আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 82 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 83 (MCQ)

***********************


1. সেলুকাস নিম্নের কোন রাজা/সুলতানের মন্ত্রীর নাম ?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ ঔরঙ্গজেব
Ⓒ নাগদশক
Ⓓ আলেকজান্ডার 

Ans : (D)

দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর মন্ত্রীর নাম - বীরসেন
ঔরঙ্গজেব - শায়েস্তা খাঁ
নাগদশক - শিশুনাগ

2. নিম্নের কোন বংশের শাসকরা অন্ধ্রভৃত্য নামেও পরিচিত ছিল?
Ⓐ গুপ্ত বংশ
Ⓑ চেদী বংশ
Ⓒ শুঙ্গ বংশ
Ⓓ সাতবাহন বংশ 

Ans : (D)

3. 'ধর্ম বিজয়ই হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়' উক্তিটি কে করেছেন ?
Ⓐ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ অশোক 
Ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্তমৌর্য

Ans : (C)

তার কার্যকাল খ্রিষ্টপূর্ব 273 - 232 অব্দ
উপগুপ্ত নামক এক সন্ন্যাসীর কাছে তিনি বৌদ্ধধর্মে দীক্ষিত হন
261 খ্রিষ্টপূর্ব এ তিনি কলিঙ্গ জয় করেন

4. উইলিয়াম কেরি শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কোন সালে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ 1800 
Ⓑ 1802
Ⓒ 1806
Ⓓ 1798

Ans : (A)

5. দৈনিক পত্রিকা সন্ধ্যার সম্পাদক কে ছিলেন ?
Ⓐ মার্শম্যান
Ⓑ শিবনাথ শাস্ত্রী
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ ব্রহ্মবান্ধব উপাধ্যায় 

Ans : (D)

মার্শম্যান - সমাচার দর্পণ
শিবনাথ শাস্ত্রী - মদ না গরল (মাসিক) মহাত্মা গান্ধী - ইন্ডিয়ান অপিনিয়ন

6. মহামেডান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ আলী জাফর
Ⓑ মহম্মদ আলী জিন্নাহ
Ⓒ আব্দুল লতিফ 
Ⓓ সৈয়দ আহমেদ

Ans : (C)

1856 সালে কলকাতায় এটি গড়ে তোলা হয়

7. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোন সালের কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন ?
Ⓐ 1903, মাদ্রাজ
Ⓑ 1902, আহমেদাবাদ 
Ⓒ 1917, কলকাতা
Ⓓ 1918, দিল্লী

Ans : (B)

এটি ছিল কংগ্রেসের 18 তম অধিবেশন
প্রথম অধিবেশন - 1885, মুম্বাই
প্রথম সভাপতি - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

8. অধীনকতামূলক মিত্রতা নীতি কোন সাল থেকে প্রচলিত হয় ?
Ⓐ 1790
Ⓑ 1798 
Ⓒ 1772
Ⓓ 1784

Ans : (B) 

লর্ড ওয়েলেসলি এটি চালু করেন
চিরস্থায়ী বন্দোবস্ত (1793) তার আমলেই চালু হয়

9. জনসেবার জন্য ম্যানফিল্ড কমিশনটি কোন সালে গঠন করা হয় ?
Ⓐ 1866 
Ⓑ 1923
Ⓒ 1890
Ⓓ 1896

Ans : (A)

10. লাহোরে চুঘান খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কে মারা যান ?
Ⓐ সুলতানা রাজিয়া
Ⓑ আলাউদ্দিন খলজি
Ⓒ হুমায়ুন
Ⓓ কুতুবউদ্দিন আইবক 

Ans : (D)

1206 সালে তিনি সিংহাসন লাভ করেন
দানশীলতার জন্য তিনি লাখবক্স নামে পরিচিত ছিলেন, কুতুবমিনার তৈরির কাজ তিনিই শুরু করেন

11. উজনি জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরল
Ⓑ রাজস্থান
Ⓒ মহারাষ্ট্র 
Ⓓ ওড়িশা

Ans : (C)

12. ভারতের প্রধান সমুদ্র বন্দরগুলির মধ্যে অন্যতম ওখা বন্দরটি ভারতের কোথায় অবস্থিত ?
Ⓐ গুজরাট 
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ তামিলনাড়ু

Ans : (A)

13. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হওয়া শিবসমুদ্রম প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ নর্মদা নদী
Ⓑ মহানদী
Ⓒ সরাবতী নদী
Ⓓ কাবেরী নদী 

Ans : (D)

14. ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরালা
Ⓑ গোয়া
Ⓒ তামিলনাড়ু
Ⓓ ওড়িশা 

Ans : (D)

15. আবোর, আপাতামি উপজাতি সমূহ কোন রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ?
Ⓐ রাজস্থান
Ⓑ অরুণাচল প্রদেশ 
Ⓒ পাঞ্জাব
Ⓓ মধ্যপ্রদেশ

Ans : (B)

16. সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কাসেরগড়, কেরল
Ⓑ সোলান, হিমাচল প্রদেশ 
Ⓒ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓓ দেরাদুন, উত্তরাখন্ড

