আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 104
আগামী পরীক্ষার জন্য Math প্রাকটিস সেট MCQ পর্ব - 104
******************************
নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (20 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো :
1. একটি বক্সে 50p এবং 25p কয়েন 9 : 5 অনুপাতে আছে, মোট টাকার পরিমাণ ₹207 । 50p -র কয়েন সংখ্যা কত ?
[A] 180
[B] 324
[C] 226
[D] 150
[A] 180
[B] 324
[C] 226
[D] 150
2. দুটি সংখ্যার মধ্যে অনুপাত হলো 3 : 8 । উভয় সংখ্যার সাথে 8 যোগ করলে, অনুপাত হয় 2 : 5 । সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 288
[B] 264
[C] 240
[D] 120
3. আরতি এবং রিতা একটি কাজ 8 ঘন্টায় (একত্রে তাদের নিৰ্দিষ্ট হারে যথাক্রমে) করতে পারে এবং আরতি একা কাজটি 10 ঘন্টায় করতে পারে । রিতা একা কাজটি কত ঘন্টায় করতে পারবে ?
[A] 40
[B] 20
[C] 15
[D] 10
4. এক ব্যক্তি 54 কিমি দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, কিছুটা পায়ে হেঁটে 6 km/h বেগে এবং কিছুটা বাইসাইকেলে 18 km/h বেগে । পায়ে হেঁটে সে কতটা দূরত্ব (km) অতিক্রম করে তা নির্ণয় করো :
[A] 8
[B] 18
[C] 9
[D] 12
5. মান নির্ণয় :
(1/2) [{–2(12 + 2)}10]
[A] –140
[B] –160
[C] –100
[D] –35
6. একই হারে বার্ষিক সরল সুদে কোনো টাকা ₹x, 3 বছর পর হয় ₹10,483 এবং 7 বছর পর হয় ₹12,727 । x এর মান হলো :
[A] ₹5000
[B] ₹8800
[C] ₹6000
[D] ₹7500
7. এক ব্যক্তি তার দ্রব্যের তিনের-পাঁচ অংশ 16% লাভে এবং বাকিটা ক্রয়মূল্যে বিক্রি করে । মোটের উপর তার লাভের পরিমান নির্ণয় করো :
[A] 9 3/5% লাভ
[B] 12 1/5% ক্ষতি
[C] 7 3/4% লাভ
[D] 11 1/2% ক্ষতি
8. বার্ষিক বৃদ্ধি সহ, নিরার বেতন ₹45000 থেকে বেড়ে ₹48150 হয় । বৃদ্ধির হার নির্ণয় করো :
[A] 6.75%
[B] 7%
[C] 7.5%
[D] 6.25%
9. 20 এবং 50 -র মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত ?
[A] 35.857
[B] 35.917
[C] 35.234
[D] 35.123
10. মান নির্ণয় :
68 – [5 + 3 এর (25 – 2 × 10)] ÷ 2
[A] 4
[B] 2
[C] 8
[D] 58
11. রামু ব্যাংক থেকে সরল সুদে ₹20,000 ধার নেয় এবং 5 বছর পর ব্যাংককে ₹25,000 টাকা পরিশোধ করে । বার্ষিক সুদের হার কত ছিল ?
[A] 6%
[B] 8%
[C] 7%
[D] 5%
12. যদি x² - 5x + 6 এবং x² + mx + 12 এর গসাগু হয় (x – 3) তবে m এর মান কত ?
[A] 2
[B] –2
[C] –1
[D] –7
13. তিনটি সংখ্যার মধ্যে অনুপাত হলো 2 : 3 : 5 এবং তাদের ঘনফলের সমষ্টি হলো 34560 । দ্বিতীয় সংখ্যাটি কত ?
