আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 103 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 103 (MCQ)
***********************
1. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত আছে ?
[a] অনুচ্ছেদ 147
[b] অনুচ্ছেদ 148
[c] অনুচ্ছেদ 149
[d] অনুচ্ছেদ 150
Ans : (b)
❖ বর্তমানে CAG - গিরিশ চন্দ্র মুর্মু
2. ভারতের সংবিধানিক প্রধান কে ?
[a] প্রধানমন্ত্রী
[b] সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি
[c] পার্লামেন্ট
[d] রাষ্ট্রপতি
Ans : (d)
3. নিম্নের কে লোকসভার সভাপতিত্ব করেন ?
[a] প্রধানমন্ত্রী
[b] রাষ্ট্রপতি
[c] উপ-রাষ্ট্রপতি
[d] স্পিকার
Ans : (d)
❖ বর্তমান স্পিকার - ওম বিড়লা
4. ভূমিকম্প বিধ্বস্ত তুর্কি, সিরিয়াকে সাহায্য করতে ভারত কোন অপারেশন লঞ্চ করলো ?
[a] Operation Shakti
[b] Operation Dost
[c] Operation Mitra Shakti
[d] Operation Madad
Ans : (b)
5. নব প্রকাশিত উপন্যাস 'Victory City' কার লেখা ?
[a] সালমান রুশদি
[b] ঝুম্পা লাহিড়ী
[c] অমিতাভ ঘোষ
[d] নির্মল সীতারামন
Ans : (a)
6. ড. ভি ক্যুরিয়ন বিখ্যাত -
[a] রেড রেভলিউশন
[b] গ্রিন রেভলিউশন
[c] হোয়াইট রেভলিউশন
[d] ইয়েলো রেভেলিউশন
Ans : (c)
❖ সবুজ বিপ্লবের জনক - এম.এস.স্বামীনাথন (ধান-গম)
❖ হলুদ বিপ্লবের জনক - সাম পিত্রদা (তৈলবীজ)
❖ লাল বিপ্লবের জনক - বিশাল তিওয়ারি (টমেটো ও মাংস)
7. জাতীয় যুব দিবস কবে পালিত হয় ?
[a] 31 জানুয়ারী
[b] 1 জুলাই
[c] 12 জানুয়ারী
[d] 23 জানুয়ারী
Ans : (c)
8. নিম্নের কোন তন্তুর জন্য বায়সিনোসিস রোগ হয় ?
[A] আখ
[B] তুলা
[C] পাট
[D] এসবেষ্টস
Ans : (B)
9. কার্বনের পরিমান সবথেকে কম থাকে -
[A] স্টিলের মধ্যে
[B] রট আয়রনে
[C] কাস্ট আয়রন
[D] নিকেল স্টিল
Ans : (B)
10. আলোকবর্ষ কিসের একক ?
[A] দূরত্ব
[B] সময়
[C] বেগ
[D] শক্তি
Ans : (A)
❖ 1 আলোকবর্ষ = 9.46 ট্রিলিয়ন কিলোমিটার
11. নিম্নের কোন ব্যক্তি দীন-ই-ইলাহীর সদস্য ছিলেন ?
[A] তানসেন
[B] রাজা বীরবল
[C] রাজা মানসিং
[D] টোডরমল
Ans : (B)
দ্বীন-ই-ইলাহী ১৫৮২ সালে মুঘল বাদশাহ আকবর প্রবর্তিত একটি মতাদর্শ
বীরবল ছিলেন আকবরের সভাসদ
বীরবলের আসল নাম - মহেশ দাস
12. কুষান যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে -
[A] ধর্ম
[B] শিল্প
[C] সাহিত্য
[D] স্থাপত্য
Ans : (B)
গান্ধার শিল্প, মথুরা শিল্প গড়ে ওঠে
13. ঋগবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন ?
[A] উত্তরভারতে
[B] সমগ্র ভারতে
[C] ভারতের পূর্বাংশে
[D] সপ্তসিন্ধু এলাকায়
Ans : (D)
14. 1857 সালের বিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?
[A] লর্ড ক্যানিং
[B] লর্ড কর্ণওয়ালিস
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড এলেনব্র
Ans : (A)
দিল্লী থেকে নেতৃত্ব দেন - দ্বিতীয় বাহাদুর শাহ
কানপুর থেকে নেতৃত্ব দেন - নানাসাহেব, তাঁতিয়া টোপি
ঝাঁসি থেকে নেতৃত্ব দেন - রানী লক্ষীবাঈ
বিহার থেকে নেতৃত্ব দেন - কুনওয়ার সিং
বেরেলি থেকে নেতৃত্ব দেন - খান বাহাদুর খান
লাখনৌ থেকে নেতৃত্ব দেন - বেগম হজরত মহল
15. সারনাথের লায়ন ক্যাপিটাল টি কোন রাজা নির্মাণ করেন ?
[A] চন্দ্রগুপ্ত
[B] কনিষ্ক
[C] হর্ষবর্ধন
[D] অশোক
Ans : (D)
16. নাগার্জুন সাগর প্রকল্প টি তৈরি হয়েছে -
[A] কাবেরী নদীতে
[B] কৃষ্ণা নদীতে
[C] গোদাবরী নদীতে
[D] সিন্ধু নদীতে
Ans : (B)
কৃষ্ণা নদীর উৎপত্তি - মহারাষ্ট্রের মহাবালেশ্বর
পতন স্থল - বঙ্গপ্রসাগর
17. হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন সালে ?
[A] 1921
[B] 1902
[C] 1913
[D] 1932
Ans : (A)
✪ হরপ্পা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি
✪ তিনি 1921 এবং 1922 সালে হরপ্পায় সিন্ধু উপত্যকার স্থানের খনন কাজ তদারকি করেন
18. সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু ?
[A] গুরু নানক
[B] গুরু তেগ বাহাদুর
[C] গুরু হর গোবিন্দ
[D] এদের কেউ নয়
Ans : (C)
19. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
[A] কাল সুবাই
[B] মাউন্ট আবু
[C] দোদাবেতা
[D] গুরুশিখর
Ans : (D)
✪ আরাবল্লি পর্বত ভারতের দক্ষিন-পশ্চিমে অবস্থিত
✪ এটি প্রাচীন ক্ষয়িষ্ণু এবং ভঙ্গিল পর্বত
✪ এটি প্রায় 692 km দীর্ঘ
20. নিচের নৃত্যগুলির মধ্যে কোনটি অসমের নৃত্য ?
[a] বিহু
[b] তামাশা
[c] কাজুরি
[d] গরবা
Ans : (A)