আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 100 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 100 (MCQ)

***********************


1. প্রথম ইংরেজ প্রেসিডেন্ট হিসেবে জর্জ ইয়ুল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন ?
Ⓐ এলাহাবাদ অধিবেশন 
Ⓑ বোম্বে অধিবেশন
Ⓒ কলকাতা অধিবেশন
Ⓓ নাগপুর অধিবেশন

Ans : (A)

■ 1888 সালে এটি সংঘটিত হয়
■ এটি ছিল জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন
■ প্রথম মুসলিম প্রেসিডেন্ট - বদরুদ্দিন তৈয়াবজি (মাদ্রাজ অধিবেশন, 1887)

2. লর্ড ওয়েলেসলি কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ?
Ⓐ 1798 সালে *
Ⓑ 1806 সালে
Ⓒ 1788 সালে
Ⓓ 1790 সালে

Ans : (A)

■ তার কার্যকাল ছিল 1798 - 1805
■ তিনি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন
■ 1799 সালে সেন্সরশিপ অফ প্রেস এক্ট চালু করেন

3. ইন্ডিয়ান কাউন্সিল এক্ট কোন সালে পাশ হয় ?
Ⓐ 1870
Ⓑ 1867
Ⓒ 1861 
Ⓓ 1865

Ans : (C)

■ এই সালেই ইন্ডিয়ান হাইকোর্ট এক্ট পাশ হয়
■ হাইকোর্ট আইন অনুসারে কলকাতা, বোম্বেও মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়

4. নিম্নের কার সময়কালে প্রথম বেসরকারী সেনসাস হয় ?
Ⓐ লর্ড এলগিন - I
Ⓑ লর্ড জন লরেন্স
Ⓒ লর্ড মেয়ো 
Ⓓ লর্ড নর্থব্রুক

Ans : (C)

■ 1872 সালে প্রথম সেনসাস হয়
■ তার আমলে স্টেট রেলওয়ের সূচনা হয়, স্টাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয়

5. 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি' কে/নিম্নলিখিত কোন নেতার মস্তিস্ক প্রসূত বলে ধরা হয় ?
Ⓐ লালা লাজপত রায়
Ⓑ চিত্তরঞ্জন দাস
Ⓒ গোপাল কৃষ্ণ গোখেল 
Ⓓ বি আর আম্বেদকর

Ans : (C)

6. আত্মীয় সভা কোন সালে স্থাপিত হয় ?
Ⓐ 1845
Ⓑ 1814 
Ⓒ 1839
Ⓓ 1828

Ans : (B)

7. সংষ্কৃত ব্যাকরণের উপর রচিত অষ্টাধ্যয়ী - কার রচনা ?
Ⓐ পাণিনি 
Ⓑ পতঞ্জলি
Ⓒ আগস্ত্য
Ⓓ বিশ্বমিত্র

Ans : (A)

8. আকবর কত সালে খান্দেশকে মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন ?
Ⓐ 1601 
Ⓑ 1595
Ⓒ 1597
Ⓓ 1605

Ans : (A)

9. নিৰ্দিষ্ট তারিখে নিৰ্দিষ্ট রেভেনিউ পেতে লর্ড কর্ণওয়ালিস নিম্নের কোন সিস্টেমের প্রবর্তন করেন ?
Ⓐ রায়তওয়ারি সিস্টেম
Ⓑ মহলওয়ারি সিস্টেম
Ⓒ তালুকদারি সিস্টেম
Ⓓ চিরস্থায়ী বন্দোবস্ত 

Ans : (D)

10. তারা আকৃতির মন্দির কাদের আমলে নির্মিত হয় ?
Ⓐ চালুক্য
Ⓑ বাদামি
Ⓒ চোল
Ⓓ হোয়সালা 

Ans : (D)

11. দক্ষিণে পূর্ব ঘাট __________ থেকে নীলগিরি পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে
Ⓐ দামোদর উপত্যকা
Ⓑ শোন উপত্যকা
Ⓒ মহানদী উপত্যকা 
Ⓓ গোদাবরী উপত্যকা

Ans : (C)

12. পশ্চিম থেকে পূর্বে হিমালয়ের সঠিক ক্রমটি হল -
Ⓐ পাঞ্জাব হিমালয়, নেপাল হিমালয়, কুমায়ুন হিমালয় এবং আসাম হিমালয়
Ⓑ পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয় এবং আসাম হিমালয় 
Ⓒ পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, আসাম হিমালয় এবং নেপাল হিমালয়
Ⓓ পাঞ্জাব হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয় এবং কুমায়ুন হিমালয়

Ans : (B)

13. জয়ন্তিয়া উপজাতিদের বাস নিম্নের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ ঝাড়খন্ড
Ⓑ আসাম
Ⓒ পাঞ্জাব
Ⓓ মেঘালয় 

Ans : (D)

14. ভারতের শীতলতম স্থানটি হলো -
Ⓐ লেহ
Ⓑ কিলঙ
Ⓒ তাওয়াং
Ⓓ দ্রাস 

Ans : (D)

