আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 107

 

আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 107


****************************** 

নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :


1. গম এবং চালের ধার্য্যমূল্য এর অনুপাত 3 : 8 এবং পরিবারের ওই গুলি ব্যবহারের পরিমাণের অনুপাত 4 : 9 । গম এবং চালের উপর খরচের অনুপাত কত হবে ?
[A] 6 : 1
[B] 3 : 2
[C] 1 : 6 
[D] 2 : 3

2. 35 কিমি হাঁটতে সচিনের প্রেমের থেকে 50 মিনিট বেশি সময় লাগে । কিন্তু শচীন তার দ্বিগুন বেগে, প্রেমের থেকে 1 1/2 ঘন্টা আগে পৌঁছে যায় । সচিনের বেগ হলো :
[A] 7 km/h
[B] 7 1/2 km/h 
[C] 8 1/2 km/h
[D] 8 km/h

3. 2, 4, 6 এর চতুর্থ সমানুপাতি এবং 4, 8 এর তৃতীয় সমানুপাতির মধ্যে অনুপাত নির্ণয় করো -
[A] 6 : 11
[B] 4 : 3
[C] 5 : 9
[D] 3 : 4 

4. A এবং B একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে । B এবং C একই কাজ 10 দিনে করে । A, B এবং C একত্রে একই কাজ 5 দিনে করতে পারে । A এবং C একই কাজ কতদিনে করতে পারবে ?
[A] 8 1/2 দিন
[B] 8 দিন
[C] 7 দিন
[D] 7 1/2 দিন 

5. একটি শহরের জনসংখ্যা হলো 5,00,000 । যদি বার্ষিক জন্মের হার 5% হয় এবং বার্ষিক মৃত্যুর হার 1% হলে 3 বছর পর, শহরের জনসংখ্যা কত হবে ?
[A] 5,95,502
[B] 5,62,432 
[C] 4,44,498
[D] 4,42,368

6. একটি দ্রব্যের ক্রয়মূল্য 1545 টাকা যেটি ধার্য্যমূল্য অপেক্ষা 25% কম । যদি দ্রব্যটিকে 18% ছাড়ে বিক্রি করা হয় তবে লেনদেনের উপর লাভ কত শতাংশ হবে ?
[A] 9.67
[B] 13.33
[C] 9.33 
[D] 13.67

7. বার্ষিক নিৰ্দিষ্ট সরল সুদের হারে ₹15,500 টাকা 3 1/2 বছরে হয় ₹19,189 । একই টাকার উপর একই হারে 6 2/3 বছরে সরল সুদ হবে :
[A] ₹8060
[B] ₹7012
[C] ₹8057
[D] ₹7027 

8. একটি চেয়ারের ক্রয়মূল্য 450 টাকা । রবি 10 টি চেয়ার ₹3,825 টাকায় কেনে । 10 টি চেয়ার কেনার জন্য সে কত শতাংশ ছাড় পেলো ?
[A] 12%
[B] 10%
[C] 8%
[D] 15% 

9. একটি আয়তক্ষেত্রের বাহুগুলির মধ্যে অন্তর হলো 3 cm, যার ক্ষেত্রফল 154 বর্গসেমি তবে এটির বৃহত্তর বাহুর দৈর্ঘ্য কত (cm) ?
[A] 15
[B] 12.5
[C] 14 
[D] 14.5

10. একটি ব্যাগের মধ্যে ₹1, ₹2 এবং ₹5 কয়েন 12 : 5 : 3 অনুপাতে আছে । যদি ব্যাগের মধ্যে মোট ₹3626 থেকে থাকে তবে ₹5 টাকার কয়েন ব্যাগে কতগুলি আছে ?
[A] 285
[B] 297
[C] 291
[D] 294 

11. একটি নির্বাচনের মধ্যে দুটি প্রার্থী অংশ নেয়, মোট ভোটের মধ্যে পার্টি D, পার্টি R অপেক্ষা 12% বেশি ভোট পায় । যদি পার্টি R 176000 ভোট পায় তবে এটি কত ভোটে নির্বাচনে হারে ?
[A] 48000 
[B] 62000
[C] 40000
[D] 24000

12. মান নির্ণয় :
[18 × 4 ÷ 2 এর 3 – 4]/[2×(9–7)+1 –2×3÷4 এর 1/2]
[A] 6
[B] 4 
[C] 1/6
[D] 1/2