Ans : (B)

17. নিম্নের কোনটি ঘুমের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ?
Ⓐ পেনিসিলিন
Ⓑ প্যারাসিটামল
Ⓒ লাইসার্জিক এসিড ডাই ইথাইল অ্যামাইড
Ⓓ ক্লোরোপ্রামজিন 

Ans : (D)

পেনিসিলিন - এন্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়
প্যারাসিটামল -বেদনানাশক হিসেবে ব্যবহৃত হয়
লাইসার্জিক এসিড ডাই ইথাইল অ্যামাইড - মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়

18. মার্বেল পাথর ও লঘু হাইড্রোক্লোরিক এসিডের সাহায্যে নিম্নের কোন গ্যাস প্রস্তুত করা যায় ?
Ⓐ হাইড্রোজেন সালফাইড
Ⓑ অ্যামোনিয়া
Ⓒ কার্বন-ডাই-অক্সাইড 
Ⓓ অক্সিজেন

Ans : (C)

হাইড্রোজেন সালফাইড - ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক এসিড
অ্যামোনিয়া - অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন
অক্সিজেন - পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড

19. নিম্নের কোনটি সর্বাধিক গলনাঙ্ক বিশিষ্ট মৌল ?
Ⓐ কার্বন 
Ⓑ টাংস্টেন
Ⓒ অসমিয়াম
Ⓓ পারদ

Ans : (A)

এটির গলনাঙ্ক - 3500 ℃
টাংস্টেন - 3410 ℃
অসমিয়াম - 3045 ℃
পারদ (সর্বনিম্ন) - -38.87 ℃

20. এক গ্রাম বরফকে শূন্য সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে কত ক্যালরি তাপের প্রয়োজন হয় ?
Ⓐ 80 
Ⓑ 120
Ⓒ 220
Ⓓ 40

Ans : (A)

21. মানব আচরণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ?
Ⓐ টেক্টনিক্স
Ⓑ টক্সিকোলজি
Ⓒ ডেমোলজি 
Ⓓ নিউমিসমেটিক্স

Ans : (C)

টেক্টনিক্স - ভূত্বকের গঠন সংক্রান্ত বিষয়
টক্সিকোলজি - বিষ সংক্রান্ত চর্চা
নিউমিসমেটিক্স - মুদ্রা ও পদক বিষয়ক চর্চা

22. অঙ্গুরিমাল ও সন্ধিপদ প্রাণীগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে নিম্নের কোন প্রাণী ?
Ⓐ লাংফিস
Ⓑ সেম্যুরিয়া
Ⓒ আর্কিওপটেরিক্স
Ⓓ পেরিপেটাস 

Ans : (D)

লাংফিস - মৎস্য ও উভচর
সেম্যুরিয়া - উভচর ও সরীসৃপ
আর্কিওপটেরিক্স - পক্ষী ও সরীসৃপ

23. সংবিধানের কততম ধারায় নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে ?
Ⓐ ধারা - 6
Ⓑ ধারা - 5
Ⓒ ধারা - 10 
Ⓓ ধারা - 2

Ans : (C)

ধারা - 6 - পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের নাগরিকত্ব
ধারা - 5 - সংবিধান কার্যকর সময় থেকে নাগরিকত্ব
ধারা - 2 - নতুন রাজ্যের সূচনা ও গঠন

24. ভারত-পাক তাসখন্দ চুক্তি হয় কোন সালে ?
Ⓐ 1966 
Ⓑ 1971
Ⓒ 1969
Ⓓ 1970

Ans : (A)

25. পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প কোন সাল থেকে চালু হয় ?
Ⓐ 2012
Ⓑ 2014
Ⓒ 2015
Ⓓ 2016 

Ans : (D)

26. হুতুম প্যাচার নকশা - কার রচনা ?
Ⓐ অক্ষয়কুমার বড়াল
Ⓑ কালীপ্রসন্ন সিংহ 
Ⓒ প্যারিচাঁদ মিত্র
Ⓓ মাইকেল মধুসূদন দত্ত

Ans : (B)

27. স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Ⓐ সুরেশচন্দ্র ব্যানার্জী
Ⓑ বিমলচন্দ্র সিনহা
Ⓒ রাধনাথ দাস
Ⓓ ড. প্রফুল্ল ঘোষ 

Ans : (D)

28. বিশ্বের দীর্ঘতম স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা হলো -
Ⓐ 190 মিটার
Ⓑ 162 মিটার
Ⓒ 182 মিটার 
Ⓓ 171 মিটার

Ans : (C)

29. এরাভিকুলম রাজমলয় জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কেরল 
Ⓑ গুজরাট
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ উত্তরাখন্ড

Ans : (A)

30. স্পিটুক গুহা ভারতের কোন কেন্দ্র শাসিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ?
Ⓐ দিল্লী
Ⓑ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
Ⓒ দাদরা-নগর-হাভেলি
Ⓓ লাদাখ 

Ans : (D)