আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 95
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 95
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :-
1. মান নির্ণয় :
(2 6/7 এর 4 1/5 ÷ 2/3)×5 1/9 ÷ (3/4 × 2 2/3 এর 1/2 ÷ 1/4)
[A] 21
[B] 25
[C] 5
[D] 23
(2 6/7 এর 4 1/5 ÷ 2/3)×5 1/9 ÷ (3/4 × 2 2/3 এর 1/2 ÷ 1/4)
[A] 21
[B] 25
[C] 5
[D] 23
2. দুটি পাইপ একটি চৌবাচ্চাকে 12 এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে যেখানে একটি তৃতীয় পাইপ 24 ঘন্টায় এটি খালি করতে পারে । যদি সমস্ত পাইপ একসাথে খোলা হয় তবে কত সময়ে (প্রায়) চৌবাচ্চাটি পূর্ণ হবে ?
[A] 9 ঘন্টা 13 মিনিট
[B] 9 ঘন্টা 12 মিনিট
[C] 9 ঘন্টা 10 মিনিট
[D] 9 ঘন্টা 14 মিনিট
3. একজন স্টুডেন্ট 3 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে, কিছু অংশ হেঁটে 4 km/h বেগে এবং বাকিটা বাইসাইকেলে 12 km/h বেগে । পায়ে হাঁটা দূরত্ব এবং সাইকেলে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হলো :
[A] 2 : 3
[B] 3 : 5
[C] 4 : 5
[D] 1 : 9
4. সাজিয়ার আয় রেহানার তুলনায় 20% কম । রেহানার আয় সাজিয়ার থেকে কত বেশি ?
[A] 80%
[B] 25%
[C] 75%
[D] 20%
5. চার বন্ধু A, B, C এবং D একটি ব্যবসায় 3 : 7 : 9 : 13 অনুপাতে বিনিয়োগ করে । যদি C এর লাভের পরিমান 8910 টাকা হয় তবে A এবং B এর মোট লাভের পরিমান কত ?
[A] ₹9,900
[B] ₹11,880
[C] ₹2,970
[D] ₹6,930
7. 25 থেকে 45 এর মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার গড় কত ?
[A] 36 1/5
[B] 33 8/9
[C] 34 1/11
[D] 36
8. প্রকৃত বেগের 3/4 বেগে হেঁটে, এক ব্যক্তি একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট সময় বেশি নেয় । একই দূরত্ব প্রকৃত বেগে অতিক্রম করতে কত সময় (ঘন্টা) লাগবে ?
[A] 3
[B] 5
[C] 4
[D] 6
9. 14 m দীর্ঘ এবং 8 m চওড়া একটি আয়তকার পার্ক এর চারিদিকে 1 m চওড়া রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত ?
[A] 20 বর্গমি
[B] 30 বর্গমি
[C] 13 বর্গমি
[D] 48 বর্গমি
10. সুমের প্রতিটি চেয়ার 800 টাকা দামে এমন 6 টি চেয়ার এবং 1200 টাকা দামের একটি টেবিল কেনে । সে সমস্ত চেয়ার এবং টেবিল 7200 টাকায় বিক্রি করে দেয় । তার লাভের হার কত ?
[A] 20
[B] 25
[C] 16.6
[D] 22
11. একটি ব্যাগে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা 8 : 5 : 3 অনুপাতে আছে । এই কয়েনগুলোর মোট মূল্য 132 টাকা । ব্যাগে 5 টাকার কয়েন কতগুলি আছে ?
[A] 64
[B] 20
[C] 12
[D] 32
12. তিনবছর আগে, একটি ফ্ল্যাটের দাম ছিল ₹65,00,000 । এটির দাম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের শেষে 5%, 4% এবং 3% হারে হ্রাস পায় যথাক্রমে । এটির বর্তমান মূল্য কত ?
