজা হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে পাট্টা ও কবুলিয়াত পদ্ধতি প্রবর্তন করা হয়
2. বাংলার দিওয়ানি কার্যকর হয় কোন সালে ?
[A] 1765 *
[B] 1764
[C] 1857
[D] 1793
Ans : (A)
✪ 1765 সালের 12 আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে
3. স্বরাজ আমার জন্মগত অধিকার - উক্তিটি কার ?
[A] মহাত্মা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বালগঙ্গাধর তিলক
Ans : (D)
✪ তাকে Father of the Indian Unrest ও বলা হতো
✪ মহাত্মা গান্ধী তাকে 'The Maker of Modern India' আখ্যা দিয়েছেন
4. সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু ?
[A] গুরু নানক
[B] গুরু তেগ বাহাদুর
[C] গুরু হর গোবিন্দ *ও
[D] এদের কেউ নয়
Ans : (C)
5. 1857 সালের বিদ্রোহ কে 'ভারতের প্রথম স্বাধীনতা' যুদ্ধ বলে কে আখ্যায়িত করেন ?
[A] এস এন সেন
[B] আর সি মজুমদার
[C] বি জি তিলক
[D] ভি ডি সাভারকর
Ans : (D)
✪ এটি ছিল না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ - আর সি মজুমদার
✪ এই সময় গভর্নর জেনারেল - লর্ড ক্যানিং
✪ শুরু - 29 শে মার্চ, 1857 - মঙ্গল পান্ডে সূত্রপাত করেন
6. বরদৌলি সত্যাগ্রহের (1928) নেতা কে ছিলেন ?
[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] মহাত্মা গান্ধী
[C] জওহরলাল নেহেরু
[D] মহাদেব দেশাই
Ans : (A)
✪ তাকে ভারতের লৌহমানব বলা হয়
✪ তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী
ভারতরত্ন - 1991
✪ গুজরাটে তাঁর স্মৃতির উদ্দেশ্যে 182 মিটার লম্বা Statue of Unity তৈরি করা হয়
7. বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন কোন সেন বংশীয় রাজা ?
[A] বল্লাল সেন
[B] লক্ষণ সেন
[C] বিক্রম সেন
[D] বিজয় সেন
Ans : (A)
✪ সেন বংশের প্রতিষ্ঠাতা -সামন্ত সেন
✪ প্রকৃত প্রতিষ্ঠাতা - বিজয় সেন
✪ কবি উমাপতিধর রচিত দেওপাড়া লিপি থেকে শাসনকাল জানা যায়
✪ দানসাগর ও অদ্ভুত সাগর - বল্লাল সেন
8. নিম্নের কে ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পন্ডিত ?
[A] অতীশ দীপঙ্কর
[B] দিব্যক
[C] রবি কীর্তি
[D] আর্যভট্ট
Ans : (A)
✪ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল
✪ শ্রেষ্ঠ শাসক - ধর্মপাল
✪ খালিমপুর তাম্রলিপি - ধর্মপাল সম্পর্কে জানা যায়
✪ কৈবর্ত বিদ্রোহের নায়ক - দিব্যক
9. চেঙ্গিস খাঁ কোন সালে ভারত আক্রমন করেন ?
[A] 1221
[B] 1201
[C] 1227
[D] 1236
Ans : (A)
✪ ইলতুতমিসের রাজত্বকালে ভারত আক্রমন করেন
✪ তিনি ছিলেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
10. কোন চোল সম্রাট তাঁর নৌ-সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন ?
[A] রাজ রাজ
[B] রাজেন্দ্র
[C] বীর রাজেন্দ্র
[D] অধিরাজেন্দ্র
Ans : (B)
11. অলকানন্দা এবং ভাগীরথীর নদীর সঙ্গমস্থল হল -
[A] দেবপ্রয়াগ *
[B] রুদ্রপ্রয়াগ
[C] এলাহাবাদ
[D] উপরের কোনটি নয়
Ans : (A)
12. ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ?
[A] তামিলনাড়ু
[B] অন্ধ্রপ্রদেশ
[C] কর্ণাটক
[D] উত্তরপ্রদেশ
Ans : (D)
13. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনগঠন হয়েছিল ?
[A] তামিলনাড়ু
[B] অন্ধ্রপ্রদেশ
[C] কর্ণাটক
[D] পশ্চিমবঙ্গ
Ans : (B)
✪ গঠন - 1st নভেম্বর, 1956
✪ এই রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়
14. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প টি কোন নদীর উপর অবস্থিত ?
[A] মহারাষ্ট্রের কয়না নদী
[B] গুজরাটের তাপ্তি নদী
[C] উত্তরপ্রদেশের বেতোয়া নদী
[D] ওড়িশার মহানদী
Ans : (C)
15. ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ?
