আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 101 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 101 (MCQ)

***********************


1. নিম্নের কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে 1911 সালে প্রথম জাতীয় সংগীত গাওয়া হয় ?
Ⓐ পুণে
Ⓑ মুম্বাই
Ⓒ কলকাতা 
Ⓓ লাখনৌ

Ans : (C)

24 জানুয়ারি 1950 সালে গণপরিষদে গৃহীত হয়

2. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
Ⓐ বি আর আম্বেদকর - আম্বেদকর বিশ্ববিদ্যালয়
Ⓑ মদন মোহন মালব্য - বেনারস হিন্দু ইউনিভার্সটি
Ⓒ স্যার সৈয়দ মুর্তাজা খান - আলীগড় মুসলিম ইউনিভার্সিটি 
Ⓓ পন্ডিত জওহরলাল নেহেরু - জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি

Ans : (C)

3. মঙ্গল পান্ডে নিম্নের কোনটিতে একজন সিপাহী ছিলেন ?
Ⓐ রয়াল গোর্খা রাইফেল
Ⓑ 34 তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি 
Ⓒ শিখ রেজিমেন্ট
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (B)

4. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
Ⓐ আগস্ট, 1942 
Ⓑ এপ্রিল, 1919
Ⓒ অক্টোবর, 1905
Ⓓ ফেব্রুয়ারি, 1942

Ans : (A)

8 ই আগস্ট 1942 এটি শুরু হয়

5. মামুদ গজনী কত বার ভারত আক্রমন করে ?
Ⓐ 5 বার
Ⓑ 15 বার
Ⓒ 17 বার 
Ⓓ 7 বার

Ans : (C)

1000 - 1027 AD র মধ্যে
1025 AD তে সোমনাথ মন্দির আক্রমন করেন

6. ইন্ডিয়ান রিফর্ম এসোসিয়েশন কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1885
Ⓑ 1860
Ⓒ 1865
Ⓓ 1870 

Ans : (D)

7. ঋকবেদে রবি নদী কি নামে উল্লেখিত আছে ?
Ⓐ অসকিনি
Ⓑ শতদ্রু
Ⓒ বিতশা
Ⓓ পারুষণী 

Ans : (D)

8. নিম্নের কোন সম্রাট মহারাজ উপাধি গ্রহণ করেছিলেন ?
Ⓐ ঘটতকচ 
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓓ কুমারগুপ্ত

Ans : (A)

9. নিম্নের কোন (পর্যটক - দেশ ) জোড়টি সঠিক নয় ?
Ⓐ আল বেরুনি - উজবেকিস্তান
Ⓑ পিটার মুন্ডি - চীন 
Ⓒ ইবন বতুতা - মরোক্কা
Ⓓ মার্কো পোলো - ইতালি

Ans : (B)

10. স্বামী বিবেকানন্দ কোন বছর বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ 1885
Ⓑ 1913
Ⓒ 1897 
Ⓓ 1893

Ans : (C)

1893 - শিকাগো সম্মেলন

11. নিম্নের কোন রাজ্য দিয়ে চেনাব, রবি, বিয়াস, সুলতেজ নদীগুলি প্রবাহিত হয় ?
Ⓐ জম্মু ও কাশ্মীর
Ⓑ হিমাচল প্রদেশ 
Ⓒ হরিয়ানা
Ⓓ পাঞ্জাব

Ans : (B)

12. নিম্নের কোন গিরিপথটি উত্তরাখন্ড রাজ্যে অবস্থিত ?
Ⓐ বারালাচা লা পাস
Ⓑ মাংসা ধুরা পাস 
Ⓒ নাথুলা পাস
Ⓓ বমদি লা পাস

Ans : (B)

13. উজজয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ সরায়ু
Ⓑ দিব্যং
Ⓒ শিপ্রা 
Ⓓ সরস্বতী

Ans : (C)

