দৈনিক কারেন্ট আফফায়ার্স 03/04/2025 & 04/04/2025
দৈনিক কারেন্ট আফফায়ার্স 03/04/2025 & 04/04/2025
*********************
03/04/2024
■ 1. সম্প্রতি জম্মু-কাশ্মীর সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো
■ 2. 62তম National Maritime Day এবং Merchant Navy Week -এর উদ্বোধন করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল C P Radhakrishnan
■ 3. আদিত্য বিড়লা ক্যাপিটাল আদিত্য বিড়লা ফাইন্যান্স লিমিটেডের সাথে মার্জ হয়ে গেল
■ 4. Sivasubramanian Ramann কে Pension Fund Regulatory and Development Authority (PFRDA) -এর নতুন চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হলো
■ 5. CPCL সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন H Shankar
■ 6. FICCI Media and Entertainment Committee South -এর চেয়ারপার্সন হিসেবে অভিনেতা কমল হাসানকে নিযুক্ত করা হলো
■ 7. নিখিল সিংহলকে উত্তরপ্রদেশ Anmol Ratan আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
■ 8. Swarna Andhra-2047 ভিশনের অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশ সরকার Zero Poverty – P4 Policy’ লঞ্চ করলো
■ 9. Grand Prix of the Americas -এ জয়লাভ করলেন Francesco Bagnaia
■ 10. সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত 10 টি মেডেল (গোল্ড-1, সিলভার-3 ও ব্রোঞ্জ-6) জিতলো
04/04/2025
◆ 1. Patna-Arrah-Sasaram Corridor এবং Kosi-Mechi Intra-State লিঙ্ক প্রজেক্টের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ
◆ 2. 728 টি একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করতে চলেছে কেন্দ্রীয় সরকার
◆ 3. সম্প্রতি পার্লামেন্টে Waqf (Amendment) Bill, 2025, যা UMEED Bill নামে পরিচিত, পাশ হলো
◆ 4. Rongali Bihu, যা Bohag Bihu উৎসব নামেও পরিচিত অসমে উদযাপন শুরু হলো
◆ 5. রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন আর্মড উইথ 'Unstoppable’ Zircon Hypersonic মিসাইল লঞ্চ করলো
◆ 6. National Payments Corporation of India (NPCI) -এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে Sohini Rajola কে নিযুক্ত করা হলো
◆ 7. YuvaSpark প্রতিষ্ঠাতা Akarsh Shroff কে ন্যাশনাল ইয়ুথ আওয়ার্ড -এ সম্মানিত করা হলো
◆ 8. জুবার স্টেডিয়ামে Batalik Cricket League -এর আয়োজন করলো ভারতীয় সেনাবাহিনী
◆ 9. Network Readiness ইনডেক্সে ভারত 36 তম স্থান অধিকার করলো
◆ 10. ষষ্ঠ BIMSTEC সামিটে অংশগ্রহণ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে থাইল্যান্ড গেলে