আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 82 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 82 (MCQ)
***********************
1. নিম্নের কাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হয় ?
Ⓐ অশোক
Ⓑ আমির খসরু
Ⓒ শশাঙ্ক
Ⓓ আকবর
Ans : (B)
2. নিম্নের কোন স্থানে সিন্ধু সভ্যতার লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে ?
Ⓐ দাইমাবাদ
Ⓑ হরপ্পা
Ⓒ কালিবঙ্গান
Ⓓ লোথাল
Ans : (C)
● দাইমাবাদ - ব্রোঞ্জের ষাঁড়মূর্তি, তামার তৈরি গন্ডারের মূর্তি
● হরপ্পা - কবরখানা, দুর্গের বাইরে শস্যাগার
● লোথাল - বন্দর শহর, তামার তৈরি কুকুর, সমাধিক্ষেত্র
3. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1756
Ⓑ 1556
Ⓒ 1772
Ⓓ 1761
Ans : (D)
● বালাজী বাজী রাও (নানাসাহেব) এর আমলে এটি ঘটে
● এই যুদ্ধে আহমেদ শাহ আবদালির সৈন্যদল মারাঠাদের পরাজিত করে
বালাজী বাজী রাও এর পুত্র বিশ্বাস রাও প্রাণ হারান
4. পর্তুগিজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল ?
Ⓐ সুরাট
Ⓑ দিল্লী
Ⓒ কালিকট
Ⓓ গোয়া
Ans : (C)
5. উমাপতি ধর -এর লেখা 'দেওপারা লিপি' নিম্নের কোন সম্রাটের কথা জানা যায় ?
Ⓐ রামপাল
Ⓑ দ্বিতীয় মহীপাল
Ⓒ সামন্ত সেন
Ⓓ বিজয় সেন
Ans : (D)
6. নিম্নের কোন সম্রাট পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অশোক
Ⓑ বিম্বিসার
Ⓒ উদয়িন
Ⓓ মহাপদ্ম নন্দ
Ans : (C)
● তিনি ছিলেন হর্শঙ্ক বংশের সম্রাট
● 460 BCE - 440 BCE পর্যন্ত রাজত্ব করেন
● তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন
7. নিম্নের কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ নাসির শাহ
Ⓑ শেখাবত জং
Ⓒ মহম্মদ কুলি কুতুব শাহ
Ⓓ সালাবাত জং
Ans : (C)
8. রেগুলেটিং এক্ট 1773 এর মাধ্যমে ব্রিটিশ ভারতে কে দ্বৈত সরকার ব্যবস্থার অবসান ঘটায় ?
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস
Ⓒ লর্ড ডালহৌসি
Ⓓ লর্ড ওয়েলেসলি
Ans : (B)
● তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর
● তাঁর কার্যকাল ছিল 1774 - 1785
● উইলিয়াম জোন্সের সাথে তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্থাপন করেন
9. একমাত্র ভাইসরয় যাকে ক্ষমতায় থাকাকালীন হত্যা করা হয়েছিল -
Ⓐ লর্ড মেয়ো
Ⓑ লর্ড এলগিন - I
Ⓒ লর্ড জন লরেন্স
Ⓓ লর্ড নর্থব্রুক
Ans : (A)
10. বন্দিবাসের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1739
Ⓑ 1789
Ⓒ 1819
Ⓓ 1760
Ans : (D)
● ইংরেজ সেনাপতি আয়ারকূট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে এই যুদ্ধ হয়
● জয়ী - আয়ারকুট
11. নিম্নের কোন নদী মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ সিন্ধু
Ⓑ ঝিলাম
Ⓒ ইরাবতী
Ⓓ শতদ্রু
Ans : (D)
12. রবার গবেষণা কেন্দ্রটি নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ পুসা, দিল্লী
Ⓑ কোয়েম্বাটুর, তামিলনাড়ু
Ⓒ কসারাগড়, কেরল
Ⓓ কোট্টায়াম, কেরল
Ans : (D)
13. গুরুরামদাসজী আন্তর্জাতিক বিমানবন্দর নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ হায়দ্রাবাদ
Ⓑ চেন্নাই
Ⓒ দিল্লী
Ⓓ অমৃত্সর
Ans : (D)
14. 2011 এর জনগণনা অনুযায়ী ভারতের স্বাক্ষরতার হার কত ?