13. একটি সংখ্যাকে যখন 3, 4, 6, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ পাওয়া যায় । এছাড়াও সংখ্যাটি 3-অঙ্কের বৃহত্তম সংখ্যা । সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি হলো :
[A] 10
[B] 15
[C] 13
[D] 16 

14. একটি নিৰ্দিষ্ট মূলধন 1,40,000 টাকার উপর অর্জিত 8% সুদ, প্রতি বছর সমপরিমানের 20 টি স্কলারশিপ প্রদানের জন্য ব্যবহার করা হয় । প্রতিটি স্কলারশিপের মূল্য কত (₹) ?
[A] 660
[B] 560 
[C] 700
[D] 600

15. যদি A, B এর এক-তৃতীয়াংশ হয়, B C এর দ্বিগুন হয়, D A এর দুই-তৃতীয়াংশ হয় এবং A, B, C ও D এর গড় 74 হয় তবে A এবং C এর মধ্যে অন্তর হলো :
[A] 32
[B] 26
[C] 28
[D] 24 

16. 64 cm × 36 cm × 44 cm মাপের একটি নিরেট ধাতব আয়তঘনককে গলানো হলো এবং প্রতিটি 12 cm ব্যাসার্ধের নিরেট বল এটা থেকে তৈরি করা হয় । বলের সংখ্যা হবে :
[A] 12
[B] 15
[C] 10
[D] 14 

17. মান নির্ণয় :
25 – [20 – {10 – (7 – 2)}]
[A] 12
[B] 10 
[C] 8
[D] 7

18. ₹800 টাকায় নয়টি ছাতা কেনা হলো এবং 7 টি 800 টাকা দরে বিক্রি করা হলো । লাভের হার কত ?
[A] 28.57 
[B] 28
[C] 20
[D] 26.5

19. বদ্রির 15% ক্ষতি হয় যখন সে তার স্কুটার ₹17,000 দামে বিক্রি করে । 18% লাভ পেতে হলে, তাকে কত দামে (₹) এটিকে বিক্রি করতে হবে ?
[A] 22,400
[B] 23,900
[C] 24,200
[D] 23,600 

20. যদি রাহুলের বেতন থেকে 60% ট্যাক্স কেটে নেওয়া হয় তবে ট্যাক্স হিসেবে দেওয়ার জন্য ₹12,800 টাকা পড়ে থাকে । রাহুল মোট কত ট্যাক্স দেয় ?
[A] ₹30,000
[B] ₹35,000
[C] ₹32,000 
[D] ₹28,000

21. ছোটো থেকে বড় সাজানো সাতটি অযুগ্মই সংখ্যার গড় হলো 79 । প্রথম পাঁচটি সংখ্যার গড় কত ?
[A] 78
[B] 77 
[C] 75
[D] 76

22. দুটি শহরের মধ্যে দূরত্ব 8 ঘন্টায় 55 km/h বেগে অতিক্রম করা যায় । যদি বেগ 25 km/h বৃদ্ধি পায় তবে কতটা সময় বাঁচবে ?
[A] 3 ঘন্টা 30 মিনিট
[B] 3 ঘন্টা 50 মিনিট
[C] 2 ঘন্টা 30 মিনিট 
[D] 2 ঘন্টা 50 মিনিট

23. ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 42, 44, 26, 39 এবং 40 দ্বারা বিভাজ্য, তা হলো -
[A] 960954
[B] 960960 
[C] 960945
[D] 960958

24. একটি দ্রব্যের জন্য, উৎপাদক 12% লাভ করে, একজন হোলসেলার 10% এবং রিটেইলার 15% লাভ করে । উৎপাদকের জন্য ক্রয়মূল্য নির্ণয় করো যদি এটির রিটেইল প্রাইস হয় ₹56,672 :
[A] ₹35,000
[B] ₹28,000
[C] ₹32,000
[D] ₹40,000 

25. মধু এবং সিনে একটি কাজ 20 দিনে করতে পারে । সিনে এবং রোজি এটি 12 দিনে ও রোজি এবং মধু এটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে । কত দিনে তারা একত্রে এটি শেষ করতে পারবে ?
[A] 4 দিন
[B] 10 দিন 
[C] 8 দিন
[D] 12 দিন








Answers and Solutions ::