আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 77 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 77 (MCQ)
***********************
1. কোন যুদ্ধে শেরশাহ গৌড় অধিকার করে ?
Ⓐ ঘর্ঘরার যুদ্ধ, 1529
Ⓑ চৌসার যুদ্ধ, 1539
Ⓒ পানিপথের যুদ্ধ, 1526
Ⓓ খানোয়ার যুদ্ধ, 1527
Ans : (B)
● হুমায়ুন কে হারিয়ে তিনি গৌড় দখল করেন
● খানোয়ার যুদ্ধ - রানা সঙ্গ এবং বাবরের মধ্যে ঘটে
● ঘর্ঘরার যুদ্ধ - মহম্মদ লোদী এবং বাবরের মধ্যে
● পানিপথের প্রথম যুদ্ধ - বাবর এবং ইব্রাহিম লোদীর মধ্যে
2. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
Ⓐ সুরাট
Ⓑ কলকাতা
Ⓒ বোম্বে
Ⓓ লাহোর
Ans : (C)
● 1885 সালে এটি অনুষ্ঠিত হয়
● 72 জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেন
● জাতীয় কংগ্রেসের জনক - এ ও হিউম
3. কুন্দলবনে কততম বৌদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয় ?
Ⓐ প্রথম
Ⓑ তৃতীয়
Ⓒ চতুর্থ
Ⓓ দ্বিতীয়
Ans : (C)
● মহারাজ কনিষ্ক এর পৃষ্ঠপোষকতায় ও বসুমিত্রের সভাপতিত্বে (72 খ্রিস্টাব্দে) এই সমাবেশ ঘটে
● বৌদ্ধ সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় হীনযান ও মহাযান
● অশ্বঘোষ এই সমাবেশে যোগ দেন
4. সিমলা বৈঠক কোন সালে আয়োজিত হয় ?
Ⓐ 1945
Ⓑ 1948
Ⓒ 1943
Ⓓ 1946
Ans : (A)
5. কুতুবউদ্দিন আইবক নিম্নের কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ খলজি বংশ
Ⓑ সঙ্গম বংশ
Ⓒ মোঘল বংশ
Ⓓ দাস বংশ
Ans : (D)
● এটির রাজধানী ছিল দিল্লীতে
● বংশের রাজত্বকাল - 1206 - 1290 সাল
● শেষ রাজা - মুইজউদ্দিন কায়কোবাদ
6. নিম্নের কাকে ভারতের প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করা হয় ?
Ⓐ অশোক
Ⓑ হর্ষবর্ধন
Ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓓ বিম্বিসার
Ans : (C)
7. নিম্নের কোন শাসক দিল্লীতে সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান ?
Ⓐ আকবর
Ⓑ বাবর
Ⓒ হুমায়ুন
Ⓓ জাহাঙ্গীর
Ans : (C)
● দিল্লির দিনপানাহাতে তে তিনি দ্বিতীয় রাজধানী নির্মাণ করেন
● তার বোন গুলবদন বেগম 'হুমায়ুননামা' রচনা করেন
● তার কার্যকাল - 1508 - 1556 সাল
8. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ 1851
Ⓑ 1867
Ⓒ 1855
Ⓓ 1879
Ans : (A)
● কলকাতায় এটি প্রতিষ্ঠা করা হয়
● প্রতিষ্ঠাতা - রাধকান্ত দেব, কালিকৃষ্ণ দেব, দিগন্তর মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ
9. চান্দেরীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1526
Ⓑ 1529
Ⓒ 1527
Ⓓ 1528
Ans : (D)
● এই যুদ্ধে বাবর মেদিনী রাইকে পরাজিত করেন
● 1526 - পানিপথের যুদ্ধ
● 1529 - গোগরার যুদ্ধ
● 1527 - খানুয়ার যুদ্ধ
10. কোন সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?
Ⓐ 1918
Ⓑ 1924
Ⓒ 1922
Ⓓ 1925
Ans : (C)
● এটি শুরু হয় 1920 সালে
● 1922 সালে চৌরিচৌরা ঘটনায় মর্মাহত হয়ে এটি প্রত্যাহার করে নেন
● রাজদ্রোহের অপরাধে ছয় বছরের কারাদণ্ড হয়
11. 2011 এর সেনসাস অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্যটি হল -
Ⓐ বিহার
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ ঝাড়খন্ড
Ⓓ মহারাষ্ট্র
Ans : (D)
12. গির ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ গুজরাট
Ⓓ আসাম
Ans : (C)
13. হিরাকুদ মাল্টিপারপাস প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত ?
