আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 102 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 102 (MCQ)

***********************



1. ক্রিপস দৌত ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলন শুরু হয়েছিল ?
Ⓐ খিলাফত
Ⓑ অসহযোগ
Ⓒ আইন অমান্য
Ⓓ ভারত ছাড়ো 

Ans : (D)

2. আগস্ট অফার - এর প্রস্তাবগুলি কি ছিল ? 
Ⓐ ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
Ⓑ ডোমিনিয়ন স্ট্যাটাস 
Ⓒ প্রাদেশিক স্বায়ত্ত শাসন
Ⓓ কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার 

Ans : (B)

3. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-dated cheque' বলে অভিহিত করেছিলেন ? 
Ⓐ মৌলানা আবুল কালাম আজাদ 
Ⓑ সর্দার বল্লভভাই প্যাটেল
Ⓒ মহাত্মা গান্ধী 
Ⓓ বি আর আম্বেদকর 

Ans : (C)

4. কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় ?
Ⓐ 1930, সূর্য সেন 
Ⓑ 1929, বটুকেশ্বর দত্ত
Ⓒ 1929, শচীন্দ্রনাথ সান্যাল
Ⓓ 1930, রামপ্রসাদ বিসমিল

Ans : (A)

5. 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে ? 
Ⓐ সি আর দাস
Ⓑ সুভাষচন্দ্র বসু
Ⓒ জওহরলাল নেহেরু
Ⓓ এম কে গান্ধী 

Ans : (D)

6. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় ?
Ⓐ 1813 সালের সনদ পুননবীকরণ আইন 
Ⓑ 1773 সালের রেগুলেটিং আইন
Ⓒ 1784 সালের পিটের ভারত আইন
Ⓓ 1833 সালের সনদ পুননবীকরণ আইন

Ans : (A)

7. স্পিরিট অফ ইসলাম - কে লিখেছিলেন ? 
Ⓐআব্দুল ওয়াহাব
Ⓑ থিওডোর বেক
Ⓒ সৈয়দ আমীর আলী 
Ⓓ মহসিন উল-মুলক

Ans : (C)

8. তৃতীয় বৌদ্ধ সংগীতি কত সালে আয়োজিত হয় ? 
Ⓐ 250 খ্রিষ্টপূর্ব 
Ⓑ 72 খ্রিষ্টপূর্ব
Ⓒ 212 খ্রিস্টপূর্ব 
Ⓓ 483 খ্রিস্টপূর্ব

Ans : (A)

held in Patliputra under King Ashoka (পৃষ্ঠপোষক)

9. মৎস্য মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ? 
Ⓐ বিরাটনগর 
Ⓑ মথুরা
Ⓒ চম্পা
Ⓓ রাজপুর

Ans : (A)

10. নিম্নলিখিতদের মধ্যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ? 
Ⓐ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ উমেশচন্দ্র দত্ত
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ আত্মারাম পাণ্ডুরঙ্গ 

Ans : (D)

1867 - বোম্বে

11. নিম্নের কোন নদী মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ সিন্ধু
Ⓑ ঝিলাম
Ⓒ ইরাবতী 
Ⓓ শতদ্রু 

Ans : (D)
★ সিন্ধু - মানস সরোবরের নিকট সিন-কা-বাব হিমবাহ 
★ ঝিলাম - কাশ্মীর উপত্যকার ভেরিনাগ প্রস্রবণ 
★ ইরাবতী - হিমাচল প্রদেশের কুলু উপত্যকার রোটাং গিরিপথ

12. মায়ানমার এর সাথে নিম্নের কোন রাজ্যের সীমানা নেই ?
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ মিজোরাম
Ⓒ মণিপুর
Ⓓ সিকিম  

Ans : (D)

■ মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানায় রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম

13. ক্ষেত্রফলের বিচারে, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল নিম্নের কোনটি ?
Ⓐ দমন-দিউ
Ⓑ লাদাখ
Ⓒ লাক্ষাদ্বীপ 
Ⓓ জম্মু-কাশ্মীর

Ans : (C)

■ এটির ক্ষেত্রফল প্রায় 32 বর্গকিমি 


14. মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ সূবর্ণরেখা
Ⓑ নর্মদা
Ⓒ গোমতী
Ⓓ যমুনা 

Ans : (D)

15. রবার গবেষণা কেন্দ্রটি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ পুসা, দিল্লী
Ⓑ লাখনৌ, কোয়েম্বাটুর
Ⓒ কসারাগড়, কেরল
Ⓓ কোট্টায়াম, কেরল 

Ans : (D)
★ পুসা, দিল্লী - গম গবেষণা কেন্দ্র
★ লাখনৌ, কোয়েম্বাটুর - আঁখ গবেষণা কেন্দ্র
★ কসারাগড়, কেরল - কফি গবেষণা কেন্দ্র


16. নিম্নের কোনটির সাহায্যে তাপ বিকিরণ পরিমাপ করা যায় ?
Ⓐ অডিওমিটার
Ⓑ হাইড্রোফোন 
Ⓒ ক্রোনোমিটার
Ⓓ বোলোমিটার 

Ans : (D)

★ অডিওমিটার - শব্দের তীব্রতা পরিমাপ করা যায়
★ হাইড্রোফোন - জলের নীচে শব্দের তীব্রতা পরিমাপ করা যায়
★ ক্রোনোমিটার - জাহাজের দ্রাঘিমাস্থান নির্ণয় করার যন্ত্র