[A] বেরিং প্রণালী
[B] হরমুজ প্রণালী
[C] পক প্রণালী
[D] মালাক্কা প্রণালী
Ans : (C)
16. দামোদর নদ এর উৎপত্তি হয়েছে :
[A] হিমালয় থেকে
[B] ছোটনাগপুর মালভূমি থেকে
[C] রাজমহল মালভূমি থেকে
[D] পূর্বঘাট থেকে
Ans : (B)
✪ এটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে
✪ একে বাংলার দুঃখ বলা হয়
✪ দক্ষিণে হুগলি নদীতে সঙ্গম হয়েছে
17. একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কত ?
[A] 120 দিন
[B] 150 দিন
[C] 200 দিন
[D] 1 বছর
Ans : (A)
✪ শ্বেতরক্তকণিকার আয়ুষ্কাল - 12 - 20 দিন
✪ রক্তে WBC : RBC = 1 : 600
18. পদার্থের যে অবস্থা টি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় -
[A] প্লাজমা
[B] কঠিন
[C] তরল
[D] গ্যাস
Ans : (A)
19. ভুসো কালি মাখানো ধাতব বস্তু কে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নের কোন ঘটনার জন্য ?
[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] বিচ্ছুরণ
[D] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
Ans : (D)
✪ আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদতলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তখন আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকুই প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। আলোর এই ধর্মকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে
✪ প্রাকৃতিক উদাহরণ - মরীচিকা
20. দুধ একপ্রকার দ্রবণ যাকে বলা হয় ?
[A] ইমালসন
[B] জেল
[C] ফেনা
[D] সল
Ans : (A)
21. বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় -
[A] উত্তল দর্পন
[B] উত্তল লেন্স*
[C] অবতল দর্পন
[D] অবতল লেন্স
Ans : (C)
22. সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারত হলো ইউনয়ন অফ স্টেটস ?
[A] অনুচ্ছেদ - 1
[B] অনুচ্ছেদ - 2
[C] অনুচ্ছেদ - 3
[D] অনুচ্ছেদ - 4
Ans : (A)
23. প্রতিবছর স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
[a] 7 এপ্রিল
[b] 1 লা জানুয়ারী
[c] 20 জুন
[d] 14 ফেব্রুয়ারী
Ans : (A)
24. ফর্মুলা ওয়ান নিম্নের কোন ক্রীড়া বিভাগের সাথে যুক্ত -
[a] আইস হকির সাথে
[b] সাইক্লিং রেস
[c] মোটর কার রেস এর সাথে
[d] ওপরের কোনটি নয়
Ans : (C)
24. EPIC এর পুরো কথা কি ?
[a] Election Photo Identity Code
[b] Electronic Photo Identity Card
[c] Electoral Photo Identity Card *
[d] Election Photo Identity Card
Ans : (C)
25. ড. ভি ক্যুরিয়ন বিখ্যাত কোন বিপ্লবের জন্য -
[a] রেড রেভলিউশন
[b] গ্রিন রেভলিউশন
[c] হোয়াইট রেভলিউশন
[d] ইয়েলো রেভেলিউশন
Ans : (B)
✪ সবুজ বিপ্লবের জনক - এম.এস.স্বামীনাথন (ধান-গম)
✪ হলুদ বিপ্লবের জনক - সাম পিত্রদা (তৈলবীজ)
✪ লাল বিপ্লবের জনক - বিশাল তিওয়ারি (টমেটো ও মাংস)
26. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ?
[a] 56 তম সংশোধন
[b] 42 তম সংশোধন
[c] 44 তম সংশোধন
[d] এটি কখনই সংশোধিত হয় নি
Ans : (B)
✪ সাল - 1976
✪ প্রস্তাবনায় তিনটি নতুন শব্দ - সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অখন্ডতা যোগ করা হয়
27. NABARD প্রতিষ্ঠানটি নিম্নের কোনটির সাথে যুক্ত ?
[a] গ্রামীণ উন্নয়ন
[b] শহরের উন্নয়ন
[c] শিল্পের উন্নয়ন
[d] রেলের উন্নয়ন
Ans : (A)
✪ ফুল ফর্ম - National Bank for Agriculture and Rural Development (NABARD)
✪ প্রতিষ্ঠা - 12 জুলাই, 1982
✪ HQ - মুম্বাই
28. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ?
[a] 100 টাকা
[b] 500 টাকা
[c] 2000 টাকা
[d] 1 টাকা
Ans : (D)
29. লিয়েন্ডার পেজ কোন ক্রীড়ার একজন সফলতম নাম ?
[a] ক্রিকেট
[b] ফুটবল
[c] টেনিস
[d] ব্যাডমিন্ট
Ans : (C)