আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 99

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 99


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-


1. যদি (2x+3y) : (3y–2x) = 3 : 1 হয় তবে (3x+4y) : (3x–y) এর মান হলো :
[A] 7 : 2
[B] 4 : 1
[C] 5 : 1 
[D] 5 : 2

2. 767, 1003 এবং 2773 এর গসাগু হলো x । x মান কতর মধ্যে আছে ? 
[A] 60 এবং 65
[B] 55 এবং 60 
[C] 45 এবং 50
[D] 50 এবং 55

3. A, B র থেকে 10 দিন বেশি সময় নেয় একটি কাজ শেষ করতে । তারা একসাথে 5 দিন কাজ করে এবং কাজের 8/15 অংশ সম্পন্ন করে । সমগ্র কাজটি B কত দিনে শেষ করতে পারবে ?
[A] 15 দিন 
[B] 16 দিন
[C] 14 দিন
[D] 12 দিন

4. যদি x² : y² = 4 : 9 এবং 2 : x = 1 : 2 তবে y এর মান হলো :
[A] 3
[B] 18
[C] 9
[D] 6 

5. একটি ট্রেন 14 কিমি দূরত্ব 10 মিনিটে অতিক্রম করে । যদি বেগ 4 কিমি/ঘ: হ্রাস পায় তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
[A] 10 1/2 মিনিট 
[B] 10 মিনিট
[C] 11 মিনিট
[D] 12 2/3 মিনিট

6. মান নির্ণয় : 
 4 × 6 ÷ 4 এর 6 – 6 ÷ 2 × (4 – 6)+ 4 + 2 × 3 ÷ 6 এর 1/3 
[A] 14 
[B] 9
[C] 11
[D] 7

7. A একটি কাজের 60% সম্পন্ন করে 6 দিনে এবং B একই কাজ 15 দিনে সম্পন্ন করে । তারা একসাথে 3 দিন কাজ করে । বাকি কাজ C একা 12 দিনে সম্পন্ন করে । একই কাজের 1/8 অংশ C কতদিনে সম্পন্ন করবে ? 
[A] 3 
[B] 6
[C] 12
[D] 8

8. কোনো নিৰ্দিষ্ট মূলধন সরল সুদে 3 বছরে হয় 820 টাকা এবং 4 বছরে হয় 894 টাকা । 9 বছর পরে সুদ কত হবে ?
[A] ₹676
[B] ₹666 
[C] ₹766
[D] ₹686

9. দুটি ধনাত্মক সংখ্যা x এবং y (x>y) এর অন্তর হলো x এর 25% । যদি y এর মান 15 হয় তবে x এর মান হলো :
[A] 20 
[B] 18
[C] 15
[D] 25

10. 8-মাসিক পর্বে বার্ষিক 15% হারে 2 বছরে ₹1,25,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
[A] ₹43,475
[B] ₹43,175
[C] ₹41,375 
[D] ₹41,475

11. একটি সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 10 cm এবং 15 cm । ক্ষুদ্রতর বাহু গুলির মধ্যে দূরত্ব হলো 6 cm তবে দীর্ঘতর বাহুগুলির মধ্যে দূরত্ব কত ? 
[A] 9 cm
[B] 4 cm 
[C] 25 cm
[D] 18 cm

12. একটি দ্রব্যের ধার্য্যমূল্য হলো 750 টাকা । যদি এটিকে 16% ছাড়ে বিক্রি করা হয় তবে বিক্রয়মূল্য ক্রয়মূল্যের 3/2 গুন । দ্রব্যটির ক্রয়মূল্য হলো :
[A] ₹420 
[B] ₹440
[C] ₹320
[D] ₹450

13. ক্ষুদ্রতম 5 টি মৌলিক সংখ্যা কত ?
[A] 7
[B] 3.6
[C] 5.6 
[D] 7.8

14. মান নির্ণয় : 
 5×3 ÷ 3 এর 6 – 8 ÷ 2 × (3 – 5) + 3 – 2×4 ÷ 6 এর 1/2
[A] 55/6 
[B] 65/6
[C] 35/6
[D] 85/6

