আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 85 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 85 (MCQ)

***********************


1. বাহমনি রাজবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ গুলবর্গা 
Ⓑ বিজয়নগর
Ⓒ রায়গড়
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

■ এই বংশের রাজত্বকাল - 1347 - 1481 সাল
■ প্রতিষ্ঠাতা - আলাউদ্দিন বাহমান শাহ
■ শেষ রাজা - কুলিমুল্লাহ শাহ

2. নিম্নের কোন শাসককে 'সার্বভৌমত্ব দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা' বলা হয় ?
Ⓐ ইলতুতমিস
Ⓑ গিয়াসউদ্দিন বলবন
Ⓒ কুতুবউদ্দিন আইবক 
Ⓓ আলাউদ্দিন খলজি

Ans : (C)

■ তার শাসনকাল -1206 - 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত
■ দানশীলতার জন্য লাখবক্স বলা হতো
■ দিল্লীতে 'কিউয়াদ আল ইসলাম' ও আজমিরে 'আড়াই দিন কা ঝোপড়া' মসজিদ নির্মাণ করেন

3. নিম্নের কোন শাসক দাগ ও হুলিয়া প্রথা রদ করেন ?
Ⓐ ইব্রাহিম লোদী
Ⓑ ফিরোজ শাহ তুঘলক 
Ⓒ জাহাঙ্গীর
Ⓓ ঔরঙ্গজেব

Ans : (B)

4. মেহরৌলি লৌহস্তম্ভ শিলালিপি থেকে কোন রাজার কথা জানতে পারি ?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত 
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ কুমারগুপ্ত

Ans : (B)

■ তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা
■ তিনি 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন

5. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ বিন্দুসার
Ⓒ মহম্মদ বিন তুঘলক 
Ⓓ আকবর

Ans : (C)

6. সিন্ধু সভ্যতার নিম্নের কোন স্থানটি ভারতে অবস্থিত নয় ?
Ⓐ হরপ্পা 
Ⓑ লোথাল
Ⓒ বনওয়ালি
Ⓓ ধোলাভিরা

Ans : (A)

■ এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত
■ লোথাল, ধোলাভিরা - গুজরাট
■ বনওয়ালি - হরিয়ানা

7. কোন বৌদ্ধ অধিবেশনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান ও মহাযানে বিভক্ত হয়ে যান ?
Ⓐ তৃতীয়
Ⓑ প্রথম
Ⓒ চতুর্থ 
Ⓓ দ্বিতীয়

Ans : (C)

■ এটি 72 AD তে অনুষ্ঠিত হয়
■ কাশ্মীরের কুন্দলবনে এটি আয়োজিত হয়

8. নিম্নের কোন গভর্ণর জেনারেল কে সিভিল সার্ভিসের জনক বলা হয় ?
Ⓐ ওয়ারেন হেস্টিংস
Ⓑ লর্ড কর্ণওয়ালিস 
Ⓒ স্যার জন শোর
Ⓓ লর্ড এলেনবরো

Ans : (B)

■ তাঁর কার্যকাল - 1786 - 1793
■ তাঁর আমলে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশ ব্যবস্থার পুনগঠন ঘটে

9. কলকাতায় ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ শিশির কুমার ঘোষ 
Ⓑ দেবেন্দ্রনাথ ঠাকুর
Ⓒ আনন্দমোহন বসু
Ⓓ রাধাকান্ত দেব

Ans : (A)

■ এটি 1875 সালে প্রতিষ্ঠা হয়
■ দেবেন্দ্রনাথ ঠাকুর - তত্ত্ববোধিনী সভা
■ আনন্দমোহন বসু - ভারত সমাজ
■ রাধাকান্ত দেব - ধর্মসভা

10. নিম্নের কোন সম্রাট কে - ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী' বলা হয় ?
Ⓐ ধননন্দ
Ⓑ শিশুনাগ
Ⓒ কালাশোক
Ⓓ মহাপদ্মনন্দ 

Ans : (D)

11. ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ⓐ পশ্চিমবঙ্গ 
Ⓑ পাঞ্জাব
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ অসম

Ans : (A)

12. হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
Ⓐ জলপাইগুড়ি
Ⓑ নদীয়া
Ⓒ দক্ষিণ 24 পরগণা 
Ⓓ বীরভূম

Ans : (C)

13. পিচাভরম, মাথিপেট ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ তামিলনাড়ু 
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ গুজরাট

Ans : (B)

14. রবার - কোন ধরণের ফসলের অন্তর্গত ?
Ⓐ খাদ্য শস্য
Ⓑ অর্থকরী ফসল
Ⓒ বাগিচা ফসল 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)

