আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 113

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 113


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. একটি বই বিক্রি করে একজন বিক্রেতার 14% ক্ষতি হয় । যদি বিক্রয়মূল্য 100 টাকা বৃদ্ধি পায় তবে 6% লাভ হয় । বইটির ক্রয়মূল্য কত ?
[A] ₹450
[B] ₹430
[C] ₹380
[D] ₹500 

2. যদি একটি শঙ্কুর আয়তন হয় 770 ঘনসেমি এবং উচ্চতা হয় 15 cm, তবে এটির ভূমি ব্যাসার্ধ হলো :
[A] 0.7 cm
[B] 14 cm
[C] 7 cm 
[D] 70 cm

3. আরিয়া কিছু টাকা ধার করে প্রথম 3 বছরের জন্য বার্ষিক 5% হারে, পরবর্তী 4 বছরের জন্য 8% হারে এবং সাত বছরের পরের জন্য বার্ষিক 16% হারে । 13 বছরের শেষে, যদি সে ₹15,730 টাকা মোট সুদ পেমেন্ট করে, তবে সে কত টাকা ধার করেছিল ?
[A] ₹11,800
[B] ₹12,250
[C] ₹10,500
[D] ₹11,000 

4. 48 টি ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান রেট 33 । তার সর্বোচ্চ স্কোর সর্বনিম্ন স্কোর অপেক্ষা 144 রান বেশি হয় । যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয়, তবে বাকি 46 টি ইনিংসের গড় রান রেট হয় 30 । খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোর কত ?
[A] 173
[B] 178
[C] 174 
[D] 169

5. 75 জন শ্রমিক একটি কাজের এক-তৃতীয়াংশ সম্পন্ন করে 20 দিনে । এটা ঠিক করা হয় যে কাজটি পরবর্তী 30 দিনে শেষ করা হবে । উক্ত সময়ে কাজটি শেষ করতে আরো কতজন শ্রমিককে কাজে নিতে হবে ?
[A] 100
[B] 300
[C] 25 
[D] 225

6. মান নির্ণয় :
60 ÷ [50 + 7 – {14 + (24 এর 2 ÷ 3) – 12 ÷ 4 × 2 + 18 ÷ 4 × 2}]
[A] 1
[B] 5/2 
[C] 2
[D] 5/4

7. 14 m দীর্ঘ এবং 8 m চওড়া একটি ঘরকে 50 cm চওড়া কার্পেট দিয়ে কার্পেটিং করতে প্রতি বর্গমিটারে ₹9.40 হিসেবে মোট কত খরচ হবে ?
[A] ₹1998.50
[B] ₹2535
[C] ₹2200
[D] ₹2105.60 

8. একটি রেসিং ট্রাকে, A এবং B 200 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে । A, B র দিকে হেঁটে যায় 8 km/h বেগে, যেখানে B একই দিকে 5 km/h বেগে হেঁটে যায় । তাদের সাক্ষাতের 1 মিনিট আগে তাদের মধ্যে দূরত্ব কত ছিল ?
[A] 65 m
[B] 55 m
[C] 150 m
[D] 50 m 

9. মান নির্ণয় :
2/5 – [1 1/3 + (1 1/4 – 2 1/3)] ÷ 2 2/3 × 3/5 + 2/5
[A] –133/160
[B] 37/96
[C] 119/160 
[D] 1/40

10. একটি মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হয় 5 : 3 । যদি 4 লিটার জল মিশ্রণে মেশানো হয় তবে অনুপাত হয় 3 : 2 । মিশ্রণে দুধের পরিমান নির্ণয় করো :
[A] 42 লিটার
[B] 25 লিটার
[C] 60 লিটার 
[D] 30 লিটার

11. একটি ক্লাসে 14 জন বালকের গড় ওজন 40.25 kg এবং বাকি 10 জন বালকের গড় ওজন 35.15 kg । ক্লাসের সমস্ত বালকের গড় ওজন নির্ণয় করো :
[A] 35.65 kg
[B] 41.725 kg
[C] 42.50 kg
[D] 38.125 kg 