15. বাদুর কোন ধরনের শব্দ তৈরি করতে সক্ষম ?
Ⓐ সাবসনিক
Ⓑ আল্ট্রাসনিক 
Ⓒ সুপারসনিক
Ⓓ ইনফ্রাসনিক

Ans : (B)

● 20 kHZ এর উপরে এই ধরনের শব্দের কম্পাঙ্ক হওয়ায় মানুষ এই শব্দ শুনতে পায় না

16. বার্নউলির নীতির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ?
Ⓐ নিউটনের প্রথম গতিসূত্র
Ⓑ নিউটনের দ্বিতীয় গতিসূত্র
Ⓒ ওহমের সূত্র
Ⓓ শক্তি সংরক্ষণ নীতি

Ans : (D)

17. নিম্নের কোন ইন্ডাস্ট্রি 1956 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসির সিডিউল A তে ছিল না ?
Ⓐ এয়ার ট্রান্সপোর্ট
Ⓑ সল্ট মাইনিং 
Ⓒ খনিজ তেল
Ⓓ লোহা এবং স্টিল

Ans : (B)

18. গ্রুপ 18 এ অবস্থিত এমন একটা মৌল মাটিতে এবং পাথরে ইউরেনিয়ামের ক্ষয়ে যাওয়ার ফলে উৎপন্ন হয় ?
Ⓐ অর্গানেশন
Ⓑ ক্রিপ্টন
Ⓒ রেডন 
Ⓓ নিয়ন

Ans : (C)

19. নিম্নের কোন তেজস্ক্রিয় মৌলটির পারমানবিক সংখ্যা 43, আধুনিক পর্যায় সারণীতে অবস্থিত অস্থিত মৌল এবং যার আইসোটোপগুলির অর্ধজীবনকাল খুবই সংক্ষিপ্ত, 4.2 মিলিয়ন বছর থেকে 5 সেকেন্ড পর্যন্ত ?
Ⓐ নোবেলিয়াম
Ⓑ প্রমেথিয়াম
Ⓒ নেপচুনিয়াম
Ⓓ টেকনেটিয়াম 

Ans : (D)

20. 1 কিলোওয়াট নিম্নের কোনটির সাথে সমান ?
Ⓐ 3600 KJ/h 
Ⓑ 3600 ক্যালোরি
Ⓒ 7200 KJ/h
Ⓓ 7200 জুল

Ans : (A)

21. নিম্নের মধ্যে কোনটি একটি গোলকৃমি ?
Ⓐ প্লানেরিয়া
Ⓑ অ্যাসকারিস 
Ⓒ লিভার ফ্লুক
Ⓓ টিনিয়া

Ans : (B)

22. কোন দেশের অনুপ্রেরণায় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন করা হয়েছে ?
Ⓐ ফ্রান্সের সংবিধান
Ⓑ কানাডার সংবিধান
Ⓒ রাশিয়ার সংবিধান 
Ⓓ ইউএস এর সংবিধান

Ans : (C)

23. রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় ক্ষমতা ন্যস্ত করার বিধান সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে ?
Ⓐ ধারা - 53 
Ⓑ ধারা - 55
Ⓒ ধারা - 58
Ⓓ ধারা - 56

Ans : (A)

24. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কোন বছর কেন্দ্রীয় সরকার প্লান হলিডের ঘোষণা করে ?
Ⓐ 1991 - 1993
Ⓑ 1990 - 1992 
Ⓒ 1992 - 1993
Ⓓ 1989 - 1991

Ans : (B)

25. জগজিৎ সিং কোন ধরনের সঙ্গীতের সাথে যুক্ত ?
Ⓐ গজল 
Ⓑ ঠুমরি
Ⓒ ধ্রুপদ
Ⓓ টপ্পা

Ans : (A)

26. হারা শঙ্কর ভট্টাচার্য নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ?
Ⓐ সেতার 
Ⓑ সারেঙ্গি
Ⓒ ভায়োলিন
Ⓓ সন্তুর

Ans : (A)

27. ভারত এখনো পর্যন্ত কতবার আইসিসি টি-20 পুরুষ বিশ্বকাপ জিতেছে ?
Ⓐ 3
Ⓑ 2
Ⓒ 1 
Ⓓ 4

Ans : (B)

28. নিম্নের কোনটি ছোটো সেভিংস এর একটি উদাহরণ নয় ?
Ⓐ মিউচুয়াল ফান্ড 
Ⓑ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
Ⓒ কিষাণ বিকাশ পাত্র
Ⓓ পোস্ট অফিস ডিপোজিট

Ans : (A)

29. 'Childhood Days - A Memoir' কার লেখা ?
Ⓐ সত্যজিৎ রায় 
Ⓑ সুকুমার রায়
Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓓ মাইকেল মধুসূদন দত্ত

Ans : (A)

30. দক্ষিণ-পূর্ব ভারতে নিম্নের কোন নৃত্য উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ ছৌ
Ⓑ সাত্রিয়া
Ⓒ কথক
Ⓓ কুচিপুরি 

Ans : (D)