[A] ₹59,31,744
[B] ₹55,72,320
[C] ₹57,50,160
[D] ₹53,98,185
13. সরল করো :
5/7 এর 2/5 + 3/7 – 1/14 × 2 ÷ 1
[A] 1
[B] 9/7
[C] 6/7
[D] 4/7
14. একটি নিৰ্দিষ্ট সংখ্যক মিষ্টি 10, 20 এবং 25 জন শিশুদের মধ্যে ভাগ করে দেওয়া যায় । কিন্তু যদি 27 জন শিশু থাকে তারা সমান সংখ্যক মিষ্টি পায়, 3 টি মিষ্টি পড়ে থাকে । মিষ্টির নূন্যতম সংখ্যা কত ?
[A] 200
[B] 400
[C] 300
[D] 100
15. 21 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্কের একপাক, একটি বর্গাকার পার্কের এক পাকের সাথে সমান । বর্গাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্য কত ?
[A] 16.5 m
[B] 21 m
[C] 44 m
[D] 33 m
16. ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 8, 9 এবং 10 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ পাওয়া যায় ?
[A] 360
[B] 361
[C] 359
[D] 181
17. A এবং B একসাথে একটি কাজ 30 দিনে করতে পারে । A একা একই কাজ 50 দিনে করতে পারে । একই কাজ B একা কতদিনে করতে পারবে ?
[A] 20
[B] 60
[C] 75
[D] 10
18. যদি 1/a : 1/7 = 1/3.43 : 1/a তবে a এর মান কত ?
[A] 6.5
[B] 5.6
[C] 4.9
[D] 7.7
19. সৌরভ তার মাসিক আয়ের 20% তার সন্তানের শিক্ষার খাতে খরচ করে । বাকি টাকার 30% সে কাপড়জামায় খরচ করে । আবার সে বাকি থাকা টাকার 50% বাড়ি ভাড়ায় ও মেরামতির কাজে খরচ করে । সমস্ত খরচের পর, সে বাকি থাকা টাকার 50% বাবা-মাকে পাঠায় । বাকি 11200 টাকা সে সঞ্চয় করে । তার মাসিক আয় কত ?
[A] ₹86,000
[B] ₹11,200
[C] ₹1,00,000
[D] ₹80,000
20. 100 নম্বরের একটি অঙ্কের পরীক্ষায় 30 জন স্টুডেন্টের গড় নম্বর হলো 76 । ভুল করে একজন স্টুডেন্টের নম্বর 65 র পরিবর্তে 56 লেখা হয় এবং আরো একজনের নম্বর 48 এর পরিবর্তে 84 লেখা হয় । সঠিক গড় হলো :
[A] 70%
[B] 65%
[C] 75.1%
[D] 80%
21. অমিত বিমলকে একটি আলমারি 10% লাভে বিক্রি করে । বিমল একই আলমারি চেতনকে বিক্রি করে এবং 10% লাভ করে । যদি চেতন আলমারিটি ₹14,520 টাকায় কেনে তবে অমিতের আলমারিটি কত টাকা কেনা পড়েছিল ?
[A] ₹13,000
[B] ₹13,200
[C] ₹12,100
[D] ₹12,000
22. 20%, 10% এবং 15% এর ক্রমিক ডিসকাউন্ট সিরিজ কোন একক ডিসকাউন্টের সাথে সমান :
[A] 38.8%
[B] 37.5%
[C] 40%
[D] 45%
23. একজন ব্যবসায়ী ধার্য্যমূল্য এর উপর 13% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করে এবং 20% লাভ করে । যদি দ্রব্যটির ক্রয়মূল্য 10% বৃদ্ধি পায়, তবে আগের মত একই লাভ করতে হলে, একই ধার্য্যমূল্য এর উপর কত শতাংশ ছাড় দিতে হবে ?
[A] 3.7%
[B] 2.5%
[C] 5.3%
[D] 4.3%
24. ₹10,000 এর উপর 3 বছরে প্রথম বছরে 8% হারে, দ্বিতীয় বছরে 10% এবং তৃতীয় বছরে 12% হারে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে ?
[A] ₹3330.6
[B] ₹3305.6
[C] ₹3350.6
[D] ₹3345.6
25. 2 বছরে 6000 টাকার উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত হবে যদি বার্ষিক সুদের হার 5% হয় ?
[A] ₹35
[B] ₹15
[C] ₹10
[D] ₹30
Answer and Solutions ::