12. 5, 8, 25 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো :
[A] 60
[B] 30
[C] 20
[D] 40 

13. যদি 280% এর 160 – 25% এর 720 = y% এর 200 হয়, তবে y এর মান নির্ণয় করো ?
[A] 130
[B] 136
[C] 124
[D] 134 

14. 12,000 টাকা 2% বার্ষিক সরল সুদে 12,960 টাকা হয় । সময়কালটি নির্ণয় করো :
[A] 5 বছর
[B] 2 বছর
[C] 3 বছর
[D] 4 বছর 

15. পাঁচ-অঙ্কের নূন্যতম সংখ্যাটি নির্ণয় করো যেটি 14, 30 এবং 42 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় :
[A] 10220
[B] 10040
[C] 10100
[D] 10080 

16. দুজন স্টুডেন্ট A এবং B একটি পরীক্ষায় বসে । A, B র থেকে 9 নম্বর বেশি পায় এবং তার নম্বর তাদের মোট নম্বরের 60% হয় । A কত নম্বর পেয়েছিল ?
[A] 19
[B] 36
[C] 27 
[D] 18

17. কল্যাণ একটি দ্রব্য ₹6400 দামে কেনে এবং এটি সারাই করতে ₹600 খরচ করে । সে ক্রয়মূল্য অপেক্ষা 8% বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে । যদি সে x% ছাড় দেওয়ার পর দ্রব্যটিকে ₹6426 দামে বিক্রি করে তবে x এর মান হলো :
[A] 10
[B] 12
[C] 16
[D] 15 

18. কোনো মূলধনের উপর বার্ষিক 20% হারে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর হয় 9000 টাকা । মুলধনটি নির্ণয় করো :
[A] ₹2,15,000
[B] ₹2,25,000 
[C] ₹2,60,000
[D] ₹2,50,000

19. A এবং B একত্রে একটি কাজ 36 দিনে করতে পারে, যেখানে B এবং C একত্রে এটি 40 দিনে করতে পারে । A, B এবং C একত্রে এটি 30 দিনে করতে পারে । প্রকৃত কাজের 7/8 অংশ B একা কতদিনে করতে পারে ?
[A] 48 দিন
[B] 42 দিন
[C] 40 দিন
[D] 45 দিন 

20. 1024 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, 20% ক্ষতি হয় । কত দামে (₹) এটিকে বিক্রি করতে হবে যাতে 8% লাভ হয় ?
[A] 1,280
[B] 1382.40 
[C] 1408
[D] 1390.60

21. একজন সেলসম্যান একটি দ্রব্য 21% লাভে বিক্রি করে । যদি সে এটি 12% কম দামে কিনতো এবং ₹66 কম দামে বিক্রি করতো তবে তার 30% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো :
[A] ₹1000 
[B] ₹2200
[C] ₹1050
[D] ₹4005

22. যদি a : b = 4 : 9 এবং b : c = 3 : 7 হয় তবে a : b : c কত ?
[A] 4 : 6 : 19
[B] 2 : 9 : 4
[C] 4 : 9 : 21 
[D] 3 : 5 : 8

23. নিম্নের কোন পূর্ণসংখ্যাটি 7, 5 এবং 28 এর গুনিতক নয় ?
[A] 280
[B] 420
[C] 140
[D] 70 

24. ধার্যমূল্যের উপর 416 টাকা ছাড় দিয়ে এক জোড়া ট্রাউজার 2184 টাকায় বিক্রি করা হয়, ছাড়ের শতাংশ কত ?
[A] 18
[B] 16 
[C] 19.7
[D] 19

25. একটি ট্রেন 4:50 pm এ একটি স্টেশন ছেড়ে যায় এবং 45 কিমি দূরে অবস্থিত পরবর্তী স্টেশনে 5:44 pm এ পৌঁছায় । যদি ট্রেনটি একটি ইউনিফর্ম বেগে দৌড়ায় তবে ট্রেনটির বেগ কত (km/h) ?
[A] 45
[B] 50 
[C] 72
[D] 48










Answers and Solutions ::