17. প্রোটিনের সরল রূপটি হলো - 
Ⓐ গ্লিসারল
Ⓑ গ্লুকোজ
Ⓒ গ্লাইকোজেন
Ⓓ অ্যামিনো অ্যাসিড 

Ans : (D)

18. নিম্নের কোন প্রাণীর দেহে প্যাটাজিয়াম দেখা যায় ? 
Ⓐ ডলফিন
Ⓑ বাদুড় 
Ⓒ তিমি মাছ
Ⓓ সাপ

Ans : (B)

● ডলফিন, বাদুড় এ আবার ইকো-লোকেশন তন্ত্র দেখা যায় 
● তিমি মাছের শরীরে ব্লাবার থাকে


19. নিম্নের কোনটির সাহায্যে দ্রবণের লবনাক্ততা নির্ণয় করা যায় ? 
Ⓐ হাইগ্রোমিটার
Ⓑ ল্যাকটোমিটার
Ⓒ স্যালিনোমিটার 
Ⓓ ভিসকোমিটার

Ans : (C)
★ হাইগ্রোমিটার - বায়ুর আদ্রতা পরিমাপ
★ ল্যাকটোমিটার - দুধের বিশুদ্ধতা নির্ণয়
★ ভিসকোমিটার - তরলের সান্দ্রতা পরিমাপ করা যায়

20. নিম্নের কোন রাসায়নিক পদার্থের গন্ধ পচা ডিমের মতো ? 
Ⓐ কার্বন-ডাই-অক্সাইড
Ⓑ আর্গন
Ⓒ ফেরাস সালফেট
Ⓓ হাইড্রোজেন সালফাইড 

Ans : (D)

◆ এটির সঙ্কেত H2S

21. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
Ⓐ ফ্লেম কোষ
Ⓑ সবুজ গ্রন্থি 
Ⓒ কক্সাল গ্ল্যান্ড 
Ⓓ ম্যালপিজিয়ন টিউবিউল

Ans : (B)

22. কনুই ও গোড়ালির জয়েন্ট কে কি বলা হয় ? 
Ⓐ হিঞ্জ জয়েন্ট 
Ⓑ স্যাডেল জয়েন্ট
Ⓒ পাইভোট জয়েন্ট
Ⓓ গ্লাইডিং জয়েন্ট

Ans : (A)

◆ স্যাডেল জয়েন্ট - বুড়ো আঙুলের কারপাল ও মেটাকারপালের জয়েন্ট
◆ পাইভোট জয়েন্ট - রেডিয়াস ও আলনার মাঝের জয়েন্ট
◆ গ্লাইডিং জয়েন্ট - কারপাল ও টারসাল হাড়ের মাঝের জয়েন্ট


23. সংবিধানে ভারতে রাষ্ট্রপতির কার্যকাল কত উল্লেখ করা আছে ?
Ⓐ 6 বছর
Ⓑ 5 বছর 
Ⓒ 4 বছর
Ⓓ  কার্যকাল উল্লেখ নেই

Ans : (B)

■ পার্ট V এর আর্টিকেল 52 - 78 এ রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে 
■ আর্টিকেল 56 এ রাষ্ট্রপতির কার্যকাল 5 বছরের উল্লেখ আছে 

24. নিম্নের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক লোকসভা আসন আছে ?
Ⓐ উত্তরপ্রদেশ 
Ⓑ তামিলনাড়ু
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ রাজস্থান

Ans : (A)

■ উক্ত রাজ্যের আসন সংখ্যা - 80 
■ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 (রাজ্য থেকে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 এবং 2 জন মনোনীত)

25. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কোন সালে নন-স্ট্যাচুটারি বডি হিসেবে গঠিত হয় ?
Ⓐ 1970
Ⓑ 1988 
Ⓒ 1890
Ⓓ 1980

Ans : (B)

■ এটি উক্ত সালের 12 ই এপ্রিল গঠিত হয়
■ স্ট্যাচুটারি ক্ষমতা প্রদান - 30 জানুয়ারি, 1992 
■ HQ - মুম্বাই

26. 4. SAARC এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কলম্বো
Ⓑ কাঠমান্ডু 
Ⓒ ঢাকা
Ⓓ নতুন দিল্লী

Ans : (B)

■ ফুল ফর্ম - South Asian Association of Regional Cooperation 
■ স্থাপিত - 1985, ঢাকা 
■ বর্তমানে 8 টি সদস্য দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান)

27. বিশ্ব পরিযায়ী পাখি দিবস কোন তারিখে পালিত হয় ?
Ⓐ 12 ই মে 
Ⓑ 11 ই মে
Ⓒ 10 জুন
Ⓓ 12 এপ্রিল

Ans : (A)

28. নিম্নের কোন দেশের মুদ্রা হলো পেসো ? 
Ⓐ বারমুডা
Ⓑ ব্রাজিল
Ⓒ আর্মেনিয়া
Ⓓ আর্জেন্টিনা 

Ans : (D)

29. দহিকলাজ লাভানি কোন রাজ্যের উল্লেখযোগ্য লোকনৃত্য ? 
Ⓐ গুজরাট 
Ⓑ মহারাষ্ট্র 
Ⓒ অন্ধপ্রদেশ
Ⓓ তেলেঙ্গানা 

Ans : (B)

30. ছট পূজা নিম্নের কোন রাজ্যের একটি প্রধান উৎসব হিসেবে পালিত হয় ? 
Ⓐ তামিলনাড়ু
Ⓑ কর্ণাটক
Ⓒ রাজস্থান
Ⓓ বিহার 

Ans : (D)