[A] 12
[B] 30
[C] 18
[D] 6
14. 148 cm পরিসীমা বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 70 cm । রম্বসটির ক্ষেত্রফল (বর্গসেমি) হলো :
[A] 1680
[B] 410
[C] 840
[D] 750
15. আট বছর আগে, 4 জনের একটি পরিবারের গড় বয়স ছিল 19 বছর । পরিবারে একটি মেয়ে শিশু জন্ম নেয় এবং এখন পরিবারের গড় বয়স 8 বছর আগে যা ছিল তার থেকে 4 বছর বেশি । মেয়ে শিশুটির বয়স কত ?
[A] 6 বছর
[B] 7 বছর
[C] 3 বছর
[D] 5 বছর
16. তিনটি ক্রমিক ছাড় 10%, 15% এবং 20%, কোন একক ছাড়ের সাথে সমান ?
[A] 45%
[B] 39.8%
[C] 38.8%
[D] 61.2%
17. সেই সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 39, 52 এবং 60 দ্বারা ভাগ করলে 30, 43 এবং 51 ভাগশেষ পাওয়া যায় যথাক্রমে ?
[A] 790
[B] 780
[C] 771
[D] 781
18. আমি 10 km/h বেগে হাঁটি এবং 2 ঘন্টায় একটি দূরত্ব অতিক্রম করি । যদি আমি বেগ 5 km/h বৃদ্ধি করি, তবে আমি আমার গন্তব্যে কত আগে পৌঁছে যাবো ?
[A] 20 মিনিট
[B] 10 মিনিট
[C] 40 মিনিট
[D] 50 মিনিট
19. 44 km দূরত্ব অতিক্রম করতে একটি চাকা 1000 বার পাক খায় । চাকার ব্যাসার্ধ নির্ণয় করো :
[A] 7 m
[B] 14 m
[C] 6 m
[D] 22 m
20. A এবং B একটি কাজ যথাক্রমে 30 এবং 40 দিনে করতে পারে । তারা একসাথে কাজ শুরু করে । কিছুদিন পর A কাজ ছেড়ে চলে যায় এবং B বাকি কাজটি 5 দিনে শেষ করে । কতদিন পর A কাজ ছেড়ে চলে যায় ?
[A] 15
[B] 20
[C] 12
[D] 16
21. এক ব্যক্তি দুটি টিভি সেট প্রতিটি ₹7200 বিক্রি করে, এরফলে তার লাভ বা ক্ষতি কিছুই হয় না । যদি সে একটি টিভি সেট 10% ক্ষতিতে বিক্রি করে তবে অন্য টিভি সেটটি কত লাভে বিক্রি করে ?
[A] 17 1/2%
[B] 12 1/2%
[C] 15 1/2%
[D] 8 1/2%
22. রাখি তার দোকানের সমস্ত দ্রব্যের উপর 30% ছাড় দেয় এবং তাও সে 12% লাভ করে । 280 টাকা ধার্য্যমূল্য এর একটি দ্রব্যের ক্রয়মূল্য কত (₹) ?
[A] 275
[B] 185
[C] 170
[D] 175
23. একটি রেস্টুরেন্টে, 40% গ্রাহক নন-ভেজিটারিয়ান লাঞ্চ করে, 52% ভেজিটারিয়ান লাঞ্চ করে এবং 20% উভয় ধরনের লাঞ্চ করে । যদি 125 জন গ্রাহক উপস্থিত থাকে তবে কত জন কোনো এক ধরনের লাঞ্চ করে নি (How many did NOT eat either type of lunch) ?
[A] 30
[B] 25
[C] 35
[D] 27
24. এক ব্যক্তি কিছু খেলনা 12 টা 48 টাকা দামে কেনে এবং সেগুলোকে 8 টা 48 টাকা দামে বিক্রি করে । তার লাভ বা ক্ষতির হার কত ?
[A] 5.0%
[B] 50%
[C] 0.50%
[D] 2.5%
25. বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধিতে কত সময়ে ₹6,25,000 টাকা ₹8,31,875 টাকায় পরিণত হয় ?
[A] 2 বছর
[B] 4 বছর
[C] 3 বছর
[D] 6 বছর
Answers and Solutions ::
























