আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 110
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 110
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 8 এবং 14 দ্বারা ভাগ করা হলে যথাক্রমে 5 এবং 11 ভাগশেষ পাওয়া যায় :
[A] 77
[B] 53
[C] 47
[D] 45
[A] 77
[B] 53
[C] 47
[D] 45
2. মান নির্ণয় :
9 – 2 × 2 ÷ 6 এর 3 + 3
[A] 10
[B] 1
[C] 7/18
[D] 11 7/9
3. 3596 টাকা A, B এবং C আর মধ্যে 1/6 : 1/8 : 1/9 অনুপাতে ভাগ করা হয় । A এবং C এর ভাগের মধ্যে অন্তর কত (₹) ?
[A] 434
[B] 620
[C] 496
[D] 372
4. এক ব্যক্তি একটি দ্রব্য 2320 টাকায় বিক্রি করে এবং এই লেনদেনে তার 16% লাভ হয় । তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে যদি এটি 2100 টাকায় বিক্রি করে ?
[A] লাভ, 6%
[B] লাভ, 5%
[C] ক্ষতি, 6%
[D] ক্ষতি, 5%
5. একটি বৃত্তাকার মাঠ লেভেলিং করতে প্রতি বর্গমিটারে ₹5 টাকা হিসেবে মোট ₹19,250 খরচ হয় । ₹24 প্রতি মিটার হিসেবে এটির চারিদিকে একটি বেড়া বসাতে কত খরচ হবে ?
[A] 4752
[B] 5500
[C] 5280
[D] 4224
6. বার্ষিক 12% হারে এক ব্যক্তি 2,50,000 টাকা দেড় বছরের জন্য বিনিয়োগ করে । অর্ধবার্ষিক হিসেবে প্রাপ্ত টাকা এবং বার্ষিক হিসাবে প্রাপ্ত টাকার মধ্যে অন্তর কত ?
[A] ₹900
[B] ₹970
[C] ₹954
[D] ₹950
7. একজন দোকানদার প্রতিটি দ্রব্যের উপর 20% এবং 10% ক্রমিক ছাড় দেয় । ₹500 টাকা ধার্যমূল্যের একটি দ্রব্য গ্রাহক কত টাকায় পাবে ?
[A] ₹320
[B] ₹360
[C] ₹470
[D] ₹350
8. এক ব্যক্তি এবং 230 মিটার দীর্ঘ একটি ট্রেনের মধ্যে দূরত্ব হলো 115 মিটার । 60 km/h বেগে চলমান ট্রেনটি কত সময়ে (সেকেন্ড) ওই ব্যক্তিকে অতিক্রম করবে যে 9 km/h বেগে ট্রেনের দিকে ছুটে আসছে ?
[A] 24
[B] 12
[C] 20
[D] 18
9. একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যে অনুপাত 4 : 7 : 9 । যদি দীর্ঘতম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 65 cm হয়, তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত (cm) ?
[A] 35
[B] 30
[C] 55
[D] 33.5
10. একটি পরীক্ষায় একটি গ্রুপের কিছু সংখ্যক স্টুডেন্টের গড় নম্বর 58 । স্টুডেন্টের মধ্যে সবথেকে ভালো 15% স্টুডেন্টের গড় নম্বর 85 এবং সবথেকে খারাপ 20% স্টুডেন্টের গড় নম্বর 28 । বাকি স্টুডেন্টদের গড় নম্বর কত ?
[A] 72
[B] 61
[C] 43
[D] 35
11. ট্রাপিজিয়ামটির উচ্চতা নির্ণয় করো যার সমান্তরাল বাহুগুলির সমষ্টি 9.5 cm এবং ক্ষেত্রফল 57 বর্গসেমি ?
[A] 5.8 cm
[B] 12 cm
[C] 7.5 cm
[D] 6 cm
12. যদি কোনো নিৰ্দিষ্ট মূলধন সরল সুদে ₹1980 এবং ₹2070 হয় 2 বছর এবং 3 বছরে যথাক্রমে তবে মূলধনের পরিমান কত (₹) ?
