আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 76 (MCQ)

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 76 (MCQ)

***********************



1. নিম্নের কোন শাসকের আমলে তার রাজ্যের রাজধানী রায়গড়ে অবস্থিত ছিল ?
Ⓐ খারবেল
Ⓑ শিবাজী 
Ⓒ শাহজাহান
Ⓓ সিরাজ-উদ-দৌলা 

Ans : (B)

★ খারবেল এর আমলে রাজধানী - কলিঙ্গনগরে ছিল
★ শাহজাহান - আগ্রা
★ সিরাজ-উদ-দৌলা - মুর্শিদাবাদ

2. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ?  
Ⓐ লাখনৌ অধিবেশন 
Ⓑ মুম্বাই অধিবেশন
Ⓒ কলকাতা অধিবেশন
Ⓓ কানপুর অধিবেশন 

Ans : (A)

★ এটি লাখনৌ চুক্তি নামে বিখ্যাত 
★ 1916 সালে এই অধিবেশন আয়োজিত হয় 
★ সভাপতি ছিলেন - অম্বিকাচরণ মজুমদার



3. বঙ্গভঙ্গ আইন কোন সালে কার্যকর হয় এবং বাংলাকে দুটি প্রভিন্সে ভাগ করে ? 
Ⓐ 1906
Ⓑ 1905 
Ⓒ 1912
Ⓓ 1911

Ans : (B)

4. নিম্নের কোন সম্রাট জিন্দাপির উপাধি গ্রহণ করেন ? 
Ⓐ শাহজাহান
Ⓑ ঔরঙ্গজেব 
Ⓒ আবুল মনসুর খাঁ
Ⓓ আলাউদ্দিন খিলজী

Ans : (B)

★ এছাড়া তার উপাধি ছিল আলমগির, আলমগির বাদশা গাজি
★ শাহজাহান - প্রিন্স অব বিল্ডার্স
★ আবুল মনসুর খাঁ - সফদরজঙ্গ
★ আলাউদ্দিন খিলজী - দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার-ই-সানি



5. মেহরৌলি লৌহস্তম্ভ শিলালিপি থেকে কোন রাজার কথা জানতে পারি ?
Ⓐ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ⓑ প্রথম চন্দ্রগুপ্ত 
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ কুমারগুপ্ত

Ans : (B)

★ তিনি ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা 
★ তিনি 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন

6. পিটের ভারত আইন কোন সালে কার্যকর হয় ?
Ⓐ 1775
Ⓑ 1784 
Ⓒ 1792
Ⓓ 1799

Ans : (B)

★ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই আইন পাশ করেন 
★ গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয় 

7. প্রথম জৈন সংগীতি বা সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হয় ?
Ⓐ দেবপ্রয়াগ
Ⓑ পাটলিপুত্র 
Ⓒ বলভী
Ⓓ রাজগির

Ans : (B)

★ সময় - 300 খ্রিষ্টপূর্ব
★ সভাপতি - স্থূলভদ্র
★ শ্বেতাম্বর ও দিগম্বর বিভাজন ঘটে

8. কুকা বিদ্রোহ কোন রাজ্যে সংঘটিত হয় ?
Ⓐ পাঞ্জাব 
Ⓑ বিহার
Ⓒ বাংলা
Ⓓ মহারাষ্ট্র

Ans : (A)

★ 1840 সালে এই বিদ্রোহ ঘটে
★ নেতৃত্ব দিয়েছেন - ভগৎ জওহর মাল

9. নিম্নের কোন শাসক হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন ?
Ⓐ ইব্রাহিম আদিল শাহ
Ⓑ আলাউদ্দিন হোসেন বাহমন শাহ 
Ⓒ প্রথম আহম্মদ শাহ
Ⓓ প্রথম মামুদ শাহ

Ans : (B)

10. কোন গভর্নর জেনারেল স্বর্তবিলোপ নীতির সাথে যুক্ত ?
Ⓐ লর্ড ডালহৌসি 
Ⓑ লর্ড লিটন
Ⓒ লর্ড হেস্টিংস
Ⓓ লর্ড কর্ণওয়ালিস

Ans : (A)

11. নিম্নের কোন দেশ বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ? 
Ⓐ ব্রাজিল 
Ⓑ ভারত
Ⓒ কলম্বিয়া
Ⓓ ইথিওপিয়া

Ans : (A)

12. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
Ⓐ এক্সস্ফিয়ার
Ⓑ ট্রোপোস্ফিয়ার
Ⓒ স্ট্রাট্রোস্ফিয়ার
Ⓓ আয়নোস্ফিয়ার 

Ans : (D)

13. ভারতের বৃহত্তম পরিষ্কার জলের হ্রদটি হল - 
Ⓐ উলার হ্রদ 
Ⓑ ভীমতাল হ্রদ
Ⓒ ডাল হ্রদ
Ⓓ নৈনিতাল হ্রদ

