আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 81 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 81 (MCQ)

***********************


1. কোন পল্লব শাসকের আমলে মহাবলিপুরমের রথ মন্দির স্থাপিত হয় ?
Ⓐ প্রথম মহেন্দ্রবর্মন
Ⓑ প্রথম নরসিংহবর্মন 
Ⓒ প্রথম পরমেশ্বরবর্মন
Ⓓ প্রথম নন্দীবর্মন

Ans : (B)

★ তিনি ছিলেন একজন তামিল রাজা যিনি 630 - 648 AD পর্যন্ত দক্ষিণ ভারত শাসন করেছিলেন
★ মহাবলিপুরমে মহেন্দ্রবর্মনের শুরু করা কাজ তিনি সম্পন্ন করেন

2. মহাত্মা গান্ধী কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?
Ⓐ একবার 
Ⓑ দুইবার
Ⓒ তিনবার
Ⓓ চারের অধিক

Ans : (A)

★ 1924 সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে তিনি সভাপতি হন
★ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা - 1885

3. মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
Ⓐ পাটলিপুত্র 
Ⓑ বৈশালী
Ⓒ ইন্দ্রপ্রস্থ
Ⓓ কুশীনগর

Ans : (A)

★ মৌর্য সাম্রাজ্যের কার্যকাল 321 - 185 BCE
★ পাটলিপুত্র ছাড়াও এই সাম্রাজ্যের আরো 4 টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল (তক্ষশীলা, উজ্জয়িনী, তশালী এবং সুবর্ণগিরি)

4. শের খান চৌসাতে কত সালে হুমায়ুনকে পরাজিত করেন ?
Ⓐ 1539 
Ⓑ 1537
Ⓒ 1541
Ⓓ 1545

Ans : (A)

5. আকবর কত খ্রিস্টাব্দে ফতেপুর সিকরিতে ইবাদতখান নির্মাণ করেন ?
Ⓐ 1579
Ⓑ 1575 
Ⓒ 1580
Ⓓ 1573

Ans : (B)

★ এখানে ধর্ম ও দর্শনের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেন
★ আকবরের রাজত্বকাল - 1556 - 1605 খ্রিস্টাব্দ
★ তার আমলে পানিপথের যুদ্ধ হয় 1556 সালে
তার আমলে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ ঘটে

6. রামকৃষ্ণ মিশনের স্থাপনা কে করেন ?
Ⓐ স্বামী দয়ানন্দ সরস্বতী
Ⓑ স্বামী বিবেকানন্দ 
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ প্রমথনাথ মিত্র

Ans : (B)

★ 1897 সালে এটি প্রতিষ্ঠা করা হয়
★ স্বামী দয়ানন্দ সরস্বতী - আর্য সমাজ
★ পুলিন বিহারী দাস - ঢাকা অনুশীলন সমিতি
★ প্রমথনাথ মিত্র - অনুশীলন সমিতি

7. তুঘলকাবাদ দুর্গের স্থাপনা করেন নিম্নের কে ?
Ⓐ আলাউদ্দিন খলজী
Ⓑ কুতুবউদ্দিন আইবক
Ⓒ মহম্মদ বিন তুঘলক
Ⓓ গিয়াসউদ্দিন তুঘলক 

Ans : (D)

8. 35 বছর বয়সে কোন নদীর তীরে তপস্যার মাধ্যমে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন ?
Ⓐ নিরঞ্জনা (ফালগু) 
Ⓑ সরস্বতী
Ⓒ গঙ্গা
Ⓓ ঋজুপালিকা

Ans : (A)

★ যে স্থান থেকে তিনি শিক্ষা লাভ করেন তা বোধ গয়া (বিহার রাজ্যে) নামে পরিচিত
★ যে বৃক্ষের নিচে শিক্ষালাভ করেন তা বোধিবৃক্ষ নামে পরিচিত

9. স্বদেশী আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
Ⓐ বি জি তিলক
Ⓑ গোপাল কৃষ্ণ গোখলে 
Ⓒ ফিরোজ মেহতা
Ⓓ অরবিন্দ ঘোষ

Ans : (B)

10. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
Ⓐ লর্ড মাউন্টব্যাটেন
Ⓑ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓒ ওয়ারেন হেস্টিংস
Ⓓ লর্ড কার্জন 

Ans : (D)

★ তাঁর কার্যকাল - 1899 - 1905
★ তাঁর আমলে বঙ্গভঙ্গ হয় 16 ই অক্টোবর, 1905
★ বঙ্গভঙ্গ রদ হয় - 1911

11. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
Ⓐ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
Ⓑ দাদরা এবং নগর হাভেলি
Ⓒ পুদুচেরি
Ⓓ লাদাখ 

Ans : (D)

12. ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ হরিয়ানা
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ গুজরাট 
Ⓓ বিহার

Ans : (C)

13. উকাই প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ রামগঙ্গা
Ⓑ গন্ডক
Ⓒ তাপ্তি 
Ⓓ ভাগীরথী

Ans : (C)

14. মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই মালভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ তাপি 
Ⓑ সবরমতী
Ⓒ মাহি
Ⓓ নর্মদা