14. গ্রেট নিকোবর আইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডের মাঝে কোন প্রণালী বা চ্যানেল অবস্থিত ?
Ⓐ গ্র্যান্ড চ্যানেল 
Ⓑ 10° চ্যানেল
Ⓒ 9° চ্যানেল
Ⓓ পক প্রণালী

Ans : (A)

15. ল্যাটেরাইট মৃত্তিকায় নিম্নের কোনটি বেশি মাত্রায় উপস্থিত ?
Ⓐ ফসফরাস
Ⓑ ক্যালসিয়াম কার্বনেট
Ⓒ পটাশিয়াম
Ⓓ আয়রন অক্সাইড 

Ans : (D)

16. পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন ?
Ⓐ রোনাল্ড রস
Ⓑ হপকিন্স
Ⓒ জেমস আর ডিকসন
Ⓓ জোনাস সল্ক 

Ans : (D)

17. আকাশ নীল দেখানোর কারণ হলো -
Ⓐ আলোর বিবর্তন
Ⓑ আলোর প্রতিফলন
Ⓒ আলোর মেরুকরণ
Ⓓ আলোর বিচ্ছুরণ 

Ans : (D)

18. নিম্নের কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো রেটিনল ?
Ⓐ ভিটামিন C
Ⓑ ভিটামিন D
Ⓒ ভিটামিন A 
Ⓓ ভিটামিন B1

Ans : (C)

19. নিম্নের কোন ভৌত রাশির SI একক হলো নিউটন-মিটার ?
Ⓐ ত্বরণ
Ⓑ টর্ক 
Ⓒ শক্তি
Ⓓ বল

Ans : (B)

20. বিমানের উচ্চতা পরিমাপকারী যন্ত্রটি হলো -
Ⓐ অ্যানিমোমিটার
Ⓑ অ্যামমিটার
Ⓒ অল্টিমিটার 
Ⓓ অডিওমিটার

Ans : (C)

21. পরমাণু বোমা তৈরি করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
Ⓐ ইউরেনিয়াম 
Ⓑ জারকোনিয়াম
Ⓒ মলিবডেনাম
Ⓓ ভ্যানাডিয়াম

Ans : (A)

22. কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
Ⓐ পিটুইটারি
Ⓑ অগ্ন্যাশয় 
Ⓒ থাইরয়েড গ্রন্থি
Ⓓ লিভার

Ans : (B)

23. কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে তৈরি হয় ?
Ⓐ 1962
Ⓑ 1961
Ⓒ 1963 
Ⓓ 1964

Ans : (C)

24. ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য হলো -
Ⓐ গণতান্ত্রিক সরকার নিশ্চিত করা
Ⓑ একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করা
Ⓒ কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা 
Ⓓ সমাজের দুর্বল শ্রেণীর জীবনমান বাড়ানো

Ans : (C)

part - iv arricle 36 - 51

25. বিত্তলা মন্দির নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরল
Ⓑ কর্ণাটক 
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ আসাম

Ans : (B)

26. 'লাইফ ডিভাইন (Life Divine)' বইটি কে লিখেছেন ?
Ⓐ আবুল কালাম আজাদ
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ অরবিন্দ ঘোষ 
Ⓓ মূলক রাজা আনন্দ

Ans : (C)

ডিভাইন লাইফ - স্বামী বিবেকানন্দ

27. নতুন অর্থনৈতিক নীতি (1991) এর সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন ?
Ⓐ মনমোহন সিং 
Ⓑ প্রণব মুখার্জি
Ⓒ যশবন্ত সিং
Ⓓ উমা কপিল

Ans : (A)

28. ওয়েব পেজগুলির জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় ?
Ⓐ URL
Ⓑ FTP
Ⓒ HTML 
Ⓓ HTTP

Ans : (C)

29. 1987 সালে অনুষ্ঠিত ওজোন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকলটি হলো -
Ⓐ ভিয়েনা সম্মেলন
Ⓑ মন্ট্রিয়াল প্রোটোকল 
Ⓒ কিয়োটো প্রোটোকল
Ⓓ কার্টেজেনা প্রোটোকল

Ans : (B)