আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 75 (MCQ)
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট - 75 (MCQ)
***********************
1. নিম্নের কোন শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন না ?
Ⓐ উদয়িন
Ⓑ বিম্বিসার
Ⓒ অজাতশত্রু
Ⓓ মহাপদ্মনন্দ
Ans : (D)
● উদয়িন, বিম্বিসার, অজাতশত্রু এনারা প্রত্যেকেই গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন
2. নিম্নের কোন ব্যক্তিত্ব দেবনাম প্রিয়দর্শি নামে পরিচিত ছিলেন ?
Ⓐ মৌর্যরাজা অশোক
Ⓑ মৌর্যরাজা চন্দ্রগুপ্ত মৌর্য
Ⓒ গৌতম বুদ্ধ
Ⓓ ভগবান মহাবীর
Ans : (A)
3. নিম্নের কোন প্রশস্তি থেকে আমরা চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি ?
Ⓐ মস্কি
Ⓑ আইহোল
Ⓒ হাতিগুম্ফা
Ⓓ নাসিক
Ans : (B)
● সংস্কৃত এবং ব্রামহী লিপিতে এটি লেখা হয়েছে
● এটি লিখেছেন রবিকীর্তি
4. নিম্নলিখিতদের মধ্যে কে চোলেশ্বর মন্দির নির্মাণ করেন ?
Ⓐ বিজয়ালয়
Ⓑ প্রথম আদিত্য
Ⓒ প্রথম কুলোতুঙ্গ
Ⓓ দ্বিতীয় কুলোতুঙ্গ
Ans : (A)
5. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ চক্রবর্তী রাজাগোপালাচারী
Ⓒ লর্ড ক্যানিং
Ⓓ লর্ড মাউন্টব্যাটেন
Ans : (D)
● স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল - চক্রবর্তী রাজাগোপালাচারী
6. শূরসেন মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
Ⓐ মথুরা
Ⓑ রাজপুর
Ⓒ তক্ষশীলা
Ⓓ বৈশালী
Ans : (A)
● কম্বোজের রাজধানী - রাজপুর
● গান্ধারের রাজধানী - তক্ষশীলা
● বৃজির রাজধানী - বৈশালী
7. তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
Ⓐ 1465 খ্রিস্টাব্দ
Ⓑ 1525 খ্রিস্টাব্দ
Ⓒ 1555 খ্রিস্টাব্দ
Ⓓ 1565 খ্রিস্টাব্দ
Ans : (D)
● সমগ্র দক্ষিণাত্যের মুসলমান নরপতিরা একত্রিত হয়ে 1565 সালে তালিকোটার প্রান্তরে বিজয়নগরের বিরুদ্ধে অবতীর্ণ হয়
● এই যুদ্ধ ভারত ইতিহাসে এক সীমা-মীমাংসক যুদ্ধ হিসেবে বিবেচিত
● প্রায় এক লক্ষ হিন্দু সৈন্য নিহত হয়েছিল
8. প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যন্যায় দেখা যায় ?
Ⓐ ধর্মপাল
Ⓑ দেবপাল
Ⓒ শশাঙ্ক
Ⓓ হর্ষবর্ধন
Ans : (C)
9. তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
Ⓐ 1764
Ⓑ 1761
Ⓒ 1576
Ⓓ 1539
Ans : (B)
● 1764 - বক্সারের যুদ্ধ
● 1576 - হলদিঘাটের যুদ্ধ
● 1539 - চৌসার যুদ্ধ
10. এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?
Ⓐ হিউয়েন সাং
Ⓑ ফা-হিয়েন
Ⓒ হরিষেণ
Ⓓ আল বেরুনী
Ans : (C)
● সমুদ্রগুপ্তের যে দিগ্বিজয় করার পর 'অশ্বমেধ যজ্ঞ' অনুষ্ঠান করেন তা এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়
11. নিম্নের কোন রাজ্য নর্মদা নদী উপত্যকা গঠন করে না ?
Ⓐ মধ্যপ্রদেশ
Ⓑ রাজস্থান
Ⓒ গুজরাট
Ⓓ মহারাষ্ট্র
Ans : (B)
12. নিম্নলিখিত কোন স্থানকে ভারতের ইকোলজিল্যাল হটস্পট বলা হয় ?
Ⓐ পশ্চিমঘাট
Ⓑ পূর্বঘাট
Ⓒ পশ্চিম হিমালয়
Ⓓ পূর্ব হিমালয়
Ans : (A)
13. ইন্দাস বা সিন্ধু নদী নিম্নের কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে ?
Ⓐ হিন্দুকুশ রেঞ্জ
Ⓑ হিমালয় রেঞ্জ
Ⓒ কারাকোরাম রেঞ্জ
Ⓓ কৈলাস রেঞ্জ
Ans : (D)
14. কঙ্কন রেলওয়ে নিম্নের কোন দুই স্থানকে সংযুক্ত করেছে ?
Ⓐ গোয়া-ম্যাঙ্গালোর
Ⓑ রোহা-ম্যাঙ্গালোর
Ⓒ কন্যাকুমারী-ম্যাঙ্গালোর
Ⓓ কন্যাকুমারী-মুম্বাই
Ans : (B)
15. ছত্তিশগড় এর কোথায় আয়রন ও স্টিল প্লান্ট অবস্থিত ?
Ⓐ বার্নপুর
Ⓑ সালেম
Ⓒ ভিলাই
Ⓓ বোকারো
Ans : (C)
16. কোন জাতীয় সড়ক দিল্লী এবং কলকাতাকে মথুরা এবং বারাণসী ভায়া সংযুক্ত করেছে ?
