আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 80 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 80 (MCQ)
***********************
1. নিম্নের কার বাল্যকালে নাম ছিল সিদ্ধার্থ ?
Ⓐ মহাবীর
Ⓑ অজিতনাথ
Ⓒ অশ্বজিৎ
Ⓓ গৌতম বুদ্ধ
Ans : (D)
◆ 563 খ্রিষ্টপূর্বে নেপালের কপিলাবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন
◆ মহাবোধি - বোধিবৃক্ষ, বুদ্ধগয়া
◆ ধর্মচক্র প্রবর্তন - সারনাথ
◆ দেহত্যাগ বা মহাপরিনির্বান - কুশীনগর, মল্ল
2. গদর পার্টি নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ নবাব সলিমউল্লাহ
Ⓒ পুলিন বিহারী দাস
Ⓓ লালা হরদয়াল
Ans : (D)
◆ 1913 সালে সান ফ্রান্সিসকো তে তিনি এটি প্রতিষ্ঠা করেন
◆ মহাত্মা গান্ধী - সবরমতী আশ্রম
◆ নবাব সলিমউল্লাহ - অল ইন্ডিয়া মুসলিম লীগ
◆ পুলিন বিহারী দাস - ঢাকা অনুশীলন সমিতি
3. নিম্নের কোন গভর্ণর জেনারেলের আমলে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলওয়ে চালু হয় ?
Ⓐ লর্ড ক্যানিং
Ⓑ লর্ড ডালহৌসি
Ⓒ লর্ড হার্ডিঞ্জ
Ⓓ লর্ড লিটন
Ans : (B)
◆ 1853 সালে প্রথম রেলওয়ে চালু হয়
◆ এছাড়া তার আমলে স্বত্ববিলোপ নীতি প্রণয়ন, কলকাতা ও আগ্রার মধ্যে টেলিগ্রাফ লাইন, পূর্ত দফতর চালু হয়
◆ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা করা হয়
4. নাগদশক কোন রাজবংশের শেষ রাজা ?
Ⓐ হর্শঙ্ক বংশ
Ⓑ দাস বংশ
Ⓒ শিশুনাগ বংশ
Ⓓ নন্দ বংশ
Ans : (A)
◆ এই বংশের প্রতিষ্ঠাতা - বিম্বিসার
◆ শ্রেষ্ঠ রাজা - অজাতশত্রু
5. নিম্নের কোন বেদে হোম যজ্ঞের সামগান বা স্তুতি রয়েছে ?
Ⓐ ঋগবেদ
Ⓑ সামবেদ
Ⓒ যজুরবেদ
Ⓓ অথর্ব বেদ
Ans : (B)
◆ ঋগবেদ - দেবদেবীর মন্ত্র
◆ যজুরবেদ - গদ্যে লিখিত, যজ্ঞের উপাচার, জীবিকা
◆ অথর্ব বেদ - যাদুবিদ্যা, বৈদিক উপাচারের উল্লেখ আছে
6. হরিজন সেবক সংঘ - নিম্নের কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ ভগৎ সিং
Ⓑ নেতাজী সুভাষচন্দ্র বসু
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ চন্দ্রশেখর আজাদ
Ans : (C)
◆ তিনি 1932 সালে দিল্লীতে এটি প্রতিষ্ঠা করেন
7. সংবাদ কৌমদী পত্রিকার সম্পাদক / প্রকাশক কে ছিলেন ?
Ⓐ মার্শম্যান
Ⓑ ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ⓒ রাজা রামমোহন রায়
Ⓓ দাদাভাই নৌরজি
Ans : (C)
8. রামোসি আন্দোলন ভারতের কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ⓐ পাঞ্জাব
Ⓑ বাংলা
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ বিহার
Ans : (C)
◆ 1879 সালে সংঘটিত হবে
◆ নেতৃত্ব - বাসুদেব বলবন্ত ফাড়কে
9. বিদারার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1759
Ⓑ 1749
Ⓒ 1764
Ⓓ 1761
Ans : (A)
◆ রবার্ট ক্লাইভ ও ওলন্দাজের মধ্যে এই যুদ্ধ ঘটে
◆ জয়ী - রবার্ট ক্লাইভ
10. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1760
Ⓑ 1756
Ⓒ 1764
Ⓓ 1767
Ans : (C)
◆ ইংরেজি সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব সুজা-উদদৌলা, মোঘল সম্রাট দ্বিতীয় শাহআলম, মিরকাশিম এর মধ্যে ঘটে
◆ বিজয়ী - ইংরেজ সেনাপতি
11. ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ কর্ণাটক
Ans : (A)
12. তুলা,জোয়ার এই ফসল গুলি কোন মাটিতে ফলে ?
Ⓐ রেগুর মৃত্তিকা
Ⓑ লাল মৃত্তিকা
Ⓒ অ্যালোভিয়াল মৃত্তিকা
Ⓓ ল্যাটেরাইট মৃত্তিকা
Ans : (A)
13. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কোঝিকোড, কেরল
Ⓑ বেঙ্গালুরু, কর্ণাটক
Ⓒ আনন্দ, গুজরাট
Ⓓ তিরুচিরাপল্লী, তামিলনাড়ু
Ans : (A)
14. তিলপাড়া ক্যানাল কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ সারদা নদী
Ⓑ ময়ূরাক্ষী নদী
Ⓒ দামোদর নদী
Ⓓ শতদ্রু নদী
Ans : (B)
15. ভারতের সর্বাধিক বনভূমি সমৃদ্ধ রাজ্যটি হলো -
Ⓐ অরুণাচল প্রদেশ
Ⓑ ছত্তিশগড়
Ⓒ ওড়িশা
Ⓓ মধ্যপ্রদেশ
Ans : (D)
16. নিম্নের কোন গিরিপথ জম্মু ডিভিশন এবং কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগ স্থাপন করেছে ?