Ⓐ সরাবতী
Ⓑ মহানদী
Ⓒ কৃষ্ণা
Ⓓ বেতোয়া
Ans : (B)
14. মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ বিতস্তা
Ⓑ বিপাশা
Ⓒ শতদ্রু
Ⓓ শিপ্রা
Ans : (B)
15. বর্তমানে সর্বাধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন কুদানকুলাম পারমানবিক বিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ রাজস্থান
Ⓓ কর্ণাটক
Ans : (A)
16. সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট এন্ড অ্যালিড ফাইবার নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ লাখনৌ, উত্তরপ্রদেশ
Ⓑ কার্নাল, হরিয়ানা
Ⓒ ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ
Ⓓ কটক, ওড়িশা
Ans : (C)
17. এমন একটি নাইট্রোজেন বেস যা DNA -র মধ্যে অনুপস্থিত কিন্তু RNA তে উপস্থিত ?
Ⓐ অ্যাডেনিন
Ⓑ গুয়ানিন
Ⓒ সাইটোসিন
Ⓓ ইউরাসিল
Ans : (D)
● DNA তে আছে - অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন
● RNA তে আছে - অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল
18. নিম্নের কোনটি অ্যাসেটিকে অ্যাসিডের উৎস ?
Ⓐ পাকরস
Ⓑ অপক্ক আপেল
Ⓒ প্রোটিন
Ⓓ ভিনিগার
Ans : (D)
● পাকরসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড
● অপক্ক আপেলে থাকে ম্যালিক অ্যাসিড
● প্রোটিনে থাকে অ্যামিনো অ্যাসিডের
19. নিম্নের কোন মৌলের যোজ্যতা হল তিন ?
Ⓐ কার্বন
Ⓑ আর্সেনিক
Ⓒ হিলিয়াম
Ⓓ নাইট্রোজেন
Ans : (D)
● কার্বন এর যোজ্যতা - 4
● আর্সেনিক এর যোজ্যতা - 5
● হিলিয়াম এর যোজ্যতা - 0
20. তেজস্ক্রিয়তা নিম্নের কোনটির বৈশিষ্ট্য ?
Ⓐ নিউক্লিয়াস
Ⓑ ইলেকট্রন
Ⓒ প্রোটন
Ⓓ নিউট্রন
Ans : (A)
● একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়
● তেজষ্ক্রিয় পদার্থ সাধারনতঃ আলফা, বিটা ও গামা এই তিন ধরনের তেজষ্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে
● অনেক ক্ষেত্রে পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো নির্গত হতে পারে
21. বাদুর কোন ধরনের শব্দ তৈরি করতে সক্ষম ?
Ⓐ সাবসনিক
Ⓑ আল্ট্রাসনিক
Ⓒ সুপারসনিক
Ⓓ ইনফ্রাসনিক
Ans : (B)
● 20 kHZ এর উপরে এই ধরনের শব্দের কম্পাঙ্ক হওয়ায় মানুষ এই শব্দ শুনতে পায় না
22. দন্ত চিকিৎসকরা নিম্নের কোনটি ব্যবহার করেন রোগীকে দেখার জন্য ?
Ⓐ সমতল আয়না
Ⓑ উত্তল আয়না
Ⓒ অবতল আয়না
Ⓓ বিশেষ ধরনের আয়না
Ans : (C)
23. ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে ?
Ⓐ 25 বছর
Ⓑ 20 বছর
Ⓒ 35 বছর
Ⓓ 30 বছর
Ans : (C)
24. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে নতুন একটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে ?
Ⓐ 82 তম
Ⓑ 84 তম
Ⓒ 88 তম
Ⓓ 86 তম
Ans : (D)
এই মৌলিক কর্তব্যে 6 - 14 বছর বয়সের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক ভাবে শিক্ষালাভ সম্পর্কে বলা আছে
আগে মৌলিক কর্তব্য ছিল - 10 টি
25. মীনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ রাজস্থান
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কর্ণাটক
Ⓓ কেরল
Ans : (B)
26. ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ সন্তুর
Ⓑ বাঁশি
Ⓒ সানাই
Ⓓ সেতার
Ans : (C)
27. ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যের প্রধান লোকনৃত্য ?
Ⓐ ওড়িশা
Ⓑ কর্ণাটক
Ⓒ কেরল
Ⓓ তামিলনাড়ু
Ans : (D)
28. ফিল্মফেয়ার আওয়ার্ড প্রদান শুরু হয় কোন সাল থেকে ?
Ⓐ 1954
Ⓑ 1952
Ⓒ 1955
Ⓓ 1956
Ans : (A)
29. 'Five Point Someone' বইটি কার লেখা ?
Ⓐ হানিফ কুরেশি
Ⓑ খুশবন্ত সিং
Ⓒ রুডইয়ার্ড কিপলিং
Ⓓ চেতন ভগত
Ans : (D)