15. একটি নিৰ্দিষ্ট দোকানে, লাভ হলো ক্রয়মূল্যের 120% । যদি ক্রয়মূল্য 20% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয়মূল্য একই থাকে তবে বিক্রয়মূল্যের কত শতাংশ লাভ হবে ?
[A] 45.45% 
[B] 64.54%
[C] 54%
[D] 50.4%

16. 30 টি দ্রব্য বিক্রি করে, এক বিক্রেতার 8 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান লাভ অর্জন করে । তার লাভের হার হলো : 
[A] 21 4/11
[B] 45 4/11
[C] 36 4/11 
[D] 16 4/11

17. একটি দ্রবণ A তে এসিড ও জল 1 : 5 অনুপাতে এবং দ্রবণ B তে এসিড ও জল 2 : 7 অনুপাতে আছে । যদি সমপরিমানে দুটি মিশ্রনকে মেশানো হয় তবে নতুন মিশ্রণে এসিড ও জলের অনুপাত কত হবে ? 
[A] 1 : 4
[B] 3 : 10
[C] 7 : 29 
[D] 21 : 29

18. একটি খেলনার ক্রয়মূল্য হলো 375 টাকা । দোকানদার 12 টি খেলনা 20% লাভে এবং 8 টি খেলনা 10% ক্ষতিতে বিক্রি করে । যদি সে সমস্ত 20 টি খেলনাই 9% লাভে বিক্রি করে তবে মোট লাভ :
[A] ₹55 কমবে
[B] ₹65 কমবে
[C] ₹75 বাড়বে 
[D] ₹50 বাড়বে

19. দুটো ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হলো 145 তবে দুটি সংখ্যার মধ্যে গড় হলো :
[A] 10
[B] 16
[C] 12 
[D] 14

20. রবিনা তার মাসিক আয়ের 16 2/3% সঞ্চয় করে । যখন তার মাসিক খরচ 10% বৃদ্ধি পায় (আয় একই আছে), সে প্রতি মাসে ₹1275 সঞ্চয় করতে পারে । তার মাসিক আয় হলো (₹) :
[A] 15,500
[B] 16,400
[C] 16,800
[D] 15,300 

21. একটি ট্রেন 56 কিমি দূরত্ব অতিক্রম করে 40 মিনিটে । যদি বেগ 9 km/h বৃদ্ধি পায় তবে এটি 225 কিমি দূরত্ব অতিক্রম করবে কত সময়ে ?
[A] 3 ঘন্টা 
[B] 4 ঘন্টা
[C] 5 ঘন্টা
[D] 6 ঘন্টা

22. একটি ত্রিভুজাকার পার্কের বাহুগুলি হলো 60 m, 297 m এবং 303 m । এটির ক্ষেত্রফল, বর্গাকার আকৃতির বাগানের ক্ষেত্রফলের সমান । বাগানটির পরিসীমা কত (m) ?
[A] 36√110 
[B] 18√110
[C] 18√330
[D] 9√330

23. 15, 20, 25 এবং 30 এর লসাগু এবং গসাগুর সমষ্টি নির্ণয় করো :
[A] 125
[B] 1500
[C] 305 
[D] 50

24. যদি একজন বিক্রেতা 30% ছাড় দেয় এবং এরপর একটি পেনের উপর 10% ছাড় দেওয়া হয় যার ধার্য্যমূল্য 500 টাকা তবে পেনটির বিক্রয়মূল্য কত হবে ?
[A] ₹215
[B] ₹305
[C] ₹310
[D] ₹315 

25. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে গীতা ₹64000 ব্যাংকে জমা রাখে । 1 বছর 6 মাস পর সুদ নির্ণয় করো :
[A] ₹4900
[B] ₹4850
[C] ₹4800
[D] ₹4880 














Answers and Solutions ::