15. নিম্নের কোন রেঞ্জটি ভারত এবং তুর্কিস্তানের মধ্যে জলবিভাজিকা হিসেবে কাজ করে ?
Ⓐ জাস্কার
Ⓑ কৈলাস
Ⓒ কারাকোরাম 
Ⓓ লাদাখ

Ans : (C)

16. নিম্নের কোন স্থানকে ভারতের পিটসবার্গ বলা হয় ?
Ⓐ মুসৌরি
Ⓑ কোচি
Ⓒ জামশেদপুর 
Ⓓ দুর্গাপুর

Ans : (C)

17. প্রমান উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত ?
Ⓐ 2.24 লিটার
Ⓑ 11.2 লিটার
Ⓒ 224 লিটার
Ⓓ 22.4 লিটার 

Ans : (D)

18. শাবল, বেলচা - এগুলি কোন শ্রেণির লিভারের অন্তর্ভুক্ত ?
Ⓐ প্রথম শ্রেণি 
Ⓑ দ্বিতীয় শ্রেণি
Ⓒ তৃতীয় শ্রেণি
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (A)

● আরো কিছু প্রথম শ্রেণির লিভারের উদাহরণ হলো - সাধারণ তুলাযন্ত্র, কাঁচি, ঢেঁকি, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র
● যান্ত্রিক সুবিধা 1 এর বেশি বা 1 এর সমান বা 1 এর কম হতে পারে

19. নিম্নের কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
Ⓐ কার্বন ডাইঅক্সাইড
Ⓑ কার্বন মনোঅক্সাইড
Ⓒ নাইট্রাস অক্সাইড 
Ⓓ সালফার ডাইঅক্সাইড

Ans : (C) 

20. বার্লোচক্রে তড়িৎশক্তি কিসে রূপান্তর ঘটে ?
Ⓐ শব্দশক্তি
Ⓑ যান্ত্রিক শক্তি 
Ⓒ স্থিতিশক্তি
Ⓓ রাসায়নিক শক্তি

Ans : (B)

21. মোটরগাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
Ⓐ অবতল
Ⓑ উত্তল 
Ⓒ সমতল
Ⓓ অধিবৃত্তাকার

Ans : (B)

● দাড়ি কমানোর দর্পণ - অবতল দর্পণ
● মুখ দেখার দর্পণ - সমতল দর্পণ
● গাড়ির হেডলাইটের পিছনের দর্পণ - অধিবৃত্তাকার দর্পণ

22. ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ চালুর প্রস্তাব করে -
Ⓐ সাচার কমিটি
Ⓑ বলবন্ত মেহেতা কমিটি 
Ⓒ কোঠারি কমিটি
Ⓓ কেলকার কমিটি

Ans : (B)

23. লোকসভার মেয়াদ সাধারণত কত বছরের হয় ?
Ⓐ 4 বছর
Ⓑ 6 বছর
Ⓒ 5 বছর 
Ⓓ 8 বছর

Ans : (C)

24. অর্থনীতির বিশ্বায়ন শুরু হয় কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ?
Ⓐ দশম
Ⓑ নবম
Ⓒ অষ্টম 
Ⓓ সপ্তম

Ans : (C)

● এই পরিকল্পনার সময়কাল ছিল - 1992 - 1997
● অর্থনীতির বিশ্বায়ন শুরু হয় 1991 সালের শেষে

25.  আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ রোম
Ⓑ প্যারিস
Ⓒ জেনেভা 
Ⓓ দ্য হেগ

Ans : (C)

26. মালয়েশিয়ার রাজধানী কোথায় অবস্থিত ?
Ⓐ মাসেরু
Ⓑ কোয়ালালামপুর 
Ⓒ হারারে
Ⓓ লুসাকা

Ans : (B)

27. সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ দেরাদুন
Ⓑ শিলং
Ⓒ নতুন দিল্লী 
Ⓓ মুম্বাই

Ans : (C)

28. নিম্নের কোন পুরস্কারটি সঙ্গীতে দেওয়া হয় ?
Ⓐ ম্যান বুকার
Ⓑ গ্রামী পুরস্কার 
Ⓒ রামন ম্যাগসেসাই
Ⓓ অ্যাবেল পুরস্কার

Ans : (B)

29. প্রতিবছর কোন দিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় ?
Ⓐ 16 ই এপ্রিল
Ⓑ 14 ই ফেব্রুয়ারি
Ⓒ 21 শে মার্চ
Ⓓ 8 ই মে 

Ans : (D)