Ans : (A)

15. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ ওড়িশা
Ⓑ ছত্তিশগড় 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ তেলেঙ্গানা

Ans : (B)

16. ভাবা এটমিক রিসার্চ সেন্টার (BARC) নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ ট্রম্বে, মহারাষ্ট্র 
Ⓑ কালপক্কম, তামিলনাড়ু
Ⓒ ইন্দোর, মধ্যপ্রদেশ
Ⓓ কলকাতা, পশ্চিমবঙ্গ

Ans : (A)

17. নিম্নের কার শরীরে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় ?
Ⓐ কেঁচো
Ⓑ ব্যাঙ
Ⓒ আরশোলা 
Ⓓ মানুষ

Ans : (C)

★ এছাড়া চিংড়ি, শামুক এদের শরীরেও মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়
★ মানুষ, কেঁচো, ব্যাঙ এদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়

18. হিমমিশ্র তৈরি করতে হলে বরফ ও সাধারণ লবণের মিশ্রণ কে কি অনুপাতে মেশাতে হবে ?
Ⓐ 3 : 1 
Ⓑ 5 : 6
Ⓒ 2 : 5
Ⓓ 4 : 1

Ans : (A)

★ এটির উষ্ণতা হয় প্রায় => - 21℃

19. ব্রোঞ্জ তৈরি করতে গেলে কোনটি মুখ্যভাবে প্রয়োজন ?
Ⓐ টিন
Ⓑ লোহা
Ⓒ জিঙ্ক
Ⓓ তামা 

Ans : (D)

★ এটি প্রায় 75 - 90%
★ বাকিটা Sn থাকে

20. নিম্নের কোন প্লাস্টিড ফুল ও ফলের বর্ণের জন্য দায়ী ?
Ⓐ ক্লোরোপ্লাস্ট
Ⓑ লিউকোপ্লাস্ট
Ⓒ ক্রোমোপ্লাস্ট 
Ⓓ উপরের কোনটি নয়

Ans : (C)

★ ক্লোরোপ্লাস্ট - সবুজ বর্ণের হয়, সালোকসংশ্লেষ ঘটে
★ লিউকোপ্লাস্ট - এটি বর্ণহীন, খাদ্য (লিপিড, প্রোটিন) সঞ্চিত থাকে

21. ফেনলপথ্যালিন এসিড দ্রবণে কোন বর্ণ ধারণ করে ?
Ⓐ বর্ণহীন 
Ⓑ লাল
Ⓒ নীল
Ⓓ লালচে বেগুনি

Ans : (A)

★ এটির স্বাভাবিক বর্ণ - বর্ণহীন
★ ক্ষার দ্রবণে - লালচে বেগুনি
★ প্রশম দ্রবণে - বর্ণহীন

22. হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণিতে অবস্থিত ?
Ⓐ শ্রেণি - 17 
Ⓑ শ্রেণি - 11
Ⓒ শ্রেণি - 18
Ⓓ শ্রেণি - 15

Ans : (A)

★ এগুলি হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন
★ শ্রেণি - 11 - মুদ্রা ধাতু
★ শ্রেণি - 18 - নোবেল গ্যাস
★ শ্রেণি - 15 - নিকটোজেন মৌল

23. কোলাট্টাম নৃত্যটি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ⓐ কেরল
Ⓑ পাঞ্জাব
Ⓒ অসম
Ⓓ তামিলনাড়ু 

Ans : (D)

24. লোকসভা নির্বাচন কত বছর অন্তর অন্তর সম্পন্ন হয় ?
Ⓐ 3 বছর
Ⓑ 4 বছর
Ⓒ 5 বছর 
Ⓓ 7 বছর

Ans : (C)

★ 2019 লোকসভা নির্বাচন - 17 তম

25. প্রধানমন্ত্রী হতে গেলে কোনো প্রার্থীর বয়স নূন্যতম কত হতে হবে ?
Ⓐ 25 বছর 
Ⓑ 30 বছর
Ⓒ 40 বছর
Ⓓ 35 বছর

Ans : (A)

26. ছট পূজা নিম্নের কোন রাজ্যের একটি প্রধান উৎসব হিসেবে পালিত হয় ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ কর্ণাটক
Ⓒ রাজস্থান
Ⓓ বিহার 

Ans : (D)

27. স্বচ্ছ দেশ অভিযান কোন সালে লঞ্চ করা হয় ?
Ⓐ 2016
Ⓑ 2014 
Ⓒ 2017
Ⓓ 2013

Ans : (B)

28. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ বেজিং
Ⓑ জাকার্তা
Ⓒ সিঙ্গাপুর 
Ⓓ জেনেভা

Ans : (C)

29. প্রথম অর্থ কমিশন কোন সালে গঠিত হয় ?
Ⓐ 1955
Ⓑ 1951 
Ⓒ 1952
Ⓓ 1956

Ans : (B)

30. রুপোলি বিপ্লব নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
Ⓐ মাংস ও টমেটো
Ⓑ আলু
Ⓒ তৈলবীজ
Ⓓ ডিম ও মুরগি প্রতিপালন 

Ans : (D)