Ⓐ 74.04%
Ⓑ 77%
Ⓒ 76.25%
Ⓓ 72%
Ans : (A)
15. ভূমিকম্প নিয়ে পড়াশোনাকে কি বলা হয় ?
Ⓐ টোপোলজি
Ⓑ হাউড্রোলজি
Ⓒ লিমনোলজি
Ⓓ সিসমোলজি
Ans : (D)
16. জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ উত্তরাখন্ড
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ মণিপুর
Ⓓ আসাম
Ans : (B)
17. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?
Ⓐ নীলস বোর
Ⓑ হেনরি বেকারেল
Ⓒ ডি ব্রগলি
Ⓓ ফ্যারাডে
Ans : (B)
18. নিম্নের কোন রাসায়নিক মৌলটি মিনামাটা রোগের কারণ -
Ⓐ ইউরেনিয়াম
Ⓑ পারদ
Ⓒ ক্যাডমিয়াম
Ⓓ আর্সেনিক
Ans : (B)
19. নিম্নের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
Ⓐ ভিটামিন - D
Ⓑ ভিটামিন - E
Ⓒ ভিটামিন - K
Ⓓ ভিটামিন - A
Ans : (D)
● ভিটামিন - D - রিকেট, অস্টিওম্যালেশিয়া
● ভিটামিন - E - বন্ধ্যাত্ব
● ভিটামিন - K - রক্ততঞ্চন রোধ
20. বন্দুক থেকে বুলেট ছোঁড়া হলে ব্যক্তিটি একটু পিছনে হটে যায় - এটি কিসের উদাহরণ ?
Ⓐ শক্তির নিত্যতা সূত্র
Ⓑ ভরবেগ সংরক্ষন সূত্র
Ⓒ নিউটনের তৃতীয় গতিসূত্র
Ⓓ নিউটনের দ্বিতীয় গতিসূত্র
Ans : (C)
● প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে
21. শামুক, অক্টোপাস নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত ?
Ⓐ মোলাস্কা
Ⓑ একাইনোডারমাটা
Ⓒ আর্থপ্রোডা
Ⓓ অ্যানিলিডা
Ans : (A)
● একাইনোডারমাটা - স্টারফিশ
● আর্থপ্রোডা - আরশোলা, কাঁকড়া
● অ্যানিলিডা - কেঁচো, জোঁক
22. ভিনিগার হলো প্রকৃতপক্ষে ______ এসিড
Ⓐ এসিটিক এসিড
Ⓑ মিথানোয়িক এসিড
Ⓒ কার্বনিক এসিড
Ⓓ হাইড্রোক্লোরিক এসিড
Ans : (A)
23. রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
Ⓐ জি ভি মাভালঙ্কার
Ⓑ বলরাম মহাজন
Ⓒ সুমিত্রা মহাজন
Ⓓ এস রাধাকৃষ্ণন
Ans : (D)
24. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ?
Ⓐ 36 তম
Ⓑ 38 তম
Ⓒ 26 তম
Ⓓ 35 তম
Ans : (A)
● 1975 সালে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়
25. উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ নিম্নের কোন সংগীতের সাথে যুক্ত ?
Ⓐ কর্ণাটক ধারা
Ⓑ ধুপদী শাস্ত্রীয়
Ⓒ হিন্দুস্তানী ধারা
Ⓓ ঠুমরি শাস্ত্রীয় সংগীত
Ans : (D)
26. ভারত রত্ন' পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয় ?
Ⓐ 1954 সালে
Ⓑ 1953 সালে
Ⓒ 1948 সালে
Ⓓ 1952 সালে
Ans : (A)
27. নোগরেম নৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ আসাম
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ তামিলনাড়ু
Ⓓ মেঘালয়
Ans : (D)
28. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ হেগ
Ⓑ বেজিং
Ⓒ লন্ডন
Ⓓ জেনেভা
Ans : (B)
29. আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয় ?
Ⓐ 16 ই আগস্ট
Ⓑ 15 ই আগস্ট
Ⓒ 10 ই এপ্রিল
Ⓓ 2 রা অক্টোবর
Ans : (D)
30. 'Indira Gandhi Returns' বইটি কে লিখেছেন ?
Ⓐ চেতন ভগত
Ⓑ সলমন রুশদী
Ⓒ ভি এস নাইপল
Ⓓ খুশবন্ত সিং
Ans : (D)