আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 01

 

আগামী পরীক্ষার জন্য রিজনিং প্রাকটিস সেট MCQ পর্ব - 01


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. পাঁচ ব্যক্তি আমান্ডা, বেন, ক্যারল, ডেভিড এবং ইমিলি একটি বৃত্তাকার টেবিলের উপর বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে । ক্যারল, বেন এবং ডেভিডের মাঝে বসে আছে । ইমিলি, আমান্ডার বামদিকে বসে আছে । আমান্ডা এবং ডেভিড প্রতিবেশী নয় । আমান্ডার অবিলম্বে ডানদিকে কে বসে আছে ?
[A] ক্যারল
[B] ডেভিড
[C] ইমিলি
[D] বেন 

2. প্রদত্ত বিবৃতি অনুযায় কোন সিদ্ধান্তগুলি সঠিক ? 
বিবৃতি : I. সমস্ত W হলো C II. কিছু P হলো W
সিদ্ধান্ত : I. কিছু C হলো P II. কোনো P, C নয় III. কিছু C হলো W
[A] II এবং III উভয়ই অনুসরণ করে
[B] I এবং III উভয়ই অনুসরণ করে 
[C] I এবং II উভয়ই অনুসরণ করে
[D] কেবল II অনুসরণ করে 

3. কোন দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করলে সমীকরণটি সঠিক হবে ?
15 ÷ 9 × 8 + 12 – 4 = 17
[A] × এবং –
[B] + এবং ÷ 
[C] × এবং +
[D] × এবং ÷

4. (?) স্থানে কোন সংখ্যাটি বসালে সিরিজটি সম্পূর্ণ হবে ? 
8463, 8384, 8305, 8226, ? , 8068
[A] 8088
[B] 8147 
[C] 8103
[D] 8184

5. (?) স্থানে মিসিং সংখ্যাটি বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
1, 16, 31, 46, 61, ?
[A] 78
[B] 70
[C] 76 
[D] 80

6. প্রদত্ত ছক্কা টি ভাঁজ করলে, K বর্ণের বিপরীতে কোনটি আসবে ? 

[A] O
[B] T
[C] H
[D] M 

7. কোনো কোডের ভাষা HOST এর কোড হয় 9724, KINDO এর কোড হয় 45310, KNOWS এর কোড হ6 37654 । ওই ভাষায় 'W' এর কোড কি হবে ? 
[A] 6 
[B] 5
[C] 4
[D] 7

8. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
RMJE, VQNI, ZURM, DYVQ, ?
[A] HMCZ
[B] HCZU 
[C] HMNR
[D] HNRM

9. কোন দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করলে সমীকরণটি সঠিক হবে ?
10 – 3 + 2 × 12 ÷ 6 = 6
[A] – এবং =
[B] × এবং + 
[C] = এবং +
[D] + এবং –

10. (__) ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো :
YTW0, ______ , UPS1, SNQ0, QLO1, OJM1
[A] WRU0
[B] WRU1 
[C] VTU1
[D] VRW0

11. ডিকশনারি অনুযায়ী সাজালে, পঞ্চম স্থানে কোনটি বসবে ? 
1.Whip 2.While 3.White 4.Whisk 5.Whiff 
[A] Whisk
[B] Whip
[C] While
[D] White 

12. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
Artist : Canvas :: Sculptor : ?
[A] Paint
[B] Pen
[C] Stone 
[D] Paper

13. (?) স্থানে সঠিক মিলযুক্ত বিকল্পটি বসাও : 
XKNS : WJMR :: ?
[A] MZJG : ARZO
[B] KUQP : RSHO
[C] BOEF : DJKI
[D] EADT : DZCS 

14. (?) স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটি সম্পূর্ণ করো : 
PQMN, STPQ, VWST, YZVW, ?
[A] BCYZ 
[B] MCTQ
[C] BTPQ
[D] BMPQ

15. কোনো নিৰ্দিষ্ট কোডের ভাষায় যদি ELEVEN এর কোড হয় GNGXGP, TWENTY এর কোড হয় VYGPVA তবে ওই কোডের ভাষায় FORTY এর কোড কি হবে ? 
[A] HPTVA
[B] HQTUA
[C] HTQVA
[D] HQTVA 

16. সাত বন্ধু A, B, C, D, E, F এবং G একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে কেন্দ্রের উল্টোদিকে মুখ করে । D হলো G এর অবিলম্বে ডানদিকে । A হলো C এবং E এর ঠিক মাঝে । B, F এর অবিলম্বে বামদিকে বসে আছে । G এবং C প্রতিবেশী নয় । E, D এর পাশে বসে আছে । F এর অবিলম্বে ডানদিকে কে বসে আছে ?
[A] E
[B] B
[C] A
[D] G 









Answers and Solutions ::