আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 78 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 78 (MCQ)

***********************


1. দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধী - উক্তিটি কার ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ অরবিন্দ ঘোষ 
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ বিনায়ক দামোদর সাভারকর

Ans : (B)

2. খোদাই খিদমদগার - দলটি নিম্নের কে গঠন করে ?
Ⓐ ভিমরাও আম্বেদকর
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ খান আব্দুল গফ্ফর খান 

Ans : (D)

● এটি একটি অহিংস আন্দোলনকারী সংগঠন, এটি রেড শার্টস নামেও পরিচিত
● 1987 সালে তাকে ভারতরত্ন প্রদান করা হয়

3. সংস্কৃত কবি ভারবি নিম্নের কোন রাজার সভাসদ ছিলেন ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ লক্ষণ সেন
Ⓒ দ্বিতীয় নরসিংহবর্মন
Ⓓ সিংহবিষ্ণু 

Ans : (D)

4. নিম্নের কোন বেদ ব্রাহ্ম বেদ নামেও পরিচিত ?
Ⓐ যজুরবেদ
Ⓑ সাম বেদ
Ⓒ ঋক বেদ
Ⓓ অথর্ব বেদ 

Ans : (D)

5. কলেজ অফ বেনারস বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ দাদাভাই নৌরজি
Ⓑ বি জি তিলক
Ⓒ বিপিনচন্দ্র পাল
Ⓓ অ্যানি বেসান্ত 

Ans : (D)

● তিনি প্রথম থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া উদ্বোধন করেন এবং হোম রুল লীগ শুরু করেন
● তিনি প্রথম প্রতিষ্ঠা করেন কেন্দ্রীয় হিন্দু স্কুল
● 1917 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি হন

6. নিম্নের কাকে 'ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট' বলা হয় ?
Ⓐ যতিন্দ্রনাথ মুখোপাধ্যায়
Ⓑ ভগৎ সিং
Ⓒ মহাত্মা গান্ধী
Ⓓ বাল গঙ্গাধর তিলক 

Ans : (D)

● ভ্যালেন্টাইন সিরল ওনাকে এই নামে অভিহিত করেছেন

7. নিম্মের কে 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন করতে গিয়ে আঘাত পান ?
Ⓐ চন্দ্রশেখর আজাদ
Ⓑ মতিলাল নেহেরু
Ⓒ গোপাল কৃষ্ণ গোখলে
Ⓓ লালা লাজপত রায় 

Ans : (D)

8. কানাড়া ভাষায় লেখা 'কবিরাজমার্গ' কার লেখা ?
Ⓐ আলসেনি পেদ্দানা
Ⓑ তুলসী দাস
Ⓒ সুরদাস
Ⓓ প্রথম অমোঘবর্ষ 

Ans : (D)

● আলসেনি পেদ্দানা এর লেখা - মনুচরিত
● তুলসী দাস - রামচরিত মানস
● সুরদাস - সুরসাগর

9. আগ্রার তাজমহল কার আমলে তৈরি হয় ?
Ⓐ ঔরঙ্গজেব
Ⓑ শাহজাহান 
Ⓒ আকবর
Ⓓ ইলতুতমিস

Ans : (B)

● পত্নী মমতাজের জন্য এটি ছিল স্মৃতি সৌধ, এটি তার শ্রেষ্ঠ কীর্তি
● 22 বছর ধরে নির্মিত এটির স্থপতি ছিলেন ওস্তাদ ইসা খাঁ
● তার আমলেই ময়ূর সিংহাসন তৈরি হয় (1637 সালে)

10. নিম্নের কে আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক ছিলেন ?
Ⓐ রাজা মান সিংহ
Ⓑ বীরবল
Ⓒ টোডরমল 
Ⓓ তানসেন

Ans : (C)

● রাজা মান সিংহ - হলদিঘাট ও আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি ছিলেন আকবরের সেনাপতি
● বীরবল - আসল নাম মহেশ দাস, আকবরের বন্ধু ও বিদূষক ছিলেন
● তানসেন - আকবরের দরবারে প্রধান সঙ্গীতকার ছিলেন

11. সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ রাজস্থান 
Ⓑ লাদাখ
Ⓒ চন্ডীগড়
Ⓓ কেরালা

Ans : (A)

12. নিম্নের কোন প্রণালীটি আরব সাগরে অবস্থিত ?
Ⓐ 8° চ্যানেল
Ⓑ 9° চ্যানেল 
Ⓒ 10° চ্যানেল
Ⓓ বাংলা চ্যানেল

Ans : (B)

13. ভারতের মির্জাপুর শহরটি নিম্নের কোন শিল্পের জন্য বিখ্যাত ?
Ⓐ লৌহ-ইস্পাত শিল্প
Ⓑ কার্পেট শিল্প *
Ⓒ পাটশিল্প
Ⓓ বস্ত্রবয়ন শিল্প

Ans : (B)

14. নিম্নের কোন রাজ্যে তেহরি বহুমুখী নদী পরিকল্পনা অবস্থিত ?
Ⓐ পশ্চিমবঙ্গ
Ⓑ উত্তরাখন্ড 
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ বিহার

