আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 112

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 112


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. দুটি 4-অঙ্কের সংখ্যার গসাগু হলো 103 এবং তাদের লসাগু হলো 19261 । দুটি সংখ্যার যোগফল কত ?
[A] 3090
[B] 2678
[C] 2884 
[D] 2781

2. যখন একটি দ্রব্য ₹8,40,000 টাকায় বিক্রি করা হয় তখন লাভ হয় 20% । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] ₹8,00,000
[B] ₹7,50,000
[C] ₹7,00,000 
[D] ₹1,08,000

3. রিতার সঞ্চয় হলো তার 20% খরচের সাথে সমান । যদি তার আয় 35% বৃদ্ধি পায় এবং খরচ 38% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় :
[A] 3% হ্রাস পাবে
[B] 20% বৃদ্ধি পাবে 
[C] 13% বৃদ্ধি পাবে
[D] 17% হ্রাস পাবে

4. একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 3432 বর্গসেমি এবং এটির উচ্চতা হলো 10.5 cm । চোঙটির আয়তন হলো (ঘনসেমি) :
[A] 82932
[B] 82239
[C] 83922
[D] 89232 

5. 10 টি বইয়ের গড় দাম হলো ₹150 যেখানে এর মধ্যে 8 টি বইয়ের গড় দাম ₹135 । বাকি 2 টি বইয়ের মধ্যে, যদি একটি বইয়ের দাম অন্যটির থেকে 40% বেশি হয় তবে এই দুটো বইয়ের মধ্যে দামি বইটির মূল্য কত ? 
[A] ₹175
[B] ₹70
[C] ₹210
[D] ₹245 

6. যদি 8, 5, 3, k, k+1 এর গড় হয় 7 তবে k এর মান কত ?
[A] 7
[B] 8
[C] 9 
[D] 6

7. 50 টি আনারস 1800 টাকায় বিক্রি করে, এক ব্যক্তির 10% ক্ষতি হয় । ₹552 টাকায় কতগুলি আনারস তার বিক্রি করা উচিত যাতে এই লেনদেনে তার 15% লাভ হয় ? 
[A] 15
[B] 16
[C] 13
[D] 12 

8. মান নির্ণয় : 
 [8 + 8 – 2 × (2 + 81) – 45 ÷ 9 + (27 ÷ 9 + 5 × 3 – 19)
[A] –165
[B] –156 
[C] 156
[D] 155

9. যদি P : Q = 3 : 2 হয় তবে (P² – Q²) : (P² + Q²) এর অনুপাত কত ?
[A] 5 : 13 
[B] 13 : 5
[C] 10 : 9
[D] 4 : 9

10. মান নির্ণয় : 
 [ 5/6 ÷ 5/2 × 3 – 1 এর 2 ]/[1 + 3 ÷ 1/3 × 6 – 2]
[A] –1/5
[B] –17/90
[C] –1/53 
[D] –2/5

11. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বের একের-তিন অংশ 45 km/h বেগে এবং বাকি দূরত্ব 60 km/h বেগে অতিক্রম করে । যদি সে একটি ইউনিফর্ম বেগে একই সময়ে এই দূরত্ব অতিক্রম করে তবে তার বেগ কত হবে (km/h) ? 
[A] 50
[B] 54 
[C] 32
[D] 45

12. সংখ্যার হিসেবে, 4 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল, এটির পরিধির কত শতাংশ ?
[A] 175%
[B] 150%
[C] 200% 
[D] 135%

13. একটি কম্পিটিটিভ পরীক্ষায়, যোগ্য বালক এবং বালিকার অনুপাত 3 : 2 । যদি আরো একজন বালক যোগ্য হয় এবং একজন যোগ্য বালিকা ক্লাস ছেড়ে চলে যায়, তবে তাদের নতুন অনুপাত হয় 2 : 1 । শুরুতে, মোট যোগ্য প্রার্থী কত ছিল ?
[A] 10
[B] 15 
[C] 12
[D] 18

14. অভয় তার 70% পণ্য 25% লাভে বিক্রি করে, বাকি থাকা পণ্যের 40% সে বিক্রি করে 40% ক্ষতিতে এবং বাকি পণ্য ক্রয়মূল্যে বিক্রি করে । মোট লেনদেনে তার লাভ/ক্ষতির হার কত ?
[A] লাভ 12%
[B] ক্ষতি 10%
[C] ক্ষতি 10.5%
[D] 12.7% লাভ 