Ⓐ NH - 4
Ⓑ NH - 2
Ⓒ NH - 10
Ⓓ NH - 6
Ans : (B)
17. চোখের কোন অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ?
Ⓐ লেন্স
Ⓑ অ্যাকুয়াস হিউমার
Ⓒ আইরিশ
Ⓓ স্ক্লেরা
Ans : (B)
● লেন্স - আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে
● আইরিশ - এটি তারারন্ধ্রকে ছোটো ও বড়ো করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে
● স্ক্লেরা - এটি কোরয়েডকে রক্ষা করে
18. নিম্নের কোনটি একটি নিউরোহরমোনের উদাহরণ ?
Ⓐ ভেসোপ্রেসিন
Ⓑ ACTH
Ⓒ এসিটাইল কোলিন
Ⓓ ভেগাস
Ans : (A)
● আরো একটি নিউরোহরমোন হল - ADH
● এসিটাইল কোলিন হল নিউরোট্রান্সমিটার
● ভেগাস হল দশম করোটিক স্নায়ু
19. একসংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটি হল -
Ⓐ 2 : 3
Ⓑ 3 : 1
Ⓒ 1 : 2 : 1
Ⓓ 2 : 3 : 4
Ans : (B)
● এটির জিনোটাইপ অনুপাত হল 1 : 2 : 1
20. নিম্নের কোন রশ্মির নির্গমনে পরমাণুর পারমানবিক সংখ্যা এক একক বেড়ে যায় কিন্তু ভরসংখ্যা অপরিবর্তিত থাকে ?
Ⓐ আলফা রশ্মি
Ⓑ গামা রশ্মি
Ⓒ এক্স রশ্মি
Ⓓ বিটা রশ্মি
Ans : (D)
● আলফা রশ্মি - এটির নির্গমনে ভরসংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়
● গামা রশ্মির নির্গমনে ভরসংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না
21. নিম্নের কোনটি আলোকচিত্রের ফিক্সার নামে পরিচিত ?
Ⓐ সালফিউরিক এসিড
Ⓑ সোডিয়াম থায়োসালফেট
Ⓒ ব্রোমিন
Ⓓ বোরাক্স
Ans : (B)
● এটির সঙ্কেত Na2S2O3.5H2O
ফলজাত দ্রব্য সংরক্ষণে, ঔষধে ব্যবহৃত হয়, আলোকচিত্রে ফ্রিজিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়
22. মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে আলাদা করা হয় ?
Ⓐ পাতন
Ⓑ সেন্ট্রিফিউগেশন
Ⓒ ঊর্ধ্বপাতন
Ⓓ আংশিক পাতন
Ans : (D)
● পাতন - এর সাহায্যে ইথার এবং টলুইন এর মিশ্রণ পৃথক করা যায়
● সেন্ট্রিফিউগেশন - এই সাহায্যে দুধ থেকে ফ্যাটকে আলাদা করা হয়
● ঊর্ধ্বপাতন - NaCl এবং NH4Cl এর মিশ্রণ পৃথক করা যায়
23. রাজ্যপাল হতে গেলে সংবিধানে উল্লেখিত বয়সসীমাটি হল -
Ⓐ 25 বছর
Ⓑ 30 বছর
Ⓒ 32 বছর
Ⓓ 35 বছর
Ans : (D)
24. কর্পোরেশন কর নিম্নের কোন তালিকায় রয়েছে ?
Ⓐ কেন্দ্রীয় তালিকা
Ⓑ রাজ্য তালিকা
Ⓒ যুগ্ম তালিকা
Ⓓ উপরের কোনো তালিকায় নেই
Ans : (A)
● এছাড়া কেন্দ্রীয় তালিকায় আছে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, বৈদেশিক ঋণ, RBI, UPSC, ডাক ও তার কর, পরিষেবার ওপর কর প্রভৃতি
25. নীতি আয়োগের নীতির পুরো কথাটি হল -
Ⓐ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া *
Ⓑ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মেশন অফ ইন্ডিয়া
Ⓒ ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফার ইন্ডিয়া
Ⓓ ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সলোকেশন ইন্ডিয়া
Ans : (A)
26. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ লুসান
Ⓑ জেনেভা
Ⓒ রোম
Ⓓ নিউইয়র্ক
Ans : (D)
27. নিম্নের কাকে অর্থনীতির জনক বলা হয় ?
Ⓐ অ্যাডাম স্মিথ
Ⓑ টিম বার্নাস লি
Ⓒ গ্রেগর জোহান মেন্ডেল
Ⓓ ইউক্লিড
Ans : (A)
● টিম বার্নাস লি - ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক
● গ্রেগর জোহান মেন্ডেল - জিন তত্ত্বের জনক
● ইউক্লিড - জ্যামিতির জনক
28. ডালখাই, ভাগ নাচ নিম্নের কোন রাজ্যে দেখা যায় ?
Ⓐ মিজোরাম
Ⓑ ওড়িশা
Ⓒ রাজস্থান
Ⓓ মণিপুর
Ans : (B)
29. স্ন্যাচ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ভলিবল
Ⓑ ওয়েট লিফটিং
Ⓒ টেবিল টেনিস
Ⓓ সন্তারভ
Ans : (B)
30. ওস্তাদ আমজাদ আলী খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ⓐ সেতার
Ⓑ বাঁশি
Ⓒ গীটার
Ⓓ সরোদ
Ans : (D)