Ⓐ বোমডিলা
Ⓑ জেলেপ লা
Ⓒ দিফু
Ⓓ বানিহাল
Ans : (D)
17. নিম্নের কোনটি একটি উদ্ভিদ হরমোন নয় ?
Ⓐ ইথিলিন
Ⓑ ক্যালশিটোনিন
Ⓒ অ্যাবসাইসিক এসিড
Ⓓ সাইটোকাইনিন
Ans : (B)
◆ পাঁচটি মুখ্য উদ্ভিদ হরমোন হলো অক্সিন, সাইটোকাইনিন, জীববারেলিন, অ্যাবসাইসিক এসিড এবং ইথিলিন
18. ইলেকট্রন কে আবিষ্কার করেন ?
Ⓐ রাদারফোর্ড
Ⓑ জে জে টমসন
Ⓒ স্যাডউইক
Ⓓ ডাল্টন
Ans : (B)
◆ এটি একটি ঋণাত্মক চার্জ যুক্ত কণা
◆ ভর - 9.1 × 10^(-31) Kg
19. দাঁত ও হাড়ের পরিচর্যায় নিম্নের কোন মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
Ⓐ কোবাল্ট
Ⓑ কপার
Ⓒ ফ্লুওরিন
Ⓓ ম্যাঙ্গানিজ
Ans : (C)
◆ কোবাল্ট - ভিটামিন B12 উৎপাদনে সাহায্য
◆ কপার - আয়রন বিপাকে প্রয়োজনীয়
◆ ম্যাঙ্গানিজ - ফসফেট গ্রুপ ট্রান্সফার করে, ইউরিয়া গঠনকারী উৎসেচকের কো-ফ্যাক্টর রূপে কাজ করে
20. নিম্নের কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
Ⓐ কার্বন ডাইঅক্সাইড
Ⓑ কার্বন মনোঅক্সাইড
Ⓒ নাইট্রাস অক্সাইড
Ⓓ সালফার ডাইঅক্সাইড
Ans : (C)
◆ এটির সঙ্কেত N2O
21. নিম্নের কোন ধাতু কে ছুরি দিয়ে কাটা সম্ভব ?
Ⓐ দস্তা
Ⓑ লোহা
Ⓒ তামা
Ⓓ সোডিয়াম
Ans : (D)
22. পেরেক তোলার যন্ত্র কোন লিভারের মধ্যে পড়ে ?
Ⓐ প্রথম শ্রেণীর লিভার
Ⓑ দ্বিতীয় শ্রেণীর লিভার
Ⓒ তৃতীয় শ্রেণীর লিভার
Ⓓ উপরের কোনটি নয়
Ans : (A)
◆ আলম্ব বিন্দু প্রযুক্ত বলবিন্দু এবং রোধবিন্দুর মাঝে অবস্থান করে, যেমন- কাঁচি,শাবল,সাঁড়াশি
23. নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার কৌশলের ভিত্তিতে তৈরি ?
Ⓐ প্রথম পরিকল্পনা
Ⓑ দ্বিতীয় পরিকল্পনা
Ⓒ তৃতীয় পরিকল্পনা
Ⓓ চতুর্থ পরিকল্পনা
Ans : (A)
◆ সময়কাল - 1951 - 56 পর্যন্ত
◆ লক্ষ্যমাত্রা ছিল 2.1%
◆ রূপায়িত বৃদ্ধি 3.6%
24. ন্যাশনাল চিলড্রেনস মিউজিয়াম নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ নতুন দিল্লী
Ⓑ কলকাতা
Ⓒ আহমেদাবাদ
Ⓓ বেঙ্গালুরু
Ans : (A)
25. বিখ্যাত ব্যক্তিত্ব পান্নালাল ঘোষ নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ গিটার
Ⓑ সেতার
Ⓒ সানাই
Ⓓ বাঁশি
Ans : (D)
26. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কোন সালে নন-স্ট্যাচুটারি বডি হিসেবে গঠিত হয় ?
Ⓐ 1970
Ⓑ 1988
Ⓒ 1890
Ⓓ 1980
Ans : (B)
◆ এটি উক্ত সালের 12 ই এপ্রিল গঠিত হয়
◆ স্ট্যাচুটারি ক্ষমতা প্রদান - 30 জানুয়ারি, 1992
◆ HQ - মুম্বাই
27. শিক্ষার অধিকার কোন সালে মৌলিক অধিকারের স্বীকৃতি লাভ করে ?
Ⓐ 15 মার্চ, 2010
Ⓑ1 এপ্রিল, 2010
Ⓒ 17 জুলাই, 2010
Ⓓ 10 অক্টোবর, 2010
Ans : (B)
28. রাজ্যসভার এক্স-অফিসিও চেয়ারম্যান কে হন ?
Ⓐ রাজ্যসভার বিরোধী নেতা
Ⓑ স্পিকার
Ⓒ ভারতের উপরাষ্ট্রপতি
Ⓓ প্রধানমন্ত্রী
Ans : (C)
◆ সংবিধানের 63 তম ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে
◆ বর্তমান উপরাষ্ট্রপতি - জগদ্বীপ ধনকর
29. ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (ICRC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ ভিয়েনা, অস্ট্রিয়া
Ⓑ প্যারিস, ফ্রান্স
Ⓒ জেনেভা, সুইজারল্যান্ড
Ⓓ লন্ডন, ইউকে
Ans : (C)
30. 'সারে যাঁহা সে আচ্ছা' গানটির রচয়িতা কে ?
Ⓐ জয়দেব
Ⓑ মহম্মদ ইকবাল
Ⓒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর