আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 79 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 79 (MCQ)
***********************
1. কোন সালে কংগ্রেস থেকে আলাদা হয়ে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু 'কংগ্রেস-খিলাফত স্বরাজ দল' গঠন করেন ?
Ⓐ 1921
Ⓑ 1929
Ⓒ 1919
Ⓓ 1923
Ans : (D)
2. দশসালা বন্দোবস্ত কার আমলে চালু হয় ?
Ⓐ লর্ড রবার্ট ক্লাইভ
Ⓑ লর্ড কারটিয়ার
Ⓒ লর্ড ওয়েলেসলি
Ⓓলর্ড কর্ণওয়ালিস
Ans : (D)
★ তার সময়কাল ছিল 1786-1793
এটি চালু হয় 1789 সালে
★ এছাড়া তার আমলে উচ্চতর সিভিল সার্ভিস পরীক্ষা, নতুন পুলিশি ব্যবস্থা, জেলা জজ এর পদ সৃষ্টি, চিরস্থায়ী বন্দোবস্ত, প্রথম চার্টার আইন (1793), সূর্যাস্ত আইন (1794) পাশ হয়
3. নিম্নের কোন কমিশনটি দুর্ভিক্ষের জন্য গঠন করা হয়েছিল ?
Ⓐ র্যালে কমিশন
Ⓑ হার্ডগ কমিশন
Ⓒ ক্যাম্পবেল কমিশন
Ⓓ ম্যান্সফিল্ড কমিশন
Ans : (C)
★ র্যালে কমিশন (1902) - শিক্ষা বিষয়ক
★ হার্ডগ কমিশন (1929) - শিক্ষা বিষয়ক
★ ম্যান্সফিল্ড কমিশন (1866) - কারেন্সি বিষয়ক
4. নিম্নের কোন সুলতান শাসক আগ্রা দুর্গে জঞ্জির-ই-আদাল নির্মাণ করেছিলেন ?
Ⓐ বাবর
Ⓑ আকবর
Ⓒ শাহজাহান
Ⓓ জাহাঙ্গীর
Ans : (D)
★ তার আমলে চিত্রকলা চরম উৎকর্ষে পৌঁছায়
★ তার সময়ে শিখ গুরু অর্জুন সিংহকে হত্যা করা হয়েছিল
5. দেওগাঁও এর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
Ⓐ 1803
Ⓑ 1807
Ⓒ 1806
Ⓓ 1816
Ans : (A)
6. পরাক্রমাঙ্ক নামে নিম্নের কোন সম্রাট পরিচিত ছিলেন ?
Ⓐ কনিষ্ক
Ⓑ ধর্মপাল
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ অশোক
Ans : (C)
★ কনিষ্ক - দ্বিতীয় অশোক
★ ধর্মপাল - পরমেশ্বর / পরমভট্টারক
★ অশোক - প্রিয়দর্শী
7. রিগবেদে উল্লেখিত রেবা নদীটির বর্তমান নাম কি ?
Ⓐ নর্মদা
Ⓑ চেনাব
Ⓒ রবি
Ⓓ বিয়াস
Ans : (A)
★ চেনাব - পূর্বে নাম অক্ষিণী
★ রবি - পূর্বে নাম পুরুষণী
★ বিয়াস - পূর্বে নাম বিপাশা
8. মান্দাসোর লেখ - এর রচনাকার কে ছিলেন ?
Ⓐ গৌতমী-বলশ্রী
Ⓑ হুনরাজ তোরমান
Ⓒ মিহীরকুল
Ⓓ যশবর্মন
Ans : (D)
★ গৌতমী-বলশ্রী এর রচনা হল - নাসিক প্রশস্তি
★ হুনরাজ তোরমান এর রচনা হল - এরান লেখ
★ মিহীরকুল এর রচনা - গোয়ালিয়র লেখ
9. ঐতিহাসিক শব্দ 'হোমরুল' এর অর্থ কি ?
Ⓐ ভাষা
Ⓑ স্বায়ত্তশাসন
Ⓒ স্বাধীনতা
Ⓓ বিদ্রোহ
Ans : (B)
10. পন্ডিত গোবর্ধন নিম্নের কোন রাজার সভাসদ ছিলেন ?
Ⓐ প্রথম চন্দ্রগুপ্ত
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓒ রাজা কৃষ্ণদেব রায়
Ⓓ লক্ষণ সেন
Ans : (D)
★ তার রাজসভায় ছিলেন পঞ্চরত্ন, এনারা হলেন ধোয়ি (সাহিত্য), গোবর্ধন (পন্ডিত), শরণ (সাহিত্যিক), জয়দেব (কবি) এবং উমাপতি ধর (সাহিত্যিক)
11. পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক হ্রদটি হল -
Ⓐ সুপিরিয়র হ্রদ
Ⓑ ভিক্টরিয়া হ্রদ
Ⓒ আরল সাগর
Ⓓ কাস্পিয়ান সাগর
Ans : (D)
12. মেত্তুর খালটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ বিহার
Ⓑ ওড়িশা
Ⓒ অন্ধ্রপ্রদেশ
Ⓓ তামিলনাড়ু
Ans : (D)
13. রঞ্জিত সাগর বাঁধ প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর উপর গড়ে উঠেছে ?
Ⓐ মাহী নদী
Ⓑ ময়ূরাক্ষী নদী
Ⓒ কাবেরী নদী
Ⓓ রবি নদী
Ans : (D)
14. দশম জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ ঝাড়খন্ড
Ⓒ বিহার
Ⓓ রাজস্থান
Ans : (B)
15. অসমের তেজপুর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
Ⓐ সুবর্ণরেখা
Ⓑ যমুনা
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ গোদাবরী
Ans : (C)
16. সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ কটক, ওড়িশা
Ⓑ সুরাটগড়, রাজস্থান
Ⓒ মহীশুর, কর্ণাটক
Ⓓ নাগপুর, মহারাষ্ট্র
Ans : (A)
17. বর্ণান্ধতা হল একটি ______ গত রোগ
Ⓐ ভাইরাস
Ⓑ ব্যাকটেরিয়া
Ⓒ ছত্রাক
Ⓓ জিন
Ans : (D)
★ এই রোগে বর্ণের পার্থক্য বোঝা যায় না,লাল-সবুজ বর্ণ চিনতে না পারা বা লাল-সবুজ বর্ণ দেখতে না পাওয়া
★ এটি X ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য হয়
18. ছত্রাক, মস কোন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে ?
Ⓐ কোরকদগম
Ⓑ বিভাজন
Ⓒ রেণু উৎপাদন
Ⓓ খন্ডীভবন
Ans : (C)
★ কোরকদগম - ইস্ট, হাইড্রা
★ বিভাজন - প্লাসমোডিয়াম
★ খন্ডীভবন - স্পাইরোগাইরা
19. লাইসোজোম চোখের কোন অংশে থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করে ?
Ⓐ অক্ষিপল্লব
Ⓑ ভিট্রিয়াস হিউমর
Ⓒ অশ্রু গ্রন্থি
Ⓓ লেন্স
Ans : (C)
★ অক্ষিপল্লব - বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে
★ ভিট্রিয়াস হিউমর - প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে
★ লেন্স - আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে
20. ক্যালশিয়াম কার্বাইডের ওপর দিয়ে কোন গ্যাস পাঠালে ক্যালশিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ উৎপন্ন হয় ?
Ⓐ অক্সিজেন
Ⓑ নাইট্রোজেন ডাই অক্সাইড
Ⓒ কার্বন-ডাই অক্সাইড
Ⓓ নাইট্রোজেন
Ans : (D)
★ বিক্রিয়া CaC2 + N2 => CaNCN + C
★ 1100℃ তাপমাত্রায় এটি সম্পন্ন হয়
ক্যালশিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ নাইট্রোলিম নামে পরিচিত, এটি জমিতে রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়
21. নিম্নের কোন মৌলের অনুর মধ্যে সমযোজী একবন্ধন দেখা যায় ?
Ⓐ N2 অনু
Ⓑ C2H2 অনু
Ⓒ O2 অনু
Ⓓ HCl অনু
Ans : (D)
★ N2 অনু - সমযোজী ত্রিবন্ধন
★ C2H2 অনু - সমযোজী ত্রিবন্ধন
★ O2 অনু - সমযোজী দ্বিবন্ধন
22. নিম্নের কোন বর্ণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি সবচেয়ে বেশি হয় ?
Ⓐ লাল
Ⓑ নীল
Ⓒ বেগুনি
Ⓓ হলুদ
Ans : (C)
★ সবচেয়ে কম চ্যুতি হয় - লাল
★ প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটি আপতিত রশ্মির অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায় তাকে কৌণিক চ্যুতি বলে
23. কোনো বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করেন কে ?
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রাপতি
Ⓒ লোকসভার অধ্যক্ষ
Ⓓ অর্থমন্ত্রী
Ans : (C)
24. 'The Coalition Years' বইটি কার লেখা ?
Ⓐ জ্ঞানী জৈল সিং
Ⓑ এপিজে আব্দুল কালাম
Ⓒ প্রণব মুখার্জী
Ⓓ কে পি নারায়ণ
Ans : (C)
25. ভারতের পূর্বতম বিন্দুটি হল -
Ⓐ ওখা
Ⓑ মোককচাং
Ⓒ দৌলচারা
Ⓓ কিবিথু
Ans : (D)
26. লরেঞ্জ কার্ভ নিম্নের কোনটিকে নির্দেশ করে ?
Ⓐ মুদ্রাস্ফীতি
Ⓑ বেকারত্ব
Ⓒ আয় বন্টন
Ⓓ দারিদ্রতা
Ans : (C)
27. নিম্নের কোন শব্দটি ইন্টারনেট এর সাথে সম্পর্কিত ?
Ⓐ প্লটার
Ⓑ স্লাইড প্রেজেন্টেশন
Ⓒ বুকমার্ক
Ⓓ পাই চার্ট
Ans : (C)
28. VIRUS শব্দটির পূর্ণরূপ হল -
Ⓐ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ
Ⓑ ভাইরাল ইম্পরট্যান্ট রেকর্ড ইউজার সার্চড
Ⓒ ভেরি ইন্টারচেঞ্জড রিসোর্সেস আন্ডার সার্চড
Ⓓ ভেরি ইন্টেলিজেন্ট রিসোর্সেস আন্ডার সার্চ
Ans : (A)
29. মুম্বাইয়ের চার্চগেটে কোন রেলওয়ে জোনের সদর দপ্তর অবস্থিত ?
Ⓐ মধ্য রেলওয়ে
Ⓑ উত্তর-মধ্য রেলওয়ে
Ⓒ পশ্চিম রেলওয়ে
Ⓓ দক্ষিণ রেলওয়ে
Ans : (C)