Ans : (A)

14. নিম্নের কোন নদী তিব্বতে সাং-পো (Tsang-po) নামে পরিচিত ?
Ⓐ গঙ্গা
Ⓑ সিন্ধু
Ⓒ ব্রহ্মপুত্র 
Ⓓ তিস্তা

Ans : (C)

15. নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ⓐ মহানদী
Ⓑ তাপ্তি
Ⓒ কৃষ্ণা
Ⓓ গোদাবরী 

Ans : (D)

16. উপদ্বীপীয় (Penimsular) ভারতের কোন নদী আরব সাগরে পতিত হয় নি ?
Ⓐ পেরিয়ার
Ⓑ কাবেরী 
Ⓒ নর্মদা
Ⓓ তাপ্তি

Ans : (B)

17. মেটা কারপাল অস্থি মানব শরীরের কোন অঙ্গে উপস্থিত ?
Ⓐ হাতের তালু 
Ⓑ পায়ের পাতা
Ⓒ কানের হাড়
Ⓓ কব্জি

Ans : (A)

★ পায়ের পাতা - মেটা ট্রাসাল
★ কানের হাড় - মেলিয়াস, ইনকাস, স্টেপিস
★ কব্জি - কারপালস

18. নিম্নের কোন হরমোন শর্করার বিপাক নিয়ন্ত্রণ করে ? 
Ⓐ এড্রিনালিন
Ⓑ ইনসুলিন 
Ⓒ ইস্ট্রোজেন
Ⓓ থাইরক্সিন

Ans : (B)

19. পারমানবিক চুল্লিতে নিম্নের কোনটি নিয়ামক হিসেবে ব্যবহৃত হয় ?
Ⓐ সোডিয়াম
Ⓑ গ্রাফাইট 
Ⓒ জিঙ্ক
Ⓓ পারদ

Ans : (B)

20. বিভবপ্রভেদ পরিমাপের যন্ত্র হলো - 
Ⓐ সিসমোগ্রাফ
Ⓑ ভোল্টমিটার 
Ⓒ অডিওমিটার
Ⓓ অল্টিমিটার 

Ans : (B)

★ সিসমোগ্রাফ - ভূমিকম্পনের তীব্রতা
★ অডিওমিটার - শব্দের প্রাবল্য
★ অল্টিমিটার - উচ্চতা পরিমাপ

21. নিম্নের কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
Ⓐ কার্বন ডাইঅক্সাইড
Ⓑ কার্বন মনোঅক্সাইড
Ⓒ নাইট্রাস অক্সাইড 
Ⓓ সালফার ডাইঅক্সাইড

Ans : (D)

22. নিম্নের কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন ? 
Ⓐ ভিটামিন - A
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - B6
Ⓓ ভিটামিন - B7 

Ans : (D)


★ ভিটামিন - A - রেটিনল
★ ভিটামিন - D - ক্যালসিফেরল
★ ভিটামিন - B6 - পাইরিডক্সিন


23. ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে অর্থ কমিশন গঠিত হয় ?
Ⓐ আর্টিকেল - 270
Ⓑ আর্টিকেল - 280 
Ⓒ আর্টিকেল - 226
Ⓓ আর্টিকেল - 245

Ans : (B)

24. ভারতের কোন শহর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত ? 
Ⓐ মুম্বাই
Ⓑ দিল্লী
Ⓒ হায়দ্রাবাদ
Ⓓ বেঙ্গালুরু 

Ans : (D)

25. প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন, তিনি হলেন -
Ⓐ বচেন্দ্রি পাল 
Ⓑ অরুনিমা সিনহা
Ⓒ প্রেমলতা আগরওয়াল
Ⓓ মালাভাত পূর্ণা

Ans : (A)

26. কোন রাজ্য থেকে ভারতে পঞ্চায়েতী রাজের সূচনা ঘটে ? 
Ⓐ বিহার
Ⓑ রাজস্থান 
Ⓒ পাঞ্জাব
Ⓓ হরিয়ানা

Ans : (B)

27. নিম্নের কোন দেশ ইউরেনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ? 
Ⓐ অস্ট্রেলিয়া
Ⓑ কানাডা 
Ⓒ ইউএসএ
Ⓓ জাপান 

Ans : (B)

28. 'India of my dreams' বইটি কে লিখেছেন ? 
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ লালা হরদয়াল
Ⓒ মহাত্মা গান্ধী 
Ⓓ ভগৎ সিং 

Ans : (C)

29. এইচ এস প্রণয় নিম্নের কোন খেলার সাথে যুক্ত আছেন ? 
Ⓐ ক্রিকেট
Ⓑ ফুটবল
Ⓒ ব্যাডমিন্টন 
Ⓓ টেবিল টেনিস

Ans : (C)