Ans : (B)

15. হরিদ্বার শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ গঙ্গা 
Ⓑ শতদ্রু
Ⓒ ব্রহ্মপুত্র
Ⓓ যমুনা

Ans : (A)

16. আন্টার্কটিকায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র কোনটি ?
Ⓐ দক্ষিন ভারত
Ⓑ দক্ষিন নিবাস
Ⓒ দক্ষিণ গঙ্গা
Ⓓ দক্ষিন গঙ্গোত্রী

Ans : (D)

17. নিম্নের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল ?
Ⓐ ফ্লুরিন
Ⓑ সিজিয়াম 
Ⓒ সোডিয়াম
Ⓓ পটাশিয়াম

Ans : (B)

★ সবচেয়ে বেশি তড়িৎ ঋনাত্মক মৌল - ফ্লুরিন

18. বার্নউলির নীতির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত ?
Ⓐ নিউটনের প্রথম গতিসূত্র
Ⓑ নিউটনের দ্বিতীয় গতিসূত্র
Ⓒ ওহমের সূত্র
Ⓓ শক্তি সংরক্ষণ নীতি 

Ans : (D)

19. রক্তে ক্যালশিয়ামের পরিমান কমায় নিম্নের কোন হরমোন ?
Ⓐ প্রোল্যাকটিন
Ⓑ অক্সিটোসিন
Ⓒ ক্যালসিটোনিন 
Ⓓ গ্লুকাগন

Ans : (C)

● প্রোল্যাকটিন - দুগ্ধ নিঃসরণ শুরু করায়
● অক্সিটোসিন - প্রসব যন্ত্রনা শুরু করায়
● গ্লুকাগন - রক্তে শর্করার মাত্রা বাড়ায়

20. বৃক্কের কার্যগত ও গঠনগত একক হলো -
Ⓐ জরায়ু
Ⓑ বৃক্ক থলি
Ⓒ বৃক্কনালি
Ⓓ নেফ্রন 

Ans : (D)

● এটির অংশ হলো বোওম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, রেনাল টিউবিউল প্রভৃতি

21. গানপাউডারের মধ্যে নিম্নের কোন উপকরণ থাকে ?
Ⓐ পটাশিয়াম নাইট্রেট
Ⓑ সালফার
Ⓒ চারকোল
Ⓓ উপরের সবগুলি 

Ans : (D)

22. নিম্নের কোন মাধ্যমে আলো দ্রুততম বেগে যায় ?
Ⓐ জল
Ⓑ বায়ু
Ⓒ শূন্যস্থান 
Ⓓ স্টিল

Ans : (C)

● শূন্যস্থানে আলোর বেগ 299,792 কিমি/সেকেন্ড

23. ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদের দেশ বলা হয় ?
Ⓐ পাঞ্জাব 
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ হরিয়ানা
Ⓓ অন্ধ্রপ্রদেশ

Ans : (A)

● এশিয়ার ডিমের ঝুড়ি - অন্ধ্রপ্রদেশ

24. ভারতের বৃহত্তম গুহামন্দির ইলোরা নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ কর্ণাটক
Ⓑ তামিলনাড়ু
Ⓒ বিহার
Ⓓ মহারাষ্ট্র 

Ans : (D)

25. সংবিধানের কততম ধারায় রাজ্য বিধানসভা গঠনের কথা বলা হয়েছে ?
Ⓐ ধারা - 170 
Ⓑ ধারা - 199
Ⓒ ধারা - 208
Ⓓ ধারা - 152

Ans : (A)

● ধারা - 199 - রাজ্যের অর্থবিলের সংজ্ঞা
● ধারা - 208 - রাজ্য আইনসভার কার্যপদ্ধতি
● ধারা - 152 - রাজ্যের সংজ্ঞা

26. সংবিধানের আর্টিকেল - 74 এ নিম্নের কোন পদ সম্পর্কে উল্লেখ আছে ?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ উপরাষ্ট্রপতি
Ⓒ CAG
Ⓓ প্রধানমন্ত্রী 

Ans : (D)

● রাষ্ট্রপতি - আর্টিকেল 52 - 62
● উপরাষ্ট্রপতি - আর্টিকেল 63 - 71
● CAG -আর্টিকেল 148 - 151

27. ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডের (UNFPA) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ নিউইয়র্ক 
Ⓑ রোম
Ⓒ প্যারিস
Ⓓ ওয়াশিংটন ডিসি

Ans : (A)

28. নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল বীরভূমিতে অবস্থিত ?
Ⓐ ইন্দিরা গান্ধী
Ⓑ মহাত্মা গান্ধী
Ⓒ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓓ রাজীব গান্ধী 

Ans : (D)

29. বাংলাদেশে আছড়ে পড়া সিতরাং, ঝড়টির নামকরণ করেছে কোন দেশ ?
Ⓐ ভারত
Ⓑ আফগানিস্তান
Ⓒ থাইল্যান্ড 
Ⓓ মায়ানমার

Ans : (C)

30. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
Ⓐ 4 ই জুন
Ⓑ 5 ই জুন 
Ⓒ 5 ই মার্চ
Ⓓ 7 ই জুলাই

Ans : (B)