[A] 1,850
[B] 1,840
[C] 1,750
[D] 1,800
13. যদি 25 জন ব্যক্তি 36 ঘন্টায় একটি কাজ করতে পারে তবে 12 জন ব্যক্তি একই কাজ কত ঘন্টায় সম্পূর্ণ করবে ?
[A] 49
[B] 75
[C] 50
[D] 65
14. A একা একটি কাজ 18 দিনে করতে পারে এবং B একা একই কাজ 24 দিনে করতে পারে । A এবং B দুজনে ₹22,500 টাকার বিনিময়ে কাজটি নেয় । C এর সাহায্যে তারা কাজটি 8 দিনে সম্পন্ন করে । A কত টাকা পাবে ?
[A] ₹5192
[B] ₹10,000
[C] ₹9,000
[D] ₹7500
15. যদি 22, 15, 28, p এবং q এর গড় হয় 16 তবে p এবং q এর গড় নির্ণয় করো :
[A] 15
[B] 7.5
[C] 6
[D] 12
16. যদি 240 m দৈর্ঘ্যের একটি ট্রেন 250 m দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 28 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির বেগ কত (km/h) ?
[A] 60
[B] 63.6
[C] 60.5
[D] 63
17. একজন বিক্রেতা একটি ঘড়ি 15% ক্ষতিতে বিক্রি করে । যদি বিক্রয়মূল্য ₹150 বৃদ্ধি পায় তবে 5% লাভ পাওয়া যায় । ঘড়িটির ক্রয়মূল্য কত ?
[A] ₹750
[B] ₹830
[C] ₹625
[D] ₹915
18. মান নির্ণয় :
1800 ÷ 10 × [45 ÷ (17 – 2)] এর 2 + [ –2 (1 + 2)]
[A] –2160
[B] 33 1/3
[C] 0
[D] 1074
19. যদি 16% এর x = 24% এর y হয় তবে x এর 24% কত ?
[A] 150% এর y
[B] 48% এর y
[C] 40% এর y
[D] 36% এর y
20. একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্যমূল্য এমনভাবে স্থির করে যাতে ধার্যমূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরও তার 19% লাভ হয় । যাইহোক, একজন গ্রাহক 15% এর পরিবর্তে 18% ছাড় পায় । এখন ব্যবসায়ীর নতুন লাভের হার কত ?
[A] 13.8%
[B] 14.8%
[C] 14.5%
[D] 12.5%
21. এক বিক্রেতা একটি দ্রব্য 68 টাকায় বিক্রি করে এবং তার 15% ক্ষতি হয় । 20% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে ?
[A] ₹92
[B] ₹95
[C] ₹96
[D] ₹90
22. 18,400 টাকা 6 জন পুরুষ, 13 জন মহিলা এবং 6 জন বালকের মধ্যে এমন অনুপাতে ভাগ করো যাতে একজন ব্যক্তি, একজন মহিলা এবং একজন বালকের ভাগের অনুপাত হয় 5 : 4 : 3 । প্রতিটি বালক কত টাকা পাবে ?
[A] ₹552
[B] ₹1150
[C] ₹525
[D] ₹750
23. 5-অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 3, 5, 6 এবং 9 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1, 3, 4 এবং 7 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে ?
[A] 99999
[B] 99990
[C] 99988
[D] 99992
24. কোনো নিৰ্দিষ্ট মূলধন সরল সুদের হারে 4 বছরে হয় ₹10,164 এবং 7 1/2 বছরে হয় ₹12,320 । মূলধন এবং সুদের হার হলো যথাক্রমে :
[A] ₹7800 এবং 8.5%
[B] ₹8000 এবং 7%
[C] ₹7700 এবং 8%
[D] ₹7500 এবং 9%
25. পরীক্ষায় বসা মোট প্রার্থীর 45% হলো বালিকা । 75% বালক এবং 80% বালিকা পাস করে এবং 144 জন বালিকা ফেল করে । কতজন বালক ফেল করেছিল ?
[A] 180
[B] 220
[C] 210
[D] 240
Answers and Solutions ::
