15. একটি ট্রেন 70 km/h ইউনিফর্ম বেগে নিৰ্দিষ্ট সময়ে একটি নিৰ্দিষ্ট দূরত্ব অতিক্রম করে । যদি ট্রেনটি 65 km/h বেগে দৌড়ায় তবে এটি আগের থেকে 42 মিনিট বেশি সময় নেয় । ট্রেনটি কত দূরত্ব (km) অতিক্রম করে ?
[A] 650
[B] 680
[C] 637 
[D] 670

16. কত টাকার উপর বার্ষিক 8% হারে 4 বছরে 2400 টাকা সরল সুদ পাওয়া যায় ?
[A] ₹9,900
[B] ₹7,500 
[C] ₹5,100
[D] ₹768

17. ফেস্টিভ সিজনের জন্য, একজন দোকানদার 20% ছাড় দেয় । এছাড়া আরো 5% ছাড় দেয় সেই সমস্ত গ্রাহকদের যারা ₹5000 টাকার বেশি কেনাকাটা করে । অনুপম 7500 টাকা ধার্যমূল্যের একটি দ্রব্য কেনে । সে কত টাকা সঞ্চয় করলো ?
[A] ₹2000
[B] ₹2500
[C] ₹1800 
[D] ₹1875

18. সমপরিমাপের তিনটি পাত্রে এসিড ও জলের মিশ্রণ আছে । তিনটি পাত্রের এসিড ও জলের অনুপাত হলো যথাক্রমে 1 : 4, 3 : 7 এবং 2 : 3 । যদি তিনটি পাত্র একসাথে মেশানো হয় তবে মিশ্রণে এসিড ও জলের অনুপাত কত ? 
[A] 3 : 10
[B] 9 : 14
[C] 3 : 7 
[D] 9 : 7

19. একটি সংখ্যা থেকে সংখ্যার 35% বিয়োগ করা হলে ফলাফল হয় 26 তবে সংখ্যাটি কত ?
[A] 250
[B] 13
[C] 35
[D] 40 

20. 5 জন মহিলা এবং 2 জন পুরুষ একটি কাজ 4 দিনে করতে পারে, যেখানে 6 জন মহিলা এবং 3 জন পুরুষ একই কাজ 3 দিনে করতে পারে । একজন মহিলা এবং একজন পুরুষ একত্রে একই কাজ কতদিনে করবে ? 
[A] 14
[B] 13 1/2
[C] 12 
[D] 11

21. এক ব্যক্তি তার টাকার 1/2 অংশ 6% এ, 1/4 অংশ 8% এ এবং বাকি 12% এ বিনিয়োগ করে । যদি তার বার্ষিক আয় ₹528 হয় তবে তার টাকার পরিমাণ কত ?
[A] ₹6100
[B] ₹5900
[C] ₹6300
[D] ₹6600 

22. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যাকে 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করা হলে 4, 5, 6 এবং 7 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে ?
[A] 99794
[B] 99997
[C] 99792
[D] 99790 

23. কোনো নির্দিষ্ট মূলধনের উপর 2 বছরে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ হয় 416 টাকা । একই টাকার উপর একই হারে একই সময়ের জন্য সরল সুদ কত হবে ? 
[A] ₹400 
[B] ₹380
[C] ₹360
[D] ₹375

24. A এবং B একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে যেখানে C এবং D একত্রে একই কাজ 6 দিনে করতে পারে । A, B, C এবং D একত্রে কাজটি কতদিনে করতে পারে ?
[A] 3
[B] 2 1/2
[C] 2 1/4
[D] 2 

25. একজন দোকানদার, কম্পিউটারের পুরানো স্টক বিক্রি করার উদ্দেশ্যে, 18% ছাড় দেয় । যদি একটি কম্পিউটারের ধার্যমূল্য ₹7,500 হয় তবে এটির বিক্রয়মূল্য কত ? 
[A] ₹6,300
[B] ₹6,850
[C] ₹6,150 
[D] ₹6,500